বিষয়ঃ Other

67551. সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?

ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
Note : update

67552. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?,,,,,

ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি

67554. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?

ক) লিগনাইট
খ) বিটুমিনাস
গ) অ্যানথ্রাসাইট
ঘ) পিট

67555. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?

ক) ফোলিক এসিড
খ) এমিনো এসিড
গ) পেনিসিলিন
ঘ) ইনসুলিন

67556. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন ---

ক) আবু সাঈদ চৌধুরী
খ) শেখ মুজিবুর রহমান
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম

67557. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর---

ক) ২৫ মার্চ রাতে
খ) ২৬ মার্চ রাতে
গ) ২৭ মার্চ রাতে
ঘ) ২৮ মার্চ রাতে

67558. জীনের রাসায়নিক উপাদান ---

ক) আরএনএ
খ) ডিএনএ
গ) ডিএনএ ও হ্যালিক্স
ঘ) আরএনএ ও হ্যালিক্স

67559. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---

ক) শ্বসন
খ) রেচন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) অভিস্রবন

67560. সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ---

ক) পরভোজী
খ) স্বভোজী
গ) পরজীবী
ঘ) মিথোজীবী

67562. টেলিপ্রিন্টার একটি ----

ক) গ্রহণমুখ যন্ত্র
খ) নির্গমনমুখ যন্ত্র
গ) টাইপরাইটার
ঘ) টারমিনাল

67563. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ----

ক) ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
খ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) রেডিও লাইনের সংযোগ সাধন হয়

67564. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) চিরসুখ
খ) সুগন্ধি
গ) খেয়াঘাট
ঘ) আজীবন

67565. কোনটি শুদ্ধ বানান?....

ক) তিতীক্ষা
খ) তীতিক্ষা
গ) তিতিক্ষা
ঘ) তীতীক্ষা

67566. কোন বানানটি শুদ্ধ?.....

ক) পাসান
খ) পাসাণ
গ) পাষাণ
ঘ) পাশাণ

67567. কোন বানানটি শুদ্ধ?....

ক) সুমিম্মিতা
খ) সুচিস্মিতা
গ) সূচীস্মিতা
ঘ) সুচস্মিতা

67568. 'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

ক) বৈঠ + অক
খ) বৈ + ঠক
গ) বৈঠ + ক
ঘ) বি + ঠক

67569. 'ধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

ক) ধি + অর
খ) ধী + অর
গ) ধারি + অ
ঘ) ধা +র

67570. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) রশ্মি
খ) কালো
গ) অন্ধকার
ঘ) আলো

67571. 'চপল' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) গম্ভীর
খ) ঠাণ্ডা
গ) স্তব্ধ
ঘ) রাশভারী

67572. কুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) গোত্র
খ) কিনারা
গ) তীর
ঘ) তট

67573. 'উচ্ছ্বাস' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?

ক) স্ফুরণ
খ) উদ্ভাসিত
গ) স্ফীতি
ঘ) বিকাশ

67574. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

ক) কাটাচোখা
খ) কানাকানি
গ) ঔষধি
ঘ) ঋষিকবি

67575. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?

ক) অনুতাপ
খ) আপাদমস্তক
গ) আটচালা
ঘ) আমরা

67576. "চোখ দিয়ে"জল পড়ে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে ২য়া
খ) করণে ২য়া
গ) অপাদানে ৩য়া
ঘ) অধিকরণে ৩য়া

67577. "আমাকে"যেতে হবে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ২য়া
খ) কর্মে ২য়া
গ) অপাদানে ২য়া
ঘ) অধিকরণে ২য়া

67578. 'কাঁকর মনি' নাটকটি কে লিখেছেন?

ক) সিকান্দার আবু জাফর
খ) ড. নীলিমা ইব্রাহিম
গ) আনিস চৌধুরী
ঘ) শওকত ওসমান

67579. 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?

ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) শাহাদৎ হোসেন
ঘ) ইব্রাহিম খাঁ

67580. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

67581. 'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?

ক) আবুল মনসুর আহমদ
খ) আবুল ফজল
গ) শহীদুল্লা কায়সার
ঘ) সৈয়দ ওয়ালিউল্লাহ

67582. "হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) কাজী নজরুল ইসলাম
খ) বেগম সুফিয়া কামাল
গ) গোলাম মোস্তফা
ঘ) শামসুর রাহমান

67583. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) নবীনচন্দ্র সেন
গ) গোলাম মোস্তফা
ঘ) সুফী মোতাহার হোসেন

67584. "A green horse "--- phrase --টির অর্থ কি?

ক) An inexperienced man
খ) A trainee
গ) A soft hearted man
ঘ) An envious lady

67585. "To have full hands"--- phrase --টির অর্থ কি?

ক) To be rich
খ) To be fully occupied
গ) To lead an easy life
ঘ) To be in lot of troubles

67587. 'Precise'--এর সমার্থক শব্দ কোনটি?

ক) Vague
খ) Definite
গ) Abate
ঘ) Constructive

67591. নিচের কোন বাক্যটি শুদ্ধ?....

ক) I do not take fruits
খ) I have no appetite in food
গ) He gave me some good advices
ঘ) Neither of us was present

67592. নিচের কোন বাক্যটি শুদ্ধ?.....

ক) Grammar is better servant than a master
খ) Grammar is the better servant than a master
গ) Grammar is a better servant than a master
ঘ) A grammar is a better servant than a master

67593. He said to me, 'I don't believe you.' বাক্যটির Indirect speech হবে----

ক) He said that he did not believe me.
খ) He said that he does not believe me.
গ) He says that he did not believe me.
ঘ) He says that he does not believe me.

67594. "Run away children", said their mother. বাক্যটির Indirect speech হবে----

ক) Addressing the children, their mother said to them to run away.
খ) Addressing the children, their mother urged them to run away.
গ) Addressing the children, their mother told them to run away.
ঘ) Addressing the children, their mother asked them to run away.

67595. 'We shall be taking tea'--- বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে----

ক) Tea will be being taken by us.
খ) Tea shall have been taken by us.
গ) Tea should be being taken by us.
ঘ) Tea should be taken by us.

67596. কোনটি শুদ্ধ বানান?...

ক) Constelation
খ) Constelletion
গ) Constellation
ঘ) Consteletion

67597. কোনটি শুদ্ধ বানান?..

ক) Dysentary
খ) Dysentery
গ) Disentary
ঘ) Disentery

67598. কোনটি শুদ্ধ বানান?.

ক) Cieling
খ) Cealing
গ) Ceilling
ঘ) Ceiling

67599. কোন বানানটি শুদ্ধ ?

ক) Professional
খ) Profesional
গ) Proffesional
ঘ) Proffessional

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore