বিষয়ঃ Other
71103. ২১ মার্চ, ১৯৪৮ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার কোথায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন?
71104. বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
71105. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
71106. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
71107. আন্তর্জাতিক ‘গণতন্ত্র দিবস’ কত তারিখে?
71111. একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ২০ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ হতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
71112. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
71113. টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
71115. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সঙ্গে ক-এর সম্পর্ক কি?
71117. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে। বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
71118. কোনো সমান্তর প্রগমনের প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
71119. পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি এইডস আক্রান্ত মানুষ কোন মহাদেশে?
71120. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
71121. বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোল করা ও খাওয়া দেশ কোনটি?
71127. মিশরের কোন প্রেসিডেন্ট ক্যাম্প ডেভিট চুক্তিতে স্বাক্ষর দান করেন?
71129. জাতিসংঘ সনদ স্বাাক্ষরিত হয়-
71130. ‘ফেয়ার ফ্যাক্স’ হলো-
71131. তেলসমৃদ্ধ ‘বাকাসি’ উপদ্বীপ কোন দেশে অবস্থিত?
71132. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
71133. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন?
71134. যে সংস্থা সর্বাধিক বার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়-
71137. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?
71139. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
71140. পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
71141. জাতিসংঘের নি¤েœর কোন মহাসচিব বাংলাদেশ সফর করেন নাই?
71143. বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে?
71145. সামরিক শাসন জারি হলে জনগণের-
71146. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
71147. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে?
71148. বাংলাদেশের বড় সার কারখানা কোনটি?