বিষয়ঃ Other

55701. কোনটি শুদ্ধ বানান?

ক) প্রজ্বল
খ) প্রোজ্জল
গ) প্রোজ্বল
ঘ) প্রোজ্জ্বল

55702. ‘Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?

ক) সত্যায়িত
খ) প্রত্যয়িত
গ) সত্যায়ন
ঘ) সংলগ্ন/সংলাপ

55703. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) কারক
খ) লিখিত
গ) বেদনা
ঘ) খেলনা

55704. “প্রোষিতভর্তৃকা”- শব্দটির অর্থ কী?

ক) ভৎসনাপ্রাপ্ত তরুণী
খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
গ) ভূমিতে প্রোথিত তরুমূল
ঘ) যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে

55705. শিব রাত্রির সলতে-বাগধারাটির অর্থ কী?

ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব

55706. শরতের শিশির-বাগধারা শব্দটির অর্থ কী?

ক) সুসময়ের বন্ধু
খ) সুসময়ের সঞ্চয়
গ) শরতের শোভা
ঘ) শরতের শিউলি ফুল

55707. ‘অভিরাম’ শব্দের অর্থ কী?

ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর

55708. দ্বারা, দিয়া, কর্তৃক-বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

ক) তৃতীয়া বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) দ্বিতীয়া বিভক্তি
ঘ) শূন্য বিভক্তি

55709. কোন শব্দযুগল বিপরীতা্র্থক নয়?

ক) ঐচ্ছিক-অনাবশ্যক
খ) কুটিল-সরল
গ) কম-বেশী
ঘ) কদাচার-সদাচার

55710. ‘গীর্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

ক) ফারসী
খ) পর্তুগীজ
গ) ওলন্দাজ
ঘ) পাঞ্জাবী

55712. আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

ক) মেঘ উত্তম তাপ পরিবাহক
খ) সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপন্ন করে
গ) বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
ঘ) মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে

55713. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

ক) মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
খ) মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
গ) মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ) মাটির পাত্র তাপ কুপরিবাহী

55714. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

ক) তরল পদার্থ
খ) বায়বীয় পদার্থ
গ) কঠিন পদার্থ
ঘ) নরম পদার্থ

55716. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-

ক) পাশাপাশি দুটো দাঁতের দাগ
খ) অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
গ) ক্ষতস্থান হতে প্রচুর রক্তপাত হতে থাকে
ঘ) ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে

55717. রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়-

ক) কিডনীর পাথর গলাতে
খ) পিত্ত পাথর গলাতে
গ) গলগণ্ড রোগ নির্ণয়ে
ঘ) নতুন পরমাণু তৈরিতে

55718. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে-

ক) নিউক্লিয়াস
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমোসোম
ঘ) নিওক্লিওপ্লাজম

55719. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে

ক) বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ) মেমোরি চিপ হিসেবে
গ) চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ) কার্বন ক্ষেত্র হিসেবে

55726. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?

ক) ১২০%
খ) ১২৫%
গ) ১৪০%
ঘ) ১৫০%

55729. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-

ক) স্ফিগমোম্যানোমিটার
খ) স্টেথস্কোপ
গ) কার্ডিওগ্রাফ
ঘ) ইস্কোকার্ডিওগ্রাফ

55730. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

ক) পেনিসিলিন
খ) ইনসুলিন
গ) পোলিক এসিড
ঘ) এমিনো এসিড

55731. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-

ক) ভাঁড়ুদত্ত
খ) চাঁদ সওদাগর
গ) ঈশ্বরী পাটনী
ঘ) নলকুবের

55732. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-

ক) শওকত ওসমান
খ) জ্যোতিপ্রকাশ দত্ত
গ) আখতারুজ্জামান ইলিয়াস
ঘ) হাসান আজিজুল হক

55733. কখনো উপন্যাস লেখেন নি-

ক) কাজী নজরুল ইসলাম
খ) জীবনানন্দ দাশ
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) বুদ্ধদেব বসু

55734. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

ক) দৌলত উজির বাহরাম খান
খ) মাগন ঠাকুর
গ) আলাওল
ঘ) শাহ মুহম্মদ সগীর

55735. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ক) চণ্ডীমঙ্গল
খ) মনসামঙ্গল
গ) ধর্মমঙ্গল
ঘ) অন্নদামঙ্গল

55736. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

ক) বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
খ) কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
গ) দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
ঘ) কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

55737. জোট নিরপেক্ষ আন্দোলনের(NAM) আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে

ক) দিল্লী
খ) ডারবান
গ) জাকার্তা
ঘ) ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয় ২৫-২৬ অক্টোবর ২০১৯।]

55738. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) নীলফামারী
খ) লালমনির হাট
গ) কুড়িগ্রাম
ঘ) দিনাজপুর

55739. NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) ১১০
খ) ১১৪
গ) ১১৮
ঘ) 120

55742. রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন?

ক) ২৪০০০
খ) ১৪০০০
গ) ১৩৯০০
ঘ) ১২৮০০

55743. Find out the correct answer.

ক) Telescopes and data bases have nothing in common for the astronomer
খ) Telescopes and data bases are both becoming relevant for the astronomer
গ) Telescopes and data bases complement each other for the astronomer
ঘ) Telescopes and Data bases can be confusing to the astronomer

55744. A good title for the passage will be —

ক) Telescope and exploration of the universe
খ) Space exploration in the new millennium
গ) Astronomers and exploration of the universe
ঘ) Digital telescope and exploration of the universe

55745. The contemporary astronomer needs to look at the sky from a mountain top

ক) contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe
খ) contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe
গ) The contemporary astronomer needs a telescope to explore the universe
ঘ) None of those

55746. Modern data base ‘Produce reams of observational data”

ক) Data basses are of limited use in storing information
খ) Data bases create information instantly
গ) Data bases produce lot of information
ঘ) Data bases are packed with paper

55747. “Data bases sit on computer disks, humming away” implies

ক) Data baes are unless and static
খ) Data bases make soft-sound but ate working away
গ) Data baes are things of the past
ঘ) Data baes are singing instrument

55748. ”সাত সাগরের মাঝি” কাব্য গ্রন্থটির কবি কে?

ক) ফররুখ আহমদ
খ) আহসান হাবীব
গ) শামসুর রহমান
ঘ) হাসান হাফিজুর রহমান

55749. বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ –

ক) ১০ বৎসর
খ) ২০ বৎসর
গ) ২৫ বৎসর
ঘ) ৩০ বৎসর

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore