বিষয়ঃ Other

55951. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি

ক) বাউণ্ডেলের আত্মকাহিনী
খ) মুক্তি
গ) হেবা
ঘ) বিদ্রোহী

55952. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

ক) দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) সুকুমার সেন

55953. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?

ক) মুহম্মদ আবদুল হাই
খ) মুহাম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) আহমদ শরীফ

55954. পদাবলী লিখেছেন-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মাইকেল মধুসূদন
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) কায়কোবাদ

55955. কোনটি হযরত মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ?

ক) মরুমায়া
খ) মরুভাস্কর
গ) মরুতীর্থ
ঘ) মরুকুসুম

55956. কোনটি ঠিক?

ক) গোরা (নাট্যগ্রন্থ)
খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ) পথের দাবী (উপন্যাস)
ঘ) একাত্তরের দিনগুলি (উপন্যাস)

55957. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
গ) মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ) মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান

55958. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) মোহাম্মদ নাসির উদ্দিন
খ) আবুল কালাম শামসুদ্দিন
গ) কাজী আব্দুল ওদুদ
ঘ) সিকান্দার আবু জাফর

55959. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?

ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি

55960. পদাবলী-র প্রথম কবি কে?

ক) শ্রীচৈতন্য
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস

55961. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

ক) চোখের বালি
খ) বলাকা
গ) ঘরে-বাইরে
ঘ) রক্তকরবী

55962. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) জসীমউদদীন

55963. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) রবি ঠাকুর
গ) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম

55966. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----

ক) এক সমকোণের অর্ধেক
খ) দুই সমকোণ
গ) তিন সমকোণ
ঘ) এক সমকোণ

55967. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---

ক) ব্যাসার্ধ
খ) ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
গ) ব্যাস
ঘ) কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি

55968. কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

ক) ০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ) ২ ডিগ্রী সেন্টিগ্রেড
গ) ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ) ৬ ডিগ্রী সেন্টিগ্রেড

55971. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক) ১৭৫৬ সালে
খ) ১৭৫৭ সালে
গ) ১৭৫৮ সালে
ঘ) ১৭৬০ সালে

55972. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ --

ক) নেপাল
খ) মায়ানমার
গ) থাইল্যান্ড
ঘ) ভূটান
Note : ভুটান ও ভারত দুই দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। এটি দালিলিকভাবে এখন প্রমাণিত ।, `ভুটান প্রথম রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর একাত্তর সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে এখন আর কোনো বিভ্রান্তি নেই।

55974. চাপের একক হচ্ছে ---

ক) প্যাসকেল
খ) কুলম্ব
গ) নিউটন
ঘ) ভোল্ট

55975. যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তখন ---

ক) বন্দুক লাফিয়ে ওঠে
খ) বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে
গ) বন্দুক সামনে এগিয়ে যায়
ঘ) বন্দুক আদৌ নড়ে না

55976. উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

ক) ২৩ মার্চ
খ) ২১ জুন
গ) ২২ সেপ্টেম্বর
ঘ) ২২ ডিসেম্বর

55977. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) শুক্র
খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল

55979. আগ্রার দুর্গের নির্মাতা কে?

ক) সম্রাট শাহজাহান
খ) সম্রাট হুমায়ুন
গ) সম্রাট আওরঙ্গজেব
ঘ) সম্রাট জাহাঙ্গীর

55980. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ---

ক) যকৃত
খ) স্নায়ু
গ) কিডনি
ঘ) ত্বক

55981. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --

ক) কাণ্ডের অগ্রভাবে
খ) মূলের অগ্রভাগে
গ) পাতায়
ঘ) মূল ও কাণ্ডের অগ্রভাবে

55982. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---

ক) অভিস্রবণ
খ) সালোকসংশ্লেষণ
গ) শ্বসন
ঘ) রেচন

55983. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?

ক) ভারত মহাসাগর
খ) উত্তর মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) দক্ষিণ মহাসাগর

55984. . চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

ক) লুসাই
খ) গোমতি
গ) সুরমা
ঘ) কর্ণফুলী

55985. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর-এর পদবী কি ছিল?

ক) লেফটেন্যান্ট
খ) ক্যাপ্টেন
গ) ল্যান্স নায়েক
ঘ) সিপাহী

55986. বাংলাদেশের জাতীয় উদ্যান ---

ক) রমনা উদ্যান
খ) ভাওয়াল জাতীয় উদ্যান
গ) বলধা গার্ডেন
ঘ) সোহরাওয়ার্দী উদ্যান
Note : বাংলাদেশ বন অধিদপ্তরের তালিকা অনুসারে বাংলাদেশে সংরক্ষিত জাতীয় উদ্যান রয়েছে মোট ১৮ টি । ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো "ভাওয়াল জাতীয় উদ্যান।

55987. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল---

ক) ঢাকায়
খ) কোলকাতায়
গ) মেহেরপুরে
ঘ) চট্টগ্রামে

55988. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায়?

ক) রেনিন
খ) পেপসিন
গ) ট্রিপসিন
ঘ) এমাইলেজ

55989. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হল ---

ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম

55990. খাসিয়া উপজাতি' কোন জেলায় অধিক বাস করে?

ক) ময়মনসিংহ
খ) সিলেট
গ) কক্সবাজার
ঘ) চট্টগ্রাম

55991. সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয় ---

ক) ঊষা
খ) মধ্যাহ্ন
গ) গোধূলী
ঘ) রাত্রি

55992. বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দফতর অবস্থিত ---

ক) পাক্‌শী
খ) লালমনিরহাট
গ) পাহাড়তলী
ঘ) ঢাকা

55993. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---

ক) ভয়েজার-১
খ) অ্যাপোলো-১১
গ) ভয়েজার-২
ঘ) চ্যালেঞ্জার

55994. পৃথিবীর একমাত্র উপগ্রহ ---

ক) সূর্য
খ) বুধ
গ) চন্দ্র
ঘ) শুক্র

55995. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক) নেদারল্যান্ড
খ) জাপান
গ) ইতালি
ঘ) জার্মানি

55996. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ---

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমেদ
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) শাহ আব্দুল হামিদ

55997. গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ---

ক) ম্যানোমিটার
খ) পাইরোমিটার
গ) হাইগ্রোমিটার
ঘ) ব্যারোমিটার

55998. 'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---

ক) ক্রিকেটার হিসাবে
খ) সাঁতারু হিসাবে
গ) ফুটবলার হিসাবে
ঘ) দৌড়বিদ হিসাবে

55999. স্ক্যানার' হলো একটি ---

ক) আউটপুট ডিভাইস
খ) ইনপুট ডিভাইস
গ) কো-অর্ডিনেটিং ডিভাইস
ঘ) মিক্সড ডিভাইস

56000. বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' ---এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) বেগম সুফিয়া কামাল
গ) শেখ ফজলুল করিম
ঘ) সুকান্ত ভট্টাচার্য

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore