বিষয়ঃ Other

62101. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) নিখুঁত
খ) প্রতিকুল
গ) সুশীল
ঘ) নিসম্বল

62102. 'ইন্দ্রকে জয় করেছে যে' বাক্যটি এক কথায় হবে __

ক) ইন্দ্রজিৎ
খ) জিতেন্দ্র
গ) ইন্দ্রজিত
ঘ) জিতেন্দ্রিয়

62103. নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস?

ক) নাক -মুখ
খ) লাভ - লোকসান
গ) দেখা - শোনা
ঘ) খাতা -পত্র

62104. . এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি__ বাক্যটি কোন কালের উদাহরণ?

ক) ঘটমান বর্তমান
খ) পুরাঘটিত বর্তমান
গ) পুরাঘটিত অতীত
ঘ) নিত্যবৃত্ত অতীত

62105. বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?

ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) দ্বিজেন্দ্র লাল রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম

62106. . 'পৃথিবী' এর সমার্থক শব্দ কোনটি?

ক) সলিল
খ) হিমাংশু
গ) দ্যুলোক
ঘ) বসুন্ধরা

62107. আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) জলদ
খ) বিভারণ
গ) গগন
ঘ) অশণি

62108. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি __ এর সঠিক বাক্য সংকোচন হলো:

ক) ইতিহাসবিদ
খ) ইতিহাসবেত্তা
গ) ঐতিহাসিক
ঘ) ইতিহাসবিদ্যা

62109. বাংলা সাহিত্যে কিশোর কবি কার উপাধি __

ক) আব্দুল করিম
খ) রামনারায়ণ
গ) ফররুখ আহমেদ
ঘ) সুকান্ত ভট্রাচার্য

62110. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ৪০ টি
খ) ৪১ টি
গ) ৩৭ টি
ঘ) ৩৯ টি

62111. who won the addidas Golden Glove as the tournament's best goalkeeper in FIFA World Cup 2018 ?

ক) Thibuat Courtois
খ) Manuel Neuer
গ) Cianluogi Bufor
ঘ) Fabien Barthez

62112. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) বিরানব্বই
খ) দশানন
গ) চৌরাস্তা
ঘ) তেমাথা

62113. Bird with the largest wing span is:

ক) Osrich
খ) Albatross
গ) Eagle
ঘ) Falcon

62114. 'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর'__ এ পঙক্তিটি কার লেখা?

ক) কবি জসীমউদ্দীন
খ) জীবনানন্দ দাশ
গ) সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ) গোবিন্দ হালদার

62115. . কোনটি পর্তুগীজ শব্দ?

ক) ডিপো
খ) তুরুপ
গ) কুপন
ঘ) চাবি

62116. . 'বনলতা সেন' কাব্যের কবি কে?

ক) শামসুর রহমান
খ) জীবনানন্দ দাশ
গ) বিষ্ণুদে
ঘ) বুদ্ধদেব বসু

62119. The highest number of test match for Bangladesh has been played by:

ক) Tamim Iqbal
খ) Musfiqur Rahman
গ) Habibul Bashar
ঘ) Mohammad Rafiq

62120. 'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি?

ক) হাসান হাফিজ
খ) কবি সৈয়দ শামসুল হক
গ) কবি শামসুর রাহমান
ঘ) কবি নির্মলেন্দু গুণ

62122. 'অসমাপ্ত' আত্মজীবনী' গ্রন্থের লেখক হলেন_

ক) আবুল ফজল
খ) আবুল মনসুর আহমেদ
গ) তাজউদ্দিন আহমদ
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

62123. 'Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar' is located on the mouth of :

ক) Feni river
খ) Meghna river
গ) Kirtankhola river
ঘ) Padma river

62124. where is East London Situated?

ক) Great Britain
খ) England
গ) South Africa
ঘ) South Sudan

62125. In terms of land area, which one is the largest district of Bangladesh ?

ক) Chittagong
খ) Rajshahi
গ) Rangamati
ঘ) Dinajpur

62126. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস ?

ক) পুতুল নাচের ইতিকথা
খ) দেবদাস
গ) পদ্মা মেঘনা যমুনা
ঘ) কাঁদো নদী কাঁদো

62127. which of the following SAARC countries does not have its embassy in Bangladesh ?

ক) Indian
খ) Pakistan
গ) Afghanistan
ঘ) Try your self

62128. where is the head office of the Asian Clearing Union (ACU) located?

ক) Iran
খ) Japan
গ) Singapur
ঘ) Soudi Arabia

62129. 'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) প + যন্ত
খ) পর্য + অন্ত
গ) পরি + অন্ত
ঘ) পর্য + ন্ত

62130. Who designed the National Emblem of Bangladesh ?

ক) Zainul Abedin
খ) SM Sultan
গ) Quamrul Hassan
ঘ) Murtaza Bashir

62132. In which districts is the 'Tanguar haor' located?

ক) Chittagong
খ) Natore
গ) Sylhet
ঘ) Sunamganj

62133. সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়_

ক) প্রকৃতি ও প্রত্যয়ে
খ) সন্ধি ও উপসর্গে
গ) ক্রিয়াপদ ও সর্বনামে
ঘ) বিশেষ্য ও বিশেষণে

62135. 'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) কল্পনা
খ) অলৌকিক
গ) লৌকিক
ঘ) বাস্তব

62136. মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?

ক) গীতিকাব্য
খ) নাট্যকাব্য
গ) পত্রকাব্য
ঘ) মহাকাব্য

62137. Who is the President of the National Assembly of Bangladesh ?

ক) President
খ) Prime minister
গ) Chief whip
ঘ) Speaker

62139. 'কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জাহানামা ইমাম
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

62140. Comparative শব্দটির পরিভাষা হলো __

ক) সাম্যবাদ
খ) তুলনামূলক
গ) প্রতিযোগিতা
ঘ) খেসারত

62141. OIC was established in __

ক) 1967
খ) 1968
গ) 1969
ঘ) 1970

62142. পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন?

ক) টাঙ্গাইল
খ) ফরিদপুর
গ) চট্রগ্রাম
ঘ) মুন্সিগঞ্জ

62143. What are the full forms of the a.m and p.m?

ক) ante merideam and pre meridieam
খ) after meridieim and post meridieam
গ) ante meridiem ad post meidiem
ঘ) ante midaight and post midnightm

62144. কোনটি শুদ্ধ বানান ?

ক) অভ্যন্তরীন
খ) আভ্যন্তরীণ
গ) অভ্যন্তরীণ
ঘ) আভ্যন্তরীন

62146. ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?

ক) দণ্ডকারণ্য
খ) চিঠি
গ) কবর
ঘ) রক্তাক্ত প্রান্তর

62147. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে?

ক) আবদুল গাফফার চৌধুরী
খ) সৈয়দ শামসুল হক
গ) মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ) আবু হেনা মোস্তফা কামাল

62148. ' পদ্মানদীর মাঝি' কার উপন্যাস ?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু

62149. ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

ক) খাঁটি বাংলা
খ) তৎসম
গ) বিদেশি
ঘ) দেশি

62150. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?

ক) শিবমন্দির
খ) মহাশ্মশান
গ) বিরহ বিলাপ
ঘ) অশ্রুমালা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore