বিষয়ঃ Other

6701. ষড়যন্ত্র' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ষড়যন্ত্র
খ) ষট্+যন্ত্র
গ) ষট+যন্ত্র
ঘ) সর+যন্ত্র

6702. পদ্ধতি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পদ্‌-হতি
খ) পদ+হতি
গ) পদ+ঋতি
ঘ) পদ্ধ+তি

6705. কর আদায়ের দায়িত্ব কার ?

ক) জাতীয় রাজস্ব বোর্ড
খ) বাংলাদেশ ব্যাংক
গ) বাণিজ্যিক ব্যাংক
ঘ) অর্থ মন্ত্রনালয়

6706. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?

ক) ১ জুলাই ১৯৯১
খ) ১ জুলাই ১৯৯২
গ) ১ জুলাই ১৯৯৩
ঘ) ১ জুলাই ১৯৯৪

6707. মূল্য সংযোজন কর একটি

ক) প্রত্যক্ষ কর
খ) পরোক্ষ কর
গ) সম্পূরক কর
ঘ) পরিপুরক কর

6708. বাংলাদেশ ব্যাংক একটি-

ক) বাণিজ্যিক ব্যাংক
খ) রাষ্ট্রীয় ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) শিল্প ব্যাংক

6709. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হচ্ছে?

ক) ঋণ নিয়ন্ত্রণ
খ) মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
গ) অর্থনৈতিক স্থিতিশীলতা
ঘ) শেয়ার বাজার নিয়ন্ত্রণ

6710. VAT হল একটি?

ক) প্রত্যক্ষ কর
খ) পরোক্ষ কর
গ) সরকারি কর
ঘ) রাজনৈতিক কর

6711. সম্পত্তি কর কোন ধরণের উদাহরণ?

ক) ব্যক্তিগত কর
খ) পারিবারিক কর
গ) প্রত্যক্ষ
ঘ) পরোক্ষ

6712. কোন দেশের মোট আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায়?

ক) জিডিপি
খ) জিএনপি
গ) ডমেস্টিক গ্রোথ
ঘ) মাথাপিছু আয়

6714. বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?

ক) পুঁজিবাদী
খ) সমাজতান্ত্রিক
গ) মিশ্র
ঘ) ইসলামী

6715. ঠোঁটকাটা’ বাগ্‌ধারাটির ঠিক অর্থ কোনটি?

ক) বেহায়া
খ) নির্লজ্জ
গ) চাটুকার
ঘ) স্পষ্টবক্তা

6716. ঠুঁটো জগন্নাথ' বাগধারাটির অর্থ কি?

ক) অত্যন্ত গরিব
খ) বেহায়া
গ) অকর্মণ্য
ঘ) মূর্খ

6717. মুখে ছাই দেওয়া' বাগধারাটির অর্থ-

ক) গাল দেওয়া
খ) বিমুখ করা
গ) প্রতারণা করা
ঘ) ফাঁকি দেওয়া

6718. পরের মাথায় কাঁঠাল ভাঙা বাগধারাটির অর্থ?

ক) সর্বনাশ করা
খ) অপকর্ম করা
গ) অন্যকে ফাকি দিয়ে কার্যসিদ্ধ করা
ঘ) নিষ্ঠুর আচরণ করা

6719. he has laid out his money in share business বাগধারাটির বাংলা অনুবাদ কোনটি

ক) সে তার টাকা শেয়ার ব্যবসায় খাটিয়েছে
খ) সেতার শেয়ার ব্যবসায় টাকা নষ্ট করেছে
গ) সে শেয়ার ব্যাবসার জন্য টাকা রেখেছে
ঘ) সে শেয়ার ব্যবসায় টাকা আয় করেছে

6720. পন্বত্বপ্রাপ্তি’ বাগধারাটির অর্থ কী?

ক) সিদ্ধি লাভ
খ) মৃত্যু
গ) আরোগ্য লাভ
ঘ) দেবত্ব লাভ

6721. মনিকাঞ্চন যোগ’ -এর সমার্থক বাগধারা-

ক) শিরে সংক্রন্তি
খ) আদায়-কাচকলায়
গ) সাপে নেউলে
ঘ) সোনায় সোহাগা

6722. ভেরেণ্ডা ভাজা' বাগধারাটির অর্থ -

ক) ডাল ভাজা
খ) অকাজে থাকাৎ
গ) ডিম ভাজা
ঘ) বাজে কাজ করা

6723. ভূষণ্ডীল কাক ' - বাগধারাটির অর্থ কী?

ক) দীর্ঘজীবী
খ) অতিবৃদ্ধ
গ) ভণ্ড
ঘ) কপটাচারী

6724. টেঁকে গোাঁজা বাগধারাটির অর্থে-

ক) পকেট ভারী করা
খ) ক্ষমতা পরীক্ষা করা
গ) অবহেলা
ঘ) সহজে কাবু করা

6725. তাল ঠোকা’ বাগধারাটির অর্থ-

ক) অহংকার করা
খ) সগর্ব উক্তি
গ) কার্পণ্য করা
ঘ) ব্যঙ্গ উক্তি

6726. বালির বাঁধ”- বাগধারাটির অর্থ কী?

ক) চিরস্থায়ী
খ) ক্ষণস্থায়ী
গ) অস্থায়ী
ঘ) দৈনন্দিন

6727. কোন বাগধারাটির অর্থ ‘পক্ষপাতিত্ব’?

ক) অকুল পাথার
খ) অকুল পাথার
গ) ঢাকের কাঠি
ঘ) উড়ে এসে জুড়ে বসা

6728. তামার বিষ’ বাগধারাটির অর্থ-

ক) খরাপ মতলব
খ) অর্থের কুপ্রভাব
গ) অর্থের অহংকার
ঘ) অতিরিক্ত অর্থ

6729. চোরাবালি’ বাগধারাটির অর্থ কি?

ক) অত্যন্ত গোপনে
খ) প্রচ্ছন্ন বিপদ
গ) চুরির অভ্যাস
ঘ) সাবধানী

6730. নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?

ক) ভোলা নেওয়া
খ) আসন্ন বিপদ
গ) সঞ্চয়ের প্রবৃত্তি
ঘ) দীর্ঘায়ু ব্যক্তি

6731. মাৎস্যন্যায়' বাগধারাটির অর্থ-

ক) অরাজকতা
খ) দুবৃত্তায়ন
গ) অপরাধপ্রবন
ঘ) স্বৈরতান্ত্রিক

6732. তুর্কি নাচন’ বাগধারটির অর্থ কী?

ক) অরাজক দেশ
খ) সামনের দিকে
গ) নাজেহাল অবস্থা
ঘ) দুঃসময়

6733. পায়াভারী’- বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়ে থাকে?

ক) অহংকারী
খ) তোষামোদকারী
গ) স্পষ্টভাষী
ঘ) নাছোড়বান্দা

6734. চিনির বলদ’-বাগধারাটির অর্থ কী?

ক) নিস্ফল পরিশ্রম
খ) সস্তা দাম
গ) নিষ্ক্রিয় বস্তু
ঘ) অপদার্থ

6737. পাখীসব করে রব রাতি পোহাইল।' চরণটিতে পাখীর সঙ্গে যুক্ত 'সব' হলো:

ক) বিশেষণ
খ) প্রত্যয়
গ) বহুবচনবাচক শব্দ
ঘ) পদাশ্রিত নির্দেশক

6738. সাহেব' শব্দের বহুবচন কোনটি?

ক) সাহেবান
খ) সাহেবগণ
গ) সাহেবকুল
ঘ) সাহেবমণ্ডলী

6739. পুষ্প' শব্দের বহুবচন কোনটি?

ক) পুষ্পপাল
খ) পুষ্পদাম
গ) পুষ্পবৃন্দ
ঘ) পুষ্পবর্গ

6740. কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?

ক) গ্রাম
খ) মহল
গ) ক্ষেত্ৰ
ঘ) দাম

6741. Phenomena শব্দের একবচন কী?

ক) Pheno
খ) Phenomoenon
গ) Phenomoeno
ঘ) Phenomena

6743. নিচের কোনটি একবচনের দৃষ্টান্ত নয় ?

ক) মেয়েটি
খ) একজন কবি
গ) একটি জীবন
ঘ) বড়ো বড়ো গাছ

6744. নিচের কোন বহুবচনটি সঠিক?

ক) মনুষ্যসকল
খ) মনুষ্যসমূহ
গ) পাখিসব
ঘ) সবগুলোই

6745. কবিতা’ শব্দের বহুবচন কোনটি?

ক) কবিতাগুচ্ছ
খ) কবিতামালা
গ) কবিতারাজি
ঘ) কবিতাসমূহ

6746. হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?

ক) বিশেষ্য ও বিশেষণ
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষ্য
ঘ) বিশেষণ ও বিশেষণ

6747. বৃক্ষ’ শব্দের বহুবচন কী?

ক) বৃক্ষরা
খ) বৃক্ষগুলো
গ) বৃক্ষবর্গ
ঘ) বৃক্ষরাজি

6748. তরঙ্গ' শব্দের বহুবচন কী?

ক) তরঙ্গমালা
খ) তরঙ্গস্বর
গ) তরঙ্গরাশি
ঘ) তরঙ্গল

6749. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?

ক) প্রয়োগভেদে
খ) লিঙ্গভেদে
গ) অর্থভেদে
ঘ) বচনভেদে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore