বিষয়ঃ Other

5951. কোন বাচ্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বেশির ভাগ করা হয়?

ক) কর্মকর্তৃবাচ্যে
খ) কর্তৃবাচ্যে
গ) কর্মবাচ্যে
ঘ) ভাববাচ্যে

5952. কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) করণে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) কর্মে ৭মী

5953. কারক” শব্দটির অর্থ?

ক) যা পদকে সম্পাদন করে
খ) যা সমাস সম্পাদন করে
গ) যা ক্রিয়া সম্পাদন করে
ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে

5954. মাঠে ধান ফলেছে” বাক্যে- “মাঠে” কোন কারক?

ক) ভাবাধিকরণ
খ) বিষয়াধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) স্থানাধিকরণ

5955. আমার গানের মালা আমি করব কারে দান' বাক্যে 'কারে' শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক) করণে সপ্তমী
খ) অপাদানে সপ্তমী
গ) কর্মে সপ্তমী
ঘ) কর্তায় সপ্তমী

5956. আমাকে যেতে হবে”-- বাক্যে ”আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে দ্বিতীয়া
খ) কর্মে দ্বিতীয়া
গ) করণে দ্বিতীয়া
ঘ) অপাদানে দ্বিতীয়া

5957. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

ক) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ) কাজের পরিচয় ফলে বোঝা যায়
গ) ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে এই
ঘ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস

5958. বাবা বাড়ি নাই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) কর্তৃকারকে শূন্য
গ) অধিকরণে শূন্য
ঘ) অপাদানে শূন্য

5959. সমাস ভাষাকে-

ক) বিস্তৃত করে
খ) সংক্ষেপ করে
গ) অর্থবোধক করে
ঘ) ভাষারূপ ক্ষুন্ন করে

5961. হাতে-কলমে' কোন ধনের সমাস ?

ক) অলুক দ্বন্দ্ব
খ) রুপক কর্মধারয়
গ) অলুক তৎপুরুষ
ঘ) কোন টি নয়

5962. রসাভিষিক্ত" কোন সমাসের উদাহরণ?

ক) তৃতীয়া তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) অলুক তৎপুরুষ
ঘ) উপপদ তৎপুরুষ

5963. কোন সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না

ক) দ্বন্ধ
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) কর্মধারয়

5964. জ্বিন-পরী' কোন শব্দযোগে সাধিত?

ক) বিপরীতার্থক
খ) সমার্থক
গ) মিলনার্থক
ঘ) বিরোধার্থক

5965. কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের সমাস ?

ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) ব্যাধিকরণ বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি

5968. ১০০° এর সম্পূরক কোণের মান কত?

ক) ১০°
খ) ২০°
গ) ৮০°
ঘ) ২৬°

5971. x−y=2pএবং px+py=p²+q² হলে (x,y)=?

ক) (p−q,p+q)
খ) (q−p,p−q)
গ) (p+q,p−q)
ঘ) (p+q,q−p)

5973. ১ ইঞ্চি = কত সে.মি.?

ক) ২.৪০ সে.মি.
খ) ২.৮০ সে.মি.
গ) ২.৫৪ সে.মি.
ঘ) ৩.০০ সে.মি.

5976. ই-মেইল ঠিকানার BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি?

ক) Blank Carbon Copy
খ) Block Carbon Copy
গ) Blind Carbon Copy
ঘ) Bold Carbon Copy

5977. সামুদ্রিক শৈবাল ও সামুদ্রিক মাছে কোনটি বেশি পাওয়া যায়?

ক) লৌহ
খ) ম্যাগনেশিয়াম
গ) আয়োডিন
ঘ) পটাশিয়াম

5980. বাংলাদেশের বাসা-বাড়ি বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ কোনটি?

ক) ১২০ ভোল্ট
খ) ৪৪০ ভোল্ট
গ) ২২০ ভোল্ট
ঘ) ৩১০ ভোল্ট

5981. A doctor who treats kidney patient is known as a/an-

ক) oncologist
খ) urologist
গ) pathologist
ঘ) gynecologist

5983. সংবিধানের রক্ষক হিসাবে সংবিধানের ব্যাখ্যা প্রদান করতে পারে কোন সংস্থা?

ক) জাতীয় সংসদ
খ) শাসন বিভাগ
গ) সুপ্রিমকোর্ট
ঘ) আইন মন্ত্রণালয়

5984. বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না-

ক) খাসিয়া
খ) পাঙন
গ) মনিপুরি
ঘ) তঞ্চঙ্গ্যা

5986. রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো-

ক) সুপ্রিম কোর্টের রায়
খ) সরকারি ডিক্রি
গ) সাংবিধানিক আইন
ঘ) প্রশাসনিক প্রবিধান

5988. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান ?

ক) তারামন বিবি
খ) জাহানারা ইমাম
গ) ক্যাপ্টেন সেতারা বেগম
ঘ) পাইলট ফারিয়া লারা

5989. বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় ?

ক) জেনেভা
খ) বেলজিয়াম
গ) ঢাকা
ঘ) অস্ট্রেলিয়া

5990. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?

ক) প্যারিস
খ) নিউইয়র্ক
গ) জেনেভা
ঘ) ওয়াশিংটন ডিসি

5992. Choose the correct translation of : 'সে সাঁতার কাটতে জানে না'

ক) He dont' know to swim.
খ) He does not know how to swim.
গ) He does not know to swim.
ঘ) He cannot swim.

5993. Do or die (complex)

ক) If you do you will die
খ) If you do not do , you will die
গ) Unless you do you will die
ঘ) None of the above

5994. Ill news ___ fast.

ক) ran
খ) runs
গ) run
ঘ) us running

5995. Choose the correct sentence:

ক) He is angry upon me.
খ) He is angry at me.
গ) He is angry of me.
ঘ) He is angry with me.

5996. Who will help you?' বাক্যটির সঠিক passive form কোনটি?

ক) By whom will you be helped?
খ) By whom you will be helped?
গ) By whom would you be helped ?
ঘ) By whom you would be helped ?

5997. Which of the following word is singular?

ক) Bushed
খ) Roofs
গ) Boxes
ঘ) Physics

5998. Swimming’ is a good exercise, here ‘Swimming’ is -

ক) Gerund
খ) Verbal Noun
গ) Participle
ঘ) Adjective

5999. He is--European

ক) the
খ) a
গ) an
ঘ) none of them

6000. The lady prides herself __ her beauty.

ক) upon
খ) in
গ) of
ঘ) about

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore