বিষয়ঃ Other

64752. x² - y² + 4y - 4 এর একটি উৎপাদক -

ক) x+y-2
খ) x+y+2
গ) x-y-2
ঘ) x-2y+1

64753. ০.১x ০.০১ x ০.০০৪/ ০.০২ x ০.০০২ এর মান কত ?

ক) ০.১
খ) ০.০১
গ) ০.০২
ঘ) ০.০০০১

64758. একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---

ক) ১২০ ডিগ্রী
খ) ৯০ ডিগ্রী
গ) ১১০ ডিগ্রী
ঘ) ১০৮ ডিগ্রী

64766. কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?

ক) রাঙামাটির চন্দ্রঘোনায়
খ) সিলেটের ছাতকে
গ) পাবনার পাকশীতে
ঘ) কুষ্টিয়ার জগতিতে

64767. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---

ক) ১৯৬০ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৬৬ সালে

64768. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?

ক) কাঠমুণ্ডু
খ) ঢাকা
গ) নয়াদিল্লী
ঘ) কলম্বো

64770. মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?

ক) হুমায়ুন
খ) আকবর
গ) হুমায়ুন
ঘ) বাবর

64771. আসাদ কবে শহীদ হন?

ক) ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
খ) ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
গ) ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
ঘ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

64772. এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন কে?

ক) হুসেন শাহ
খ) সম্রাট জাহাঙ্গীর
গ) রাজা টোডরমল
ঘ) ইংরেজরা

64773. ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?

ক) আরবীয়দের
খ) মিশরীয়দের
গ) দাবিয়ুসের
ঘ) ক্যাম্বসেসের

64774. কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ----

ক) শনিবার রাত্রি ১০টা
খ) শনিবার দুপুর ৪টা
গ) শুক্রবার রাত্রি ১০টা
ঘ) শনিবার ভোর ৪টা

64775. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

ক) জাভা
খ) গ্রীনল্যান্ড
গ) আইসল্যান্ড
ঘ) মাদাগাস্কার

64776. পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---

ক) কমে যায়
খ) বেশি হয়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) কোনোটিই সঠিক নয়

64777. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?

ক) রাসায়নিক প্রক্রিয়ায়
খ) আণবিক শক্তি প্রক্রিয়ায়
গ) পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
ঘ) বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়

64778. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?

ক) কয়লা
খ) বায়োগ্যাস
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) কোনোটিই নয়

64779. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?

ক) বেলে মাটি
খ) এটেল মাটি
গ) দোআঁশ মাটি
ঘ) এর কোনোটিই নয়

64781. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো ----

ক) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
খ) এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ) ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
ঘ) এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে

64782. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় ---

ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ

64783. সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?

ক) সীসা
খ) পারদ
গ) ক্যালসিয়াম
ঘ) লিথিয়াম

64784. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় ----

ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন

64785. কত সালে জাতিসংঘ গঠিত হয়?

ক) ১৯৪৩
খ) ১৯৪৪
গ) ১৯৪৫
ঘ) ১৯৪৬

64787. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?

ক) ৩,৮৪,০০০ কিমি
খ) ৩,৯৫,০০০ কিমি
গ) ৪,০৫,০০০ কিমি
ঘ) ৪,২০,০০০ কিমি

64788. কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?

ক) শ্বেতসার
খ) ভিটামিন
গ) আমিষ
ঘ) খনিজ লবণ

64789. 'মিষ্টি আলু' কোন ধরনের খাদ্য?

ক) আমিষ
খ) শ্বেতসার
গ) স্নেহ জাতীয়
ঘ) ভিটামিন

64790. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ক) ভিটামিন 'এ'
খ) ভিটামিন 'বি'
গ) ভিটামিন 'সি'
ঘ) ভিটামিন 'ডি'

64791. এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?

ক) সচেতনতা সৃষ্টি
খ) শিক্ষার ব্যবস্থা
গ) আক্রান্তদের এড়িয়ে চলা
ঘ) আক্রোন্তদের প্রতি যত্নবান হওয়া

64792. আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?

ক) ব্লাড ক্যান্সার
খ) চর্ম ক্যান্সার
গ) ব্রেন ক্যান্সার
ঘ) এইডস

64793. নাইট্রোজেনের প্রধান উৎস কি?

ক) বায়ু
খ) গাছপালা
গ) মাটি
ঘ) পানি

64794. কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?

ক) শ্বসন
খ) প্রস্বেদন
গ) ব্যাপন
ঘ) সালোকসংশ্লেষণ

64795. ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?

ক) মোহাম্মদ রেজা পাহলভি
খ) আয়াতুল্লাহ আলী খামেনি
গ) রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
ঘ) আহমাদিনেজাদ

64796. সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?

ক) নেপাল
খ) পাকিস্তান
গ) ভুটান
ঘ) বাংলাদেশ
Note : আমজাদ হোসেন সিয়াম(উর্দু: امجد حسین بی۔ سیال‎‎) একজন পাকিস্তানি কূটনীতিক। তিনি পাকিস্তানের কূটনীতিক সদস্য। তিনি মার্চ ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত সার্কের মহাসচিব ছিলেন।

64797. নিষ্ক্রয় গ্যাস নয় ---

ক) অক্সিজেন
খ) নিয়ন
গ) হিলিয়াম
ঘ) আর্গন

64798. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?

ক) কার্বন-ডাই-অক্সাইড
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ) হিলিয়াম

64799. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?

ক) ওয়াট
খ) ওয়াট-ঘণ্টা
গ) কিলোওয়াট-ঘণ্টা
ঘ) কুলম্ব

64800. কটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?

ক) শূন্য
খ) অসীম
গ) ভূপৃষ্ঠের সমান
ঘ) ভূপৃষ্ঠ থেকে কম

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore