বিষয়ঃ Other

74901. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?

ক) সোমপুর বিহার
খ) ধর্মপাল বিহার
গ) জগদ্দল বিহার
ঘ) শ্রী বিহার

74902. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল –

ক) লক্ষণ সেন
খ) ইলয়াস শাহ
গ) বিজয় সেন
ঘ) আকবর

74903. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল

ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ) ফরাসিরা
ঘ) পর্তুগিজরা

74904. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

ক) চট্রগ্রাম
খ) মহাস্থানগর
গ) সোনারগাঁওয়ে
ঘ) রামপালে

74905. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?

ক) মহাস্থানগড়ে
খ) শাহজাদপুরে
গ) নেত্রকোণায়
ঘ) রামপালে

74906. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
গ) ৭ মার্চ ১৯৭২
ঘ) ২৬ মার্চ ১৯৭৩

74907. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১০ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ জানুয়ারি ১৯৭১

74908. What is the meaning of ‘White Elephant’?

ক) An elephant of white colour
খ) A very costly or troublesome possession
গ) A black marketer
ঘ) A hoarder

74909. What kind of noun is Girl?

ক) Common
খ) Proper
গ) Collective
ঘ) Material

74910. What kind of noun is Cattle?

ক) Proper
খ) Collective
গ) Common
ঘ) Material

74911. Who is author of ‘India wins freedom’?

ক) Mahataama Gandhi
খ) J.L.Nehru
গ) Abul Kalam azad
ঘ) Moulana Akram Khan

74912. Who is the author of ‘Animal Farm’?

ক) Thomas More
খ) George Orwel
গ) Boris Pasternak
ঘ) Charles Dickens

74913. Who is the author of ‘A Farewell to Arms’?

ক) H. G. Wells
খ) George Orwel
গ) Thomas Hardy
ঘ) Ernest Hemingway

74914. What is the synonym of ‘Competent’?

ক) Circumspect
খ) Discrete
গ) Capable
ঘ) Prudent

74915. What is the synonym of ‘Jovial’?

ক) Jolly
খ) Jealous
গ) Gay
ঘ) Happy

74916. What is the antonym of ‘Gentle’?

ক) Harsh
খ) Clever
গ) Modest
ঘ) Rude

74918. Choose the correct answer. How long did you wait?

ক) Till launch time
খ) Till he came
গ) until six O’ clock
ঘ) Since this morning

74919. Choose the correct sentence.

ক) The man that said that was a fool
খ) The man who said that was a fool
গ) The man said that was a fool
ঘ) The man which said that was a fool

74920. Choose the correct sentence –-

ক) A few of the three boys got a prize
খ) Each of the three boys got a prize
গ) Every of the three boys got a prize
ঘ) All of the three boys got a prize

74921. Choose the correct sentence –

ক) I asked javed had he passed
খ) I asked javed if he had passed
গ) I asked javed if you had passed
ঘ) I asked Javed that had he passed

74922. Choose the appropriate alternative to complete the sentence. He had a _______ of fever.

ক) severe attack
খ) strong attack
গ) bad attack
ঘ) serious attack

74924. বাংলায় কোরান শরিফের প্রথম অনুবাদক কে ?

ক) কেশব চন্দ্র সেন
খ) গিরিশ চন্দ্র সেন
গ) মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
ঘ) মাওলানা আকরাম খাঁ

74925. কোনটি তদ্ভব শব্দ ?

ক) চাঁদ
খ) গগন
গ) সূর্য
ঘ) নক্ষত্র

74926. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা –

ক) শামসুর রহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আবদুল গাফফার চৌধুরী

74927. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

ক) নিখুঁত
খ) আনমনা
গ) নিমরাজি
ঘ) অবহেলা

74928. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?

ক) তিনিই সমাজের মাথা
খ) মাথা খাটিয়ে কাজ করবে
গ) লজ্জায় মাথা মাথা কাটা গেল
ঘ) মাথা নেই তার মাথা ব্যাথা

74929. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –

ক) গল্প সংকলনের নাম
খ) কবিতার নাম
গ) কাব্য সংকলনের নাম
ঘ) উপন্যাসের নাম

74930. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

ক) অগ্রপথিক
খ) প্রলয়োল্লাস
গ) বিদ্রোহী
ঘ) ধূমকেতু

74931. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?

ক) বিষ্ণু দে
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) বুদ্ধদেব বসু

74932. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

ক) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
খ) যত গর্জে তত বৃষ্টি হয় না
গ) নাচতে না জানলে উঠান বাঁকা
ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়

74933. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

ক) পাকা পাকা আম
খ) ছি ছি কী করছে
গ) নরম নরম হাত
ঘ) উড়ু উড়ু মন

74934. ‘রত্নাকর ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর –

ক) রত্মা + কর
খ) রত্ন + কর
গ) রত্মা + আকার
ঘ) রত্ম + আকর

74935. ক্রিয়াপদের মূল অংশকে বলে—

ক) ধাতু
খ) বিভক্তি
গ) প্রত্যয়
ঘ) কৃৎ

74936. শুদ্ধ বাক্য কোনটি ?

ক) দুর্বলবশতঃ অনাথিনী বসে পড়ল
খ) দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
গ) দুর্বলবশতঃ অনাথা বসে পড়ল
ঘ) দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

74937. ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?

ক) চাল না চুলো, ঢোকা না কুলো
খ) কারো পৌষ মাস, কারও সর্বনাশ
গ) সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
ঘ) বোঝার উপরে শাকের আঁটি

74938. ‘কবর’ নাটক কার রচনা?

ক) শহীদুল্লাহ কায়সার
খ) জহির রায়হান
গ) মুনীর চৌধুরী
ঘ) সত্যেন সেন

74939. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?

ক) শবপোড়া
খ) মড়াদাহ
গ) শবদাহ
ঘ) শবমড়া

74940. শুদ্ধ বানান কোনটি?

ক) মুমুর্ষু
খ) মূমুর্ষু
গ) মুমূর্ষ
ঘ) মুমূর্ষু

74941. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে –

ক) আরবী ভাষা হতে
খ) দেশী ভাষা হতে
গ) পর্তুগিজ ভাষা হতে
ঘ) ওলন্দাজ ভাষা হতে

74942. জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম?

ক) জাইকা
খ) ডিএফআইডি
গ) ডনিডা
ঘ) ওসিডি

74945. বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?

ক) কুমিল­া জেলার দাউদকান্দি
খ) ঢাকা জেলার বারিধারা
গ) যশোর জেলার ঝিকরগাছা
ঘ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও

74946. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

ক) ইউরাল পর্বতের দক্ষিণে
খ) সাইবেরিয়ায়
গ) সোভিয়েত রাশিয়ায়
ঘ) ককেশাস অঞ্চলে

74947. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

ক) ১৯৭০ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে

74948. আন্তর্জাতিক ‘গণতন্ত্র দিবস’ কত তারিখে?

ক) ১৫ আগস্ট
খ) ১৫ সেপ্টেম্বর
গ) ১৪ নভেম্বর
ঘ) ১৫ ডিসেম্বর

74950. হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন?

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স
ঘ) ইতালি

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore