বিষয়ঃ Other

7301. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?

ক) আঁকাড়া
খ) অবেলা
গ) অপমান
ঘ) অতিশয়

7302. ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) বৃহৎ
খ) বর্ধিষ্ণু
গ) বর্ধমান
ঘ) বৃদ্ধি প্রাপ্ত

7303. শর্বরী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) দিবস
খ) কুটিল
গ) কৃষ্ণ
ঘ) কুৎসিত

7304. লিপ্সা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?

ক) বিরাগ
খ) সরল
গ) নিরোগ
ঘ) নির্লিপ্ত

7305. নিচের কোন শব্দজোড়টি স্থানভেদে বিপরীত ও সমার্থক উভয় অর্থে ব্যবহৃত হয়?

ক) পর্যাপ্ত-অপর্যাপ্ত
খ) ফুল্ল-কুসুম
গ) আসমান-জমিন
ঘ) সাধু-সন্যাসী

7306. হৃদ্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) ঘৃণা
খ) অহৃদ্য
গ) অবহেলা
ঘ) বিরক্ত

7307. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

ক) ঐচ্ছিক-অনাবশ্যিক
খ) কদাচার-সদাচার
গ) কম-বেশি
ঘ) কুটিল-সরল

7308. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক ?

ক) মৃদু -সৌম্য
খ) উন্মীলন -নিমীলন
গ) অনৈক্য -বিভেদ
ঘ) অনাবৃত উন্মুক্ত

7309. শোক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) দুঃখ
খ) হর্ষ
গ) অনুতপ্ত
ঘ) ব্যাথা

7310. সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) শান্ত
খ) কঠিন
গ) উগ্র
ঘ) উদ্ধত

7312. বিদেশী উপসর্গযুক্ত শব্দ -

ক) আলুনি
খ) হরবোলা
গ) মগডাল
ঘ) পাতিলেবু

7315. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?

ক) আঁকাড়া
খ) অবেলা
গ) অপমান
ঘ) অতিশয়

7316. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) আভাস
খ) গরমিল
গ) অজানা
ঘ) বেমালুম

7317. অভি - উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হতে পারে -

ক) সম্যক
খ) আগমন
গ) আধিপত্য
ঘ) ব্যাপ্তি

7318. উপসর্গ কোনটি?

ক) থেকে
খ) দ্বারা
গ) চেয়ে
ঘ) অতি

7319. উপসর্গযোগে ঘঠিত শব্দ-

ক) সুদিন
খ) ভাবুক
গ) দিগন্ত
ঘ) নদীমাতৃক

7320. কোনটি ফারসি উপসর্গ ?

ক) নিলাজ
খ) আলুনি
গ) সুলভ
ঘ) নারাজ

7321. কোনটি বাংলা উপসর্গ?

ক) পরা
খ) প্রতি
গ) হর
ঘ) অনা

7323. নিমরাজি’ শব্দে ‘নিম’ কোন ভাশার উপসর্গ?

ক) তৎসম
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) আরবি

7324. উপসর্গ ব্যাকরনের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) রূপতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) পদক্রম

7327. অবলম্বনের ‘অব’ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নিম্নে
খ) সম্যকভাবে
গ) প্রতিকূল
ঘ) প্রস্তুতি

7328. অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) নেতিবাচক
খ) বিয়োগান্ত
গ) নঞর্থক
ঘ) অজানা

7329. অপমান' শব্দের ' অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক) বিপরীত
খ) নিকৃষ্ট
গ) বিকৃত
ঘ) অভাব

7330. বাংলাভাষায় খাঁটি উপসর্গ কয়টি?

ক) ১৯টি
খ) ২০টি
গ) ২১টি
ঘ) ২২টি

7331. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক) নিখুঁত
খ) আনমনা
গ) অবহেলা
ঘ) নিমরাজী

7339. বৃত্তস্থ সামন্তরিক একটি-

ক) বর্গক্ষেত্র
খ) রম্বস
গ) ট্রাপিজিয়াম
ঘ) আয়তক্ষেত্র

7341. একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সে.মি. হলে উহার ব্যাস কত?

ক) ২০ সে.মি.
খ) ২৫ সে.মি.
গ) ১২ সে.মি.
ঘ) ১৫ সে.মি.

7342.

১ মিটার সমান কত ইঞ্চি?

ক) ৩৯.৩৭ (প্রায়)
খ) ৪০.৪৩ (প্রায়)
গ) ৪১.৬৩ (প্রায়)
ঘ) ৪২.৬৫ (প্রায়)
Note :

১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. ( প্রায়)

১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)

১ মাইল = ১.৬১ কি. মি. ( প্রায়)

১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)

১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)

7344. ৫০ ডিগ্রী কোণের পূরক কোণ কত ডিগ্রী?

ক) ৪০°
খ) ১৪০°
গ) ১৩০°
ঘ) ২৩০°

7346. a- {a - (a+1)} = ?

ক) a
খ) 1
গ) a-1
ঘ) a + 1

7348. সুপ্রিম কোর্ট হলো একটি 'কোর্ট অব রেকর্ড' এ কথা উল্লেখ আছে সংবিধানের-

ক) ১০৪ নং অনুচ্ছেদে
খ) ১০৮ নং অনুচ্ছেদে
গ) ১১০ নং অনুচ্ছেদে
ঘ) ১১১ নং অনুচ্ছেদে

7349. গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি?

ক) উপযোগবাদ
খ) নৈতিকতা
গ) উদারতাবাদ
ঘ) ব্যক্তিস্বতন্ত্রবাদ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore