বিষয়ঃ Other

52751. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?

ক) ২৩ জোড়া
খ) ২০ জোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২৫ জোড়া

52752. কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়?

ক) পেপসিন
খ) এমাইলেজ
গ) রেনিন
ঘ) টিপসিন

52753. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

ক) শূন্যতা
খ) লোহা
গ) পানি
ঘ) বাতাস

52754. √P :√Z কে P : z এর কি বলা হয়?

ক) দ্বিভাজিত অনুপাত
খ) মিশ্র অনুপাত
গ) ত্রিভাজিত অনুপাত
ঘ) সমানুপাত

52755. a⁴ + 4 এর উৎপাদক কি কি?

ক) ( a² + 2a + 2 ) ( a² + 2a - 2 )
খ) ( a² + 2a + 2 ) ( a² - 2a + 2 )
গ) ( a² - 2a + 2 ) ( a² + 2a - 2 )
ঘ) ( a² - 2a - 2 ) ( a² - 2a + 2 )

52756. p + 1/p = 5 হলে p³ + 1/p³ = কত ?

ক) 100
খ) 105
গ) 110
ঘ) 115

52761. ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

ক) ০.০০২৪
খ) ০.০০৩২
গ) ০.০০০৩২
ঘ) ০.০০০৩২

52763. সামান্তরিকের ক্ষেত্রফল কত?

ক) ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
খ) দৈর্ঘ্য * প্রস্থ
গ) ১২ (ভূমি * উচ্চতা)
ঘ) ভূমি * উচ্চতা

52764. 1+2+3+4+------+99= কত?

ক) 4950
খ) 4850
গ) 4750
ঘ) 4650

52771. শতকরা ৫ টাকা হার লাভে ২০ বছরে লাভ মূলধনে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

ক) ২০,০০০ টাকা
খ) ৩৫,০০০ টাকা
গ) ২৫,০০০ টাকা
ঘ) ৩০,০০০ টাকা

52774. বর্তমান বিশ্বে রপ্তানী শীর্ষ দেশ কোনটি?

ক) চীন
খ) জার্মানি
গ) ভারত
ঘ) যুক্তরাষ্ট্র

52776. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) সংযুক্ত আরব আমিরাত
খ) ইথিওপিয়ার
গ) লেবানন
ঘ) ইয়েমেন

52778. মেক্সিকো ও যুক্তরাষ্ট বিভক্তকারী সীমারেখা কোনটি?

ক) ম্যাকনামারা লাইন
খ) সনোরা লাইন
গ) ডরান্ড লাইন
ঘ) হিন্ডারবাগ লাইন

52779. নাসাউ কোন দেশের রাজধানী?

ক) নিকোবর দ্বীপপুঞ্জ
খ) মাদাগাস্কার
গ) বাহামা দ্বীপপুঞ্জ
ঘ) ফিজি

52780. ”শহীদ চান্দু” স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?

ক) বগুড়া
খ) কুমিল্লা
গ) চট্টগ্রাম
ঘ) রাজশাহী

52781. মিশুকের স্থপতি কে?

ক) মোস্তফা মনোয়ার
খ) হামিদুর রহমান
গ) শামীম শিকদার
ঘ) হামিদুজ্জামান খান

52782. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?

ক) বরাইল
খ) কৈলাস
গ) কাঞ্চনজঙ্ঘা
ঘ) গডউইন অস্টিন

52783. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?

ক) বিজয় স্তম্ভ
খ) বিজয়কেতন
গ) স্বাধীনতা সোপান
ঘ) রক্ত সোপান

52784. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?

ক) শায়েস্তা খান
খ) মির্জা আহমদ খান
গ) নবাব সলিমুল্লাহ
ঘ) নবাব আবদুল লতিফ

52785. ”যা কষ্টে লাভ করা যায়” তাকে এক কথায় বলে-

ক) কষ্টসাধ্য
খ) দুর্জয়
গ) অলভ্য
ঘ) দুর্লভ

52786. কোনটি শুদ্ধ বানান?

ক) নিমীলিত
খ) নির্মীলীত
গ) নির্মীলিত
ঘ) নিমির্লিত

52787. ”যত্ন করলে রত্ন মিলে”- এখানে “করলে” কোন ক্রিয়ার উদাহরণ?

ক) অনুক্ত
খ) দ্বিকর্মক
গ) সমাপিকা
ঘ) অসমাপিকা

52789. পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

ক) পর্য+আলোচনা
খ) পরি+আলোচনা
গ) পর্যা+লোচনা
ঘ) পর্যা+আলোচনা

52790. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক) পর+পর=পরস্পর
খ) বাক+দান=বাগদান
গ) উৎ+ছেদ=উচ্ছেদ
ঘ) সম+সার=সংসার

52791. প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন--

ক) মুহাম্মদ শহীদুল্লাহ
খ) অশোক মুখোপাধ্যায়
গ) মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ) জগন্নাথ চকত্রবর্তী

52792. বাংলা সাহিত্যে “বোরের পাখি” বলা হয কাকে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) রাজ শেখর বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) বিহারীলাল চক্রবর্তী

52794. কোন দুজন আরাকান রাজসভার কবি?

ক) সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির
খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ) কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান

52795. ”মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক?

ক) ভাবাধিকরণ
খ) বিষয়াধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) স্থানাধিকরণ

52796. ”সমাস” এর অর্থ-

ক) সংযোজন
খ) বিশ্লেষণ
গ) সংশ্লেষণ
ঘ) সংক্ষেপন

52797. সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘে কোন কারক?

ক) কর্ম কারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক

52798. ”অর্বাচীন” এর বিপরীত শব্দ-

ক) অচেনা
খ) নবীন
গ) প্রাচীন
ঘ) তরুণ

52799. ”সৌম্য”-এর বিপরীত শব্দ-

ক) উগ্র
খ) শান্ত
গ) কঠিন
ঘ) উদ্ধত

52800. কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?

ক) সাতেও না পাঁচেও না
খ) দা-কুমড়া
গ) সাপে-নেউলে
ঘ) আদায়-কাঁচকলায়

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore