বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
মাত্রাহীন - ১০ টি।
স্বরবর্ণ ৪টি ( এ,ঐ,ও,ঔ)। ব্যঞ্জনবর্গ ৬টি (ঙ,ঞ,ৎ,ং,ঃ)
অর্ধমাত্রা - ৮টি। স্বরবর্ণ ১টি (ঋ) । ব্যঞ্জনবর্গ ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ)।
বাংলা বর্ণমালা মোট ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯।
পূর্ণ মাত্রা - ৩২ টি। স্বরবর্ণ ৬টি ব্যঞ্জনবর্গ ২৬টি।
বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি - ৬টি।
কোন বর্ণগুলোতে মাত্রা হবে না -।এ এবং ঐ।
বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘোষ।
বর্গের তৃতীয়,চতুর্থ, এবং পঞ্চম বর্ণ ঘোষ।
বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণ।
বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণ।
Related Questions
যে বস্তুর সংখ্যা গণনা করা যায় তার নামকে Countable noun বলে। Laughter অর্থ হাস্য; সশব্দ হাসি। কিন্তু Laugh দ্বারা একটি বিশেষ হাসিকে বুঝানো হচ্ছে ।তাই এটি Countable noun হবে।
Noun of the word "Deny" is - - Denial.
Deny - verb যার অর্থ : অস্বীকার করা, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অগ্রাহ্য করা, ত্যাজ্য করা, অননুমোদন করা, অসত্য বলে ঘোষণা করা।
Denial - noun যার অর্থ : অস্বীকার, অস্বীকার, প্রত্যাখ্যান, অপলাপ, নেতিবাচক উত্তর, অগ্রাহ্যতা, ত্যাগ, বর্জন, অসত্য বলিয়া ঘোষণা, অননুমোদন
Who যুক্ত interrogative বাক্য Past Indefinite tense –এ হলে এর passive voice-এর Structure : By whom + was/ were + object কে Subject + Verb-এর Past Participle + question mark.
জব সলুশন