বিষয়ঃ Other

71801. বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?

ক) বিহারীলাল চক্রবর্তী
খ) প্যারিচাঁদ মিত্র
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

71802. বেগম রোকেয়ার রচনা কোনটি?

ক) ভাষা ও সাহিত্য
খ) আয়না
গ) লালসালু
ঘ) অবরোধবাসিনী

71803. কোনটি শুদ্ধ?

ক) সৌজন্নতা
খ) সৌজন্যতা
গ) সৌজনতা
ঘ) সৌজন্য

71804. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ—

ক) গলাধাক্কা দেয়া
খ) অমাবস্যা
গ) দ্বিতীয়ত
ঘ) কাস্তে

71805. ‘সূর্য’– এর প্রতিশব্দ-

ক) সধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য

71806. সমাস ভাষাকে কী করে?

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুণ্ণ করে
ঘ) অর্থবোধক করে

71807. ‘বৈরাগ্য সাধনে___সে আমার নয়।’ শূণ্যস্থান পূরণ করুন।

ক) আনন্দ
খ) মুক্তি
গ) বিশ্বাস
ঘ) আশ্বাস

71808. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ

ক) এরা অনেক ছোট হয়
খ) এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরী আছে
গ) এরা পানিতে জন্মে
ঘ) এদের পাতা অনেক কম থাকে

71809. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –

ক) আয়না বায়ু
খ) প্রত্যায়ন বায়ু
গ) মৌসুমী বায়ু
ঘ) নিয়ত বায়ু

71810. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –

ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ) তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
গ) যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
ঘ) তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

71811. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?

ক) পেট্রোলিয়াম
খ) কয়লা
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) বায়োগ্যাস

71812. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

ক) মহাকর্ষণ বলের জন্য
খ) মধ্যাকর্ষণ বলের জন্য
গ) আমরা স্থির থাকার জন্য
ঘ) পৃথিবীর সাথে আমাদের আবর্তনের জন্য

71813. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –

ক) অক্সিজেন ও গ্লূকোজ
খ) অক্সিজেন ও রক্তের আমিষ
গ) ইউরিয়া ও গ্লূকোজ
ঘ) এমাইনো এসিড ও কার্বন ডাই অক্সাইড

71814. সংকর ধাতু পিতলের উপাদান ?

ক) তামা ও টিন
খ) তামা ও দস্তা
গ) তামা ও নিকেল
ঘ) তামা ও সিসা

71815. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

ক) বিদ্যুৎ এর অপচয় কম হয়
খ) পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়

71816. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –

ক) তামার দন্ড ও দস্তার পাত
খ) তামার পাত ও দস্তার পাত
গ) কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ) তামার দন্ড ও দস্তার কৌটা

71817. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?

ক) আয়োডিন
খ) ভিটামিন
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম

71818. মাছ অক্সিজেন নেয় –

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে

71819. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে–

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা

71820. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –

ক) লাল, হলুদ, সবুজ
খ) লাল, কমলা , বেগুণী
গ) হলুদ, সবুজ , নীল
ঘ) লাল, নীল, সবুজ

71821. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি কারণ–

ক) রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে

71822. নবায়নযোগ্য শক্তির উৎস –

ক) পারমাণবিক জ্বালানি
খ) পীট কয়লা
গ) পেট্রল
ঘ) সূর্য

71828. (.1 x .01 x .001)/(.2 x .02 x .002) এর মান কত ?

ক) ১/ ৮০
খ) ১/ ৮০০
গ) ১/ ৮০০০
ঘ) ১/ ৮

71837. নিচের কোন সংখ্যাটি মৌলিক

ক) ৯১
খ) ১৪৩
গ) ৪৭
ঘ) ৮৭

71838. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রীস

71840. নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম?

ক) ইউনিটা
খ) সান্ডিনিস্টা
গ) কন্ট্রা
ঘ) সোয়াপো

71841. IMF এর সদর দপ্তর কোথায়?

ক) ওয়াশিংটন
খ) মস্কো
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক

71842. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল –

ক) ১৯৪৫ সালের আগষ্ট মাসে
খ) ১৯৪৫ সালের মে মাসে
গ) ১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
ঘ) ১৯৪৪ সালের আগষ্ট মাসে

71843. কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম---

ক) কাশাভুবু
খ) প্যাট্রিক লুমুম্বা
গ) শোম্বে
ঘ) মবুতু
Note : প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।

71844. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –

ক) ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
গ) ১৯৪৫ সালের ৯ এপ্রিল মাসে
ঘ) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

71845. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –

ক) ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
খ) হোয়াইট হল
গ) মার্বেল চার্চ
ঘ) বুশ হাউজ

71846. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –

ক) ব্রিটেন
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া

71847. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –

ক) রিয়াদ
খ) জেদ্দা
গ) দামেস্ক
ঘ) মক্কা

71849. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –

ক) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

71850. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল----

ক) ফিলিপাইন
খ) জাপান
গ) ইন্দোনেশিয়া
ঘ) থাইল্যান্ড
Note : বাংলাদেশ ১৯৭৯ - ৮০ ও ১৯৯৯ - ২০০০ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল এবং শেষের বার নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। তখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore