বিষয়ঃ Other

58751. Ballad কী?

ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা

58752. ’পাখি সব করে রব রাতি পোহাইল’ পঙ্গক্তির রচয়িতা কে?

ক) মদনমোহন তর্কালংকার
খ) রামনারায়ণ তর্করত্ন
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার

58753. ’বনফুল’ কার ছদ্মনাম?

ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) যতীন্দ্রমোহন বাগচী
ঘ) মোহিতলাল মজুমদার

58754. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ক) মৃত্যুক্ষুধা
খ) আলেয়া
গ) ঝিলিমিলি
ঘ) মধুবালা

58755. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?

ক) ভানু বন্দোপাধ্যায়
খ) চণ্ডীদাস
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) ভারতচন্দ্র

58756. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

ক) বিদ্রোহী
খ) প্রলয়োল্লাস
গ) আনন্দময়ীর আগমনে
ঘ) নারী

58760. 1+2+3+4+……..99 = কত?

ক) ৪৬৫০
খ) ৪৭৫০
গ) ৪৪৫০
ঘ) ৪৯৫০

58762. নেপাল এর বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?

ক) মি কইরালা
খ) মি থাপা
গ) কে পি শর্মা অলি
ঘ) ঝালানাথ খানাল

58763. রাষ্ট্র প্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্র প্রধানের মর্যাদা লাভ করে?

ক) ইয়াসির আরাফাত
খ) কফি আনান
গ) ওসামা বিন লাদেন
ঘ) অ্যারিয়েল শ্যারন

58764. কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?

ক) ইন্দিরা গান্ধী
খ) বেগম খালেদা জিয়া
গ) আং সান সুকী
ঘ) মার্গারেট থ্যাচার

58765. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক
খ) প্যারিস
গ) রোম
ঘ) জেনেভা

58766. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?

ক) প্যারিস
খ) লিঁও
গ) ভার্সাই
ঘ) মাসাই

58767. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়

ক) সংযুক্ত আরব আমিরাত
খ) মিসর
গ) লেবানন
ঘ) ইয়েমেন

58768. বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?

ক) গিনি
খ) ঘানা
গ) সেনেগাল
ঘ) দক্ষিন কোরিয়া

58770. আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বারিত হয়-

ক) ১৯২৭ সনের ১২ আগস্ট
খ) ১৯২৮ সনের ২৭ আগস্ট
গ) ১৯২৮ সনের ৩ নভেম্বর
ঘ) ১৯২৯সনের ৫জানুয়ারি

58771. ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে-

ক) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
খ) ইরাক পুনর্গঠন চুক্তি
গ) যুক্তরাষ্ট্র- মেক্সিকো বৈধ চুক্তি
ঘ) শিশু অধিকার চুক্তি

58772. মধ্য প্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?

ক) ১৯৭৩ সালে
খ) ১৯৮১ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ২০০৩ সালে

58773. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) পেরু
ঘ) কোনটাই না

58774. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?

ক) লাইবেরিয়া
খ) হংকং
গ) পূর্ব তিমুর
ঘ) দক্ষিণ সুদান

58775. ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সাময়িক অভিযান শুরু হয়?

ক) ২০০৩ সালের ১৮ মার্চ
খ) ২০০৩ সালের ২০ মার্চ
গ) ২০০৩ সালের ২২ মার্চ
ঘ) ২০০৩ সালের ২৪ মার্চ

58777. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?

ক) সালমান সালমান রুশদীরুশদী
খ) কুলদীপ নায়ার
গ) হ্যান্স ব্লিক্স
ঘ) হিলারী ক্লিনটন

58778. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?

ক) পেলে
খ) জিদান
গ) বেকেনবাওয়ার
ঘ) ম্যারাডোনা

58779. আবু গারিব বলতে কী বুঝায়?

ক) একজন বিখ্যাত দার্শনিক
খ) একটি যাদুঘর
গ) একটি জেলখানা
ঘ) একজন বৈজ্ঞানিক

58782. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

ক) ত্রিপুরা
খ) মিজোরাম
গ) মনিপুর
ঘ) মেঘালয়

58783. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

ক) জিকা
খ) ইউএনডিপি
গ) বিশ্বব্যাংক
ঘ) আইএমএফ

58784. মূল সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?

ক) ১ জুলাই ১৯৯১
খ) ১ জুলাই ১৯৯৩
গ) ১ জুলাই ১৯৯৫
ঘ) ১ জুলাই ১৯৯৬

58785. ২০০৪ সালে সর্ব প্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

ক) থাইল্যান্ড
খ) মিয়ানমার
গ) ভিয়েতনাম
ঘ) ভুটান

58786. ‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?

ক) অর্থ
খ) ডাক ও টেলি যোগাযোগ
গ) বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ) পররাষ্ট্র

58787. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

ক) রাজশাহী
খ) পাবনা
গ) বগুড়া
ঘ) সিরাজগঞ্জ

58790. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

ক) নোয়াখালি
খ) কুমিল্লা
গ) রংপুর
ঘ) সিলেট

58791. বাংলাদেশে কোন সনে CTBT অনুমোদন করে

ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ২০০১
ঘ) ২০০২

58792. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?

ক) বেগম খালেদা জিয়া
খ) শেখ হাসিনা
গ) জমির উদ্দিন
ঘ) আব্দুল হামিদ

58794. নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

ক) ফা-হিয়েন
খ) ইবনে বতুতা
গ) মার্কো পেলো
ঘ) হিউয়েন সাং

58795. কোন বাংলাদেশী উপজাতীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

ক) মারমা,সাঁওতাল
খ) খাসিয়া
গ) কোনোটিই নয়
ঘ) গারো

58796. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

ক) মালদ্বীপ
খ) শ্রীলঙ্কা
গ) নেপাল
ঘ) কোনদিনই নয়

58797. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকার কত?

ক) ৪বছর
খ) ৫ বছর
গ) ৩ বছর
ঘ) ৭ বছর

58798. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-

ক) ড.রমেশচনদ্র মজুমদার
খ) ড.মাহমুদ হাসান
গ) ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
ঘ) স্যার এ এফ রহমান

58799. প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

58800. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

ক) মহানন্দা
খ) ভৈরব
গ) কুমার
ঘ) গড়াল

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore