"সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই"- উক্তিটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) চণ্ডীদাস
Note :
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।
Related Questions
ক) বঙ্গভঙ্গ
খ) তেভাগা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) ভাষা আন্দোলন
ক) সুকান্ত ভট্রাচার্য
খ) কাজী নজরুল ইসলাম
গ) সৈয়দ শামসুল হক
ঘ) জীবনানন্দ দাশ
জব সলুশন