বিষয়ঃ Other
64351. 'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে?
64352. 'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
64354. 4x² - 13x - 12 এর উৎপাদক কত ?
64363. 'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
64364. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?
64365. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ---
64366. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
64367. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি --
64368. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
64370. যদি ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে --
64372. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
64373. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
64375. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ---
64376. ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
64377. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
64378. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
64382. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
64383. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
64385. বুকার পুরস্কার হচ্ছে ---
64387. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ----
64388. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
64389. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
64391. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস ---
64392. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
64393. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --
64397. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
64398. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
64399. মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল ---