বিষয়ঃ Other

64351. 'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী ইমদাদুল হক

64352. 'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) কৃষ্ণচন্দ্র মজুমদার
গ) গোবিন্দচন্দ্র দাস
ঘ) কায়কোবাদ

64354. 4x² - 13x - 12 এর উৎপাদক কত ?

ক) (x - 4) (4x + 3)
খ) (2x - 4) (2x - 3)
গ) (2x - 4) (2x + 3)
ঘ) (x + 4) (4x - 3)

64355. নিচের কোনটি বহুব্রীহি সমাস?

ক) কানাকানি
খ) চালকুমড়া
গ) ইহকাল
ঘ) হাসিমুখ

64356. নিচের কোনটি দ্বিগু সমাস?

ক) আপাদমস্তক
খ) রুই কাতলা
গ) একরোখা
ঘ) সেতার

64357. 'সংসার' এর সন্ধি বিচ্ছেদ---

ক) সং + সার
খ) সাং + সার
গ) সম + সার
ঘ) সম্‌ + সার

64358. 'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ---

ক) যদ + পি
খ) যদি + অপি
গ) যদি + অপি
ঘ) যদ্য + অপি

64359. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?

ক) রক্ত করবী
খ) রানা প্রতাসিংহ
গ) নবযৌবন
ঘ) বসন্ত কুমারী

64360. (০.০০৪)² = কত?

ক) ০.০১৬
খ) ০.০০০০১৬
গ) ০.০০০১৬
ঘ) ০.০০১৬

64361. মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?

ক) রজনী
খ) নববিধান
গ) পদ্মরাগ
ঘ) প্রেমের সমাধি

64363. 'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক) শেখ ফজলুল করিম
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) গোলাম মোস্তফা
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

64364. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?

ক) সিকানদার আবু জাফর
খ) আনিস চৌধুরী
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ) শওকত ওসমান

64365. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ---

ক) এক সমকোণের অর্ধেক
খ) সরল কোণ
গ) এক সমকোণ
ঘ) কোনোটিই নয়

64366. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) অনেক আকাশ
খ) বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
গ) স্বর্ণ গর্দভ
ঘ) আশার বসতি

64367. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি --

ক) দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
খ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
গ) দুই সমকোণের সমান
ঘ) দুই সমকোণের অর্ধেক

64375. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ---

ক) মধ্য রাশি
খ) প্রান্ত রাশি
গ) মিশ্র রাশি
ঘ) ক্রমিক রাশি

64377. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?

ক) আর্দ্রতার অভাবে
খ) রৌদ্রের অভাবে
গ) ভিটামিনের অভাবে
ঘ) স্নেহ জাতীয় পদার্থের অভাবে

64378. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

ক) ফকির মজনু শাহ
খ) তিতুমীর
গ) দুদু মিয়া
ঘ) দুদু মিয়া

64380. ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?

ক) ১৯৪০ সালে
খ) ১৯৪২ সালে
গ) ১৯৪৬ সালে
ঘ) ১৯৪৭ সালে

64381. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

ক) ব্রিটেন
খ) পর্তুগাল
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাষ্ট্র

64382. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?

ক) লর্ড ক্যানিং
খ) লর্ড বেন্টিঙ্ক
গ) লর্ড রিপন
ঘ) লর্ড কার্জন

64384. অস্ট্রেলিয়ার রাজধানী ---

ক) সিডনী
খ) ক্যানবেরা
গ) মেলবোর্ন
ঘ) পার্থ

64385. বুকার পুরস্কার হচ্ছে ---

ক) সাহিত্য পুরস্কার
খ) শান্তি পুরস্কার
গ) জনসংখ্যা পুরস্কার
ঘ) এর কোনোটিই নয়

64386. বদরের যুদ্ধ সংঘটিত হয় ---

ক) ৬২০ সালে
খ) ৬২২ সালে
গ) ৬২৪ সালে
ঘ) ৬২৬ সালে

64387. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ----

ক) বসফরাস প্রণালী
খ) বেরিং প্রণালী
গ) বেরিং প্রণালী
ঘ) ডোবার প্রণালী

64388. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?

ক) ড. নীলিমা ইব্রাহিম
খ) আনিস চৌধুরী
গ) আনোয়ার পাশা
ঘ) শহীদুল্লা কায়সার

64389. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?

ক) শ্রী বিহার
খ) সোমপুর বিহার
গ) ধর্মপাল বিহার
ঘ) জগদ্দল বিহার

64390. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?

ক) বেগুনি ও হলুদ
খ) লাল ও নীল
গ) নীল ও সবুজ
ঘ) বেগুনি ও লাল

64391. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস ---

ক) কমবে
খ) বাড়বে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) প্রথমে বাড়বে, পরে কমবে

64392. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?

ক) ২৬টি
খ) ২২টি
গ) ১৯টি
ঘ) ১৩টি
Note :  বিপিএসসি সম্পর্কে বিপিএসসি সচিবালয় শাখা/ইউনিট আঞ্চলিক কার্যালয় ফরমসমূহ ফটোগ্যালারি ওয়েবমেইল মিডিয়া রিভিউ যোগাযোগ মহান বিজয় দিবস ২০২০ Text size A A AColor C C C C print_btn সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুলাই ২০২১ বিসিএস পরীক্ষা বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস-এর নিম্নোক্ত ২৬টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক ৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়।

64393. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --

ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ

64394. ম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে ---

ক) ৩ টি অংশ
খ) ৪টি অংশ
গ) ৫টি অংশ
ঘ) ৬টি অংশ

64396. তিন লিটার পানির ওজন ---

ক) ২.৭৫ কি. গ্রা.
খ) ৪ কি. গ্রা.
গ) ২.৫ কি. গ্রা.
ঘ) ৩ কি. গ্রা.

64398. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?

ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ২৪ এপ্রিল

64399. মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল। তখন তার নাম ছিল ---

ক) পুণ্ড্র নগর
খ) রামাবতী
গ) কর্ণ সুবর্ণ
ঘ) মহাস্থান

64400. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক) দিল্লি
খ) কাঠমান্ডু
গ) ঢাকা
ঘ) কলম্বো

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore