বিষয়ঃ Other

50051. প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?

ক) রামমোহন রায়
খ) ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
গ) উইলিয়াম কেরী
ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

50052. ”তামার বিষ” বাগধারাটির অর্থ কী?

ক) অর্থের অভাব
খ) অর্থের প্রাচুর্য
গ) অর্থের কু-প্রভাব
ঘ) অর্থের অহংকার

50053. ”উপকন্ঠ” শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) কন্ঠের সমীপে
খ) কন্ঠের সদৃশ
গ) উপ যে কন্ঠ
ঘ) কন্ঠ পর্যন্ত

50054. ”দুর্যোগ” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) দুহঃ+যোগ
খ) দুঃ+যোগ
গ) দুর+যোগ
ঘ) দুরঃ+যোগ

50055. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) অসমীভবন
ঘ) ধ্বনিবিপর্যয়

50056. ”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

ক) ধ্বনিতত্ত্বে
খ) রূপতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) অর্থতত্ত্বে

50057. ”দীপ্যমান” শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?

ক) দীপ্য+মান
খ) দিপ্য+মানচ
গ) দীপ+শানচ্‌
ঘ) দিপ+শানচ

50058. ”বীরসন্তান প্রসব করে যে নারী”-এর এক কথায় প্রকাশ-

ক) বীরভোগ্য
খ) রত্নগর্ভা
গ) বীরপ্রসূ
ঘ) স্বর্ণমাতা

50059. উদ্যম বিহনে কার পুরে মনোরথ- এখানে “উদ্যম বিহনে” কোন করাকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে ৭মী
খ) অধিকরণে ৭মী
গ) অপাদানে ১ম
ঘ) কর্মে ৭মী

50060. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

ক) ফলা
খ) কার
গ) ধ্বনি
ঘ) অক্ষর

50061. কোনটি তৎসম শব্দ ?

ক) কিংবদন্তী
খ) হাতি
গ) চাঁদ
ঘ) তেতুঁল

50062. ”ধূমকেতু” পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) বুদ্ধদেব বসু
খ) শামসুর রহমান
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) শওকত ওসমান

50063. ”অগ্নি” এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) হুতাশন
খ) কৃশানু
গ) রায়ুসখা
ঘ) দ্যুতি

50064. কোন বানানটি শুদ্ধ?

ক) ডাষ্টবিন
খ) দারিদ্রতা
গ) দূষণীয়
ঘ) নুপুর

50065. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

ক) অন্যগ্রহ
খ) মিলের অভাব
গ) স্ত্রীর অভাব
ঘ) প্রকৃষ্ঠ গতি

50066. কমা (comma) এর বাংলা কি?

ক) পূর্ণচ্ছেদ
খ) দৃষ্টান্তছেদ
গ) পাদচ্ছেদ
ঘ) অর্ধছেদ

50067. ”তাসের ঘর” শব্দের অর্থ কি?

ক) সর্বনাশ
খ) তামাশা
গ) ক্ষণস্থায়ী
ঘ) ভন্ড

50068. বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্যারিচাঁদ মিত্র
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

50069. ”পায়ের আওয়াজ পাওয়া যায়” কি ধরনের রচনা?

ক) ছোটগল্প
খ) কাব্যনাটক
গ) উপন্যাস
ঘ) পত্রোপন্যাস

50070. ”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?

ক) ১৯০৯
খ) ১৭৯৮
গ) ১৯০৭
ঘ) ১৭০৯

50071. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?

ক) প্যারিচাঁদ মিত্র
খ) মোহিতলাল মজুমদার
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

50072. ”বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ” গ্রন্থের রচয়িতার নাম-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বিদ্যাপতি
গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

50079. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা ?

ক) ১২০০ টাকা
খ) ১০০০ টাকা
গ) ১৫০০ টাকা
ঘ) ২০০০ টাকা

50081. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-

ক) ক্যালসিয়াম অক্সালেট
খ) ক্যালসিয়াম কার্বনেট
গ) ক্যালসিয়াম ফসফেট
ঘ) ক্যালসিয়াম সালফেট

50082. 'ভিসুভিয়াস' আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ক) মেক্সিকো
খ) জাপান
গ) ইতালি
ঘ) রাশিয়া

50083. 'ইউয়ান ' কোন দেশের মুদ্রা ?

ক) মায়ানমার
খ) ভিয়েতনাম
গ) থাইল্যান্ড
ঘ) চীন

50084. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?

ক) অক্সিজেন
খ) কার্বন-ডাইঅক্সাইড
গ) নাইট্রোজেন
ঘ) হাইড্রোজেন

50085. জাপান 'পার্ল হারবার' আক্রমণ করে কবে?

ক) ৬ই এপ্রিল, ১৯৪২
খ) ১৭ জুন , ১৯৪৩
গ) ৭ ডিসেম্বর, ১৯৪১
ঘ) ১৫ জানুয়ারি, ১৯৪০

50086. কোন সময়কালকে 'মুজিব বর্ষ' হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?

ক) ২০১৯ -২০ সালকে
খ) ২০২০ -২১ সালকে
গ) ২০২১ -২২সালকে
ঘ) ২০২২ -২৩ সালকে

50087. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?

ক) অলিভার হার্ট
খ) জ্যাঁ তিরোল
গ) রবার্ট জে শিলার
ঘ) উইলিয়াম ডি নর্ডহাউস ও পল মাইকেল রোমার

50088. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের -

ক) তরঙ্গদৈর্ঘ্য বেশি
খ) বিক্ষেপণ বেশি
গ) প্রতিফলন বেশি
ঘ) শোষণ বেশি

50089. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

ক) বঙ্গ
খ) পুণ্ড্রবর্ধন
গ) গৌড়
ঘ) সমতট

50092. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ' ইউরো ' চালু করতে বাধ্য নয়?

ক) নেদার‌ল্যান্ডস ও যুক্তরাজ্য
খ) নিউজিল্যান্ড ও ডেনমার্ক
গ) ডেনমার্ক ও যুক্তরাজ্য
ঘ) সুইডেন ও বেলজিয়াম

50094. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?

ক) ভারত-বাংলাদেশ সীমান্ত
খ) ভারত -পাকিস্তান সীমান্ত
গ) পাকিস্তান-চীন সীমান্ত
ঘ) মায়ানমার-থাইল্যান্ড সীমান্ত

50095. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়?

ক) ৫ অক্টোবর
খ) ২৯ জানুয়ারি
গ) ২ এপ্রিল
ঘ) ৯ জুলাই

50096. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?

ক) সিলেট
খ) ময়মনসিংহ
গ) কুমিল্লা
ঘ) নোয়াখালি

50097. 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা' (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?

ক) ২০১০ -২০২৫
খ) ২০২০ -২০৩০
গ) ২০১৬-২০৩০
ঘ) ২০১৬-২০৩৫

50098. . ব্রিটিশ উপনিবেশ না হয়ে ও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ ?

ক) সুদান
খ) ইয়েমেন
গ) মোজাম্বিক
ঘ) সিয়েরালিওন

50099. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?

ক) RAM
খ) ROM
গ) হার্ডডিস্ক
ঘ) অপারেটিং সিস্টেম

50100. 'ই-৮' পৃথিবীর কোন ধরনের ৮ টি দেশকে নির্দেশ করে ?

ক) সবচেয়ে দরিদ্র ৮ টি দেশ
খ) সবচেয়ে শিল্পোন্নত ৮ টি দেশ
গ) সবচেয়ে উন্নত ৮ টি দেশ
ঘ) সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮ টি দেশ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore