বিষয়ঃ Other

53351. x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক-

ক) x+y+1
খ) x+y-1
গ) x-y-1
ঘ) x-2y+1

53364. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ----

ক) ইউরিয়া
খ) টিএসপি
গ) অ্যামোনিয়া
ঘ) সালফেট

53365. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় --

ক) ১৯৪৭ সালে
খ) ১৯৫০ সালে
গ) ১৯৫৩ সালে
ঘ) ১৯৫৭ সালে

53367. . পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

ক) ২৫০ টি
খ) ২৭৫টি
গ) ৩০০টি
ঘ) ৩০৯টি

53368. কোন মোগল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন?

ক) হুমায়ুন
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব

53369. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

ক) ১৯৫৩ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৫৫ সালে
ঘ) ১৯৫৬ সালে

53371. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ----

ক) ১সেপ্টেম্বর, ১৯৩৯
খ) ১ ডিসেম্বর, ১৯৩৯
গ) ১ মার্চ, ১৯৪০
ঘ) ১ জুন, ১৯৪০

53372. গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ---

ক) শনিবার রাত্রি ১২টা
খ) শনিবার সন্ধ্যা ৬টা
গ) রবিবার সন্ধ্যা ৬টা
ঘ) রবিবার দুপুর ১২টা

53373. সুমাত্রা দ্বীপটি অবস্থিত---

ক) বঙ্গোপসাগরে
খ) আরব সাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) প্রশান্ত মহাসাগরে

53374. চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---

ক) ৬ ভাগের ১ ভাগ
খ) চেয়ে কম
গ) চেয়ে বেশি
ঘ) সমান

53375. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ---

ক) ধ্রুব নক্ষত্র
খ) লুব্ধক
গ) সুরনদী
ঘ) প্রক্সিমা সেন্টারাই

53378. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?

ক) এনড্রোজেন
খ) এস্ট্রোজেন
গ) ইনসুলিন
ঘ) থাইরক্সিন

53379. 'হার্ডডিস্ক' মাপার একক হল ----

ক) মেগাবাইট
খ) গিগাবাইট
গ) কিলোবাইট
ঘ) টেরাবাইট

53380. পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয় ---

ক) সোডা ওয়াটার
খ) মিল্ক অব লাইম
গ) ওয়াটার গ্যাস
ঘ) মার্ক পারহাইড্রল

53381. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?

ক) দস্তা
খ) সীসা
গ) লোহা
ঘ) পারদ

53383. বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?

ক) ১৯৯৮ সালে
খ) ২০০০ সালে
গ) ২০০২ সালে
ঘ) ২০০৪ সালে

53384. মঙ্গল' গ্রহের কয়টি উপগ্রহ আছে?

ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) কোন উপগ্রহ নাই

53386. 'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?

ক) শ্বেতসার
খ) আমিষ
গ) স্নেহ
ঘ) ভিটামিন

53387. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?

ক) ভিটামিন 'বি'
খ) ভিটামিন 'সি'
গ) ভিটামিন 'ডি'
ঘ) ভিটামিন 'কে'

53388. এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?

ক) অল্পবয়সী ছেলেমেয়েরা
খ) অল্পবয়সী মেয়েরা
গ) অল্পবয়সী ছেলেরা
ঘ) বৃদ্ধ-বৃদ্ধারা

53389. এইচআইভি কী?

ক) ব্যাকটেরিয়া
খ) সায়ানো ব্যাকটেরিয়া
গ) ভাইরাস
ঘ) ছত্রাক

53390. প্রোটিনের মূল উপাদান কী?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) কার্বন

53392. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?

ক) মাইকেল কলিন্স
খ) ইউরি গ্যাগারিন
গ) নীল আর্মস্ট্রং
ঘ) এডুইন অলড্রিন

53394. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?

ক) লোহায় মরিচা ধরা
খ) তাপ দ্বারা মোম গলানো
গ) বরফ গলে পানি হওয়া
ঘ) লবণ পানিতে দ্রবীভূত হওয়া

53395. নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক) ক্যালসিয়াম কার্বনেট
খ) সোডিয়াম ক্লোরাইড
গ) চিনি
ঘ) সালফিউরিক এসিড

53397. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?

ক) পরিবন
খ) পরিচলন
গ) বিকিরণ
ঘ) এর কোনোটিই নয়

53398. 'নির্মল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) পঙ্কিল
খ) অপরিস্কার
গ) নোংরা
ঘ) অনির্মল

53399. কোনটি 'নদী' শব্দের সমার্থক শব্দ?

ক) জলধি
খ) পয়োধি
গ) জলধর
ঘ) শৈবলিনী

53400. 'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কি?

ক) আসন্ন বিপদ
খ) মাথাব্যথা
গ) মহাবিপদ
ঘ) মাথার বোঝা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore