বিষয়ঃ Other

6203. সবুজ ছাতা কিসের প্রতীক?

ক) পারিবারিক স্বাস্থ্যসেবার
খ) পারিবারিক সেবা
গ) বিশ্ব ভ্রমণ
ঘ) রেল ভ্রমণ

6205. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) হেগ
খ) ব্রাসেলস
গ) জেনেভা
ঘ) জুরিখ

6206. মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে?

ক) ২৭ নভেম্বর ২০২২
খ) ২৮ নভেম্বর ২০২২
গ) ২৭ ডিসেম্বর ২০২২
ঘ) ২৮ ডিসেম্বর ২০২২

6207. জাতীয় শিশু দিবস কবে?

ক) ২২ জুন
খ) ১৭ মার্চ
গ) ১৮ জুলাই
ঘ) ২৫ মে

6209. ২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম?

ক) আহাম্মদ মোহাম্মদী
খ) নার্গিস মোহাম্মদী
গ) নার্গিস আরশাদ
ঘ) নার্গিস আল ইরানী

6210. দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) টেকনাফ, কক্সবাজার
খ) মংলা, বাগেরহাট
গ) সুন্দরগঞ্জ, গাইবান্ধা
ঘ) কাপ্তাই, রাঙ্গামাটি

6212. __ whom did you go there?

ক) On
খ) Of
গ) By
ঘ) With

6213. Atrocity' means-

ক) Penalty
খ) Beauty
গ) Violence
ঘ) Enormous

6214. The police are looking. the case

ক) at
খ) over
গ) for
ঘ) into

6215. Which object is the comparative form of objective?

ক) Best
খ) Bad
গ) Worst
ঘ) Worse

6216. Which of these sentences is correct?

ক) There is little prospect of the situation improving
খ) There is little prospect to the situation improving
গ) There is little prospect into the situation improving
ঘ) There is little prospect for the situation to improve

6217. Draw ___ picture of ___ owl.

ক) the, an
খ) an, the
গ) a, an
ঘ) an, a

6218. Translate in English : সে কি এ খবরটা পেয়ে থাকবে?

ক) Would this news get by him?
খ) Will he have got this news?
গ) Would this news got by him?
ঘ) Will he got this news?

6219. Which one is imperative sentence?

ক) Read more and more.
খ) Long live the king.
গ) What's that?
ঘ) What a fine bird it is!

6220. Antonym of the word 'rotate' is-

ক) turn
খ) spin
গ) whirl
ঘ) stay

6221. Everyday I get up ___ 6 o'clock

ক) in
খ) at
গ) of
ঘ) by

6223. He was angry ___ me for no reason.

ক) to
খ) over
গ) with
ঘ) upon

6224. পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকটির রচয়িতা কে?

ক) মামুনুর রশীদ
খ) সৈয়দ শামসুল হক
গ) মমতাজ উদ্দীন আহমদ
ঘ) আব্দুল্লাহ আল মামুন

6226. কোন বাগধারাটি দিয়ে 'আগ্রহ' বুঝায়?

ক) মাথা খাওয়া
খ) মাথা দেওয়া
গ) মাথা ব্যথা
ঘ) হাতে হাতে

6227. চঞ্চল' এর স্ত্রীলিঙ্গ কী?

ক) চঞ্চলমতি
খ) চঞ্চলময়ী
গ) চঞ্চলা
ঘ) চঞ্চলবর্তী

6228. নন্দিত-নিন্দিত' কীসের উদাহরণ?

ক) প্রতিশব্দ
খ) বিপরীত শব্দ
গ) সমার্থক শব্দ
ঘ) কোনটিই নয়

6230. কোন বাক্যটি শুদ্ধ?

ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্বে পরিচায়ক নয়
ঘ) কোনটিই নয়

6231. গবেষণা” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গবে+এষণা
খ) গব+এষণা
গ) গো+এষণা
ঘ) গব+ইষণা

6232. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক কোনটি?

ক) কবর
খ) রক্তাক্ত প্রান্তর
গ) আরেক ফাল্গুন
ঘ) মধুমালা

6233. কান্নায় শোক কমে'- এ বাক্যে 'কান্নায়' কোন কারক?

ক) কর্মকারক
খ) সম্প্রদান কারক
গ) অধিকরণ কারক
ঘ) করণকারক

6234. নগদ' কোন ভাষার শব্দ?

ক) আরবি
খ) ওলন্দাজ
গ) হিন্দি
ঘ) ফারসি

6237. বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়-

ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে

6239. ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন?

ক) ওয়াসফিয়া নাজনীন
খ) মুসা ইব্রাহিম
গ) এম. এ. মুহিত
ঘ) নিশাত মজুমদার

6240. বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিলের সদস্যপদ লাভ করেছে কবে ?

ক) ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি
খ) ১৯৭২ সালের ১০ মে
গ) ১৯৭২ সালের ১৭ অক্টোবর
ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

6243. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?

ক) জাপানকে সাহায্য করা
খ) ভিয়েতনামকে দমন করা
গ) আসিয়ান' জোটকে সমর্থন করা
ঘ) দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

6244. দ্বিতীয় বাংলাদেশী যিনি অতিসম্প্রতি এভারেস্ট জয় করেছেন?

ক) মুসা ইব্রাহিম
খ) মোহাম্মদ ইব্রাহিম মুকিত
গ) মোহাম্মদ আব্দুল মুহিত
ঘ) লিটন সরকার

6245. এক কথায় প্রকাশ কর- ‘পাখির ডাক’

ক) কূজন
খ) কেকা
গ) কলকাকলি
ঘ) হ্রেষা

6246. যা বপন করা হয়েছে- এক কথায় প্রকাশ হলো-

ক) ব্যস্ত
খ) উপ্ত
গ) গুপ্ত
ঘ) বর্ণিত

6247. হাতির বাসস্থান-

ক) গজগৃহ
খ) হস্তিগৃহ
গ) পিলখানা
ঘ) গজনীড়

6248. এক কথায় প্রকাশ কর --'যা পূর্বে দেখা যায়নি'

ক) অগোচর
খ) অবিনশ্বর
গ) অদৃষ্টপূর্ব
ঘ) দৃষ্টপূর্ব

6249. যা বলা হয়নি-

ক) অনুক্ত
খ) অব্যক্ত
গ) অব্যাক্ত
ঘ) অউক্ত

6250. এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে

ক) একাগ্রচিত্ত
খ) একমনা
গ) অন্যমনা
ঘ) মনোযোগী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore