বিষয়ঃ Other

60151. নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?

ক) পার্শ্ব গ্রাবরেখা
খ) শৈলশিলা
গ) ভি-আকৃতির উপত্যকা
ঘ) ইউ-আকৃতির উপত্যকা

60152. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

ক) ৭৫.৮%
খ) ৭৮.১%
গ) ৭৯.২%
ঘ) প্রায় ৮০%

60153. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?

ক) সাতক্ষিরা, যশোহর, কুষ্টিয়া
খ) নাটোর, পাবনা, সিরাজগঞ্জ
গ) বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম
ঘ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ

60154. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?

ক) আসাম
খ) মিজোরাম
গ) ত্রিপুরা
ঘ) নাগাল্যান্ড

60155. পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

ক) বন্যা
খ) খরা
গ) ভূমিকম্প
ঘ) ঘূর্ণিঝড়

60156. বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?

ক) মৌসুমী বায়ু ঋতুতে
খ) শীতকালে
গ) মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে
ঘ) প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে

60157. ‘WIPO’ এর সদর দপ্তর-

ক) ব্রাসেলস
খ) লন্ডন
গ) জেনেভা
ঘ) প্যারিস

60158. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-

ক) ৪ অক্টোবর
খ) ২৩ অক্টোবর
গ) ২৯ জুন
ঘ) ১১ ফেব্রুয়ারি

60159. বর্তমান বিশ্বে ‘ নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা-

ক) জাপান
খ) ভারত
গ) আফগানিস্তান
ঘ) চীন

60160. ‘ The Art of War’ গ্রন্থের রচয়িতা-

ক) ক্লজউইজ
খ) আলফ্রেড মাহান
গ) সুন জু
ঘ) কৌটিল্য

60162. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
গ) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

60163. ‘ মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা—

ক) বাংলাদেশ-মায়ানমার
খ) মিয়ানমার-চীন
গ) বাংলাদেশ-ভারত
ঘ) ভারত-মায়ানমার

60165. ‘উইঘুর’ হলো-

ক) চীনের একটি খাবাবের নাম
খ) চীনের একটি ধর্মীয় স্থানের নাম
গ) চীনের একটি শহরের নাম
ঘ) চীনের একটি সম্প্রদায়ের নাম

60166. ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-

ক) রাশিয়া
খ) ব্রাজিল
গ) ভারত
ঘ) দক্ষিণ আফ্রিকা
Note : ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান পাঁচটি বৃহত্তম অর্থনৈতিক দেশের আদ্যক্ষরের সমন্বয়ে গঠিত জোটের নাম । দেশগুলো হলো - ব্রাজিল, রাশিয়া, ভারত , চীন ও দক্ষিণ আফ্রিকা । ২০০৮ সালে এটি গঠিত হওয়ার পরে ব্রিকস জোটের প্রথম সম্মেলন রাশিয়াতে অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ এবং সর্বশেষ অষ্টম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় গোয়া, ভারত (১৫ - ১৬ অক্টোবর ২০১৬)। ২৫ থেকে ২৭ জুলাই ২০১৮ দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন। ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকা। (১৫ তম)

60170. বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘শান্তি সংবিধান’ বলা হয়?

ক) জাপান
খ) পেরু
গ) কোস্টারিকা
ঘ) সুইজারল্যান্ড

60173. নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

ক) ৩/৫
খ) ৪/১৫
গ) ৩/২০
ঘ) ৭/২৫

60181. “গ্লাসনস্তনীতি” কোন দেশে চালু হয়েছিল?

ক) চীন
খ) সাবেক সোভিয়েত ইউনিয়ন
গ) হাঙ্গেরী
ঘ) পোল্যান্ড

60183. ∠A = 50° । এর পূরক কোণ কত ডিগ্রি ?

ক) ৩০ ডিগ্রী
খ) ৪০ ডিগ্রী
গ) ৫০ ডিগ্রী
ঘ) ৬০ ডিগ্রী

60187. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

ক) নিকট প্রাচ্য
খ) দক্ষিণ-পূর্ব এশিয়া
গ) পূর্ব আফ্রিকা
ঘ) পূর্ব ইউরোপ

60190. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল-

ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ) অটোমানদের জায়গা দখল করা
গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্র শক্তির নতুন কৌশল অবলম্বন

60191. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ৬ ডিসেম্বর ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১

60192. নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে?

ক) রাজা ধীরেন্দ্র
খ) রাজা বীরেন্দ্র
গ) রাজা জ্ঞানেন্দ্র
ঘ) রাজা মহেন্দ্র

60193. ম্যানগ্রোভ কি?

ক) উপকূলীয় বন
খ) মানব সৃষ্ট উপকূলীয় বন
গ) মানব সৃষ্ট গাছ
ঘ) মানব সৃষ্ট লনা গাছ

60194. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

ক) যশোর
খ) গাজীপুর
গ) ময়মনসিংহ
ঘ) কোনাবাড়ি
Note : ১০ ডিসেম্বর ২০০২ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গাজীপুরের কোনাবাড়িতে কিশোরী সংশোধন কেন্দ্রের উদ্ধোধন করেন। বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে ৩ টি । এর মধ্যে ২ টি কিশোর ও ১ টি কিশোরীদের জন্য। কিশোর উন্নয়ন কেন্দ্র দুটি গাজীপুরের টঙ্গী ও যশোরের পুলেরহাটে অবস্থিত। গাজীপুর অবস্থিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (BARI) (জয়দেবপুর), সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ ) লি. মেশিন টুলস ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা ইত্যাদি।

60195. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ এর উৎপাদিত সার-এর নাম কি?

ক) ইউরিয়া এবং এএসপি
খ) টিএসপি এবং এএসপি
গ) ইউরিয়া
ঘ) ডিএপি

60197. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) ঢাকা
ঘ) রাজশাহী

60198. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

ক) টাইম
খ) ইকোনোমিস্ট
গ) নিউজ উইকস
ঘ) ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল উইকলি

60199. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?

ক) ছোট কাটরা
খ) বড় কাটরা
গ) পরী বিবির মাজার
ঘ) কোনোটিই নয়

60200. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

ক) কুষ্টিয়া গ্রেড
খ) ঝিনাইদহ গ্রেড
গ) চুয়াডাঙ্গা গ্রেড
ঘ) মেহেরপুর গ্রেড

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore