বিষয়ঃ Other

76051. `Bootleg’ means to-

ক) distribute
খ) export
গ) import
ঘ) smuggle

76052. The word ‘plurality’ means-

ক) The letter ‘S’
খ) Men and women
গ) Chaos and confusion
ঘ) The holding of more than one office at a time

76053. What is the meaning of the expression ‘bottom line’?

ক) The final step
খ) The end of a road
গ) The last line of a book
ঘ) The essential point

76054. What is the meaning of the word ‘intrepid’?

ক) arrogant
খ) belligerent
গ) questioning
ঘ) fearless

76055. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-

ক) ৪৮৫০
খ) ৪৯৫০
গ) ৫৭৫০
ঘ) ৫৯৫০

76057. (2+x)+3=3(x+2)হলে x এর মান কত?

ক) -1/2
খ) 1/2
গ) 1/3
ঘ) 2/3

76058. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?

ক) ২৫.০ মিলিয়ন ইসলামি দিনার
খ) ১৫.০ মিলিয়ন ইসলামি দিনার
গ) ১০.০ মিলিয়ন ইসলামি দিনার
ঘ) কোন চাঁদা দিতে হয় না

76061. The United Nations University কোন শহরে অবস্থিত?

ক) লন্ডন
খ) ব্রাসেলস
গ) নিউইয়র্ক
ঘ) টোকিও

76063. ‘Club of Viena’ কী?

ক) পশ্চিম ইউরোপের প্রধাণ বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
খ) অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
গ) একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
ঘ) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন

76064. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?

ক) ইথিওপিয়া
খ) নাইজেরিয়া
গ) কেনিয়া
ঘ) সুদান

76065. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?

ক) লাসা
খ) উলানবাহতার
গ) পিয়ংইয়ং
ঘ) কাবুল

76066. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

ক) মায়ানমার
খ) জর্ডান
গ) ইরাক
ঘ) ইসরাইল

76067. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?

ক) কর্ণফুলী
খ) হালদা
গ) সাংগু
ঘ) নাফ

76068. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) টোকিও
গ) ওয়াশিংটন ডি সি
ঘ) নিউইয়র্ক

76070. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?

ক) দিনাজপুর
খ) পঞ্চগড়
গ) জয়পুরহাট
ঘ) লালমনিরহাট

76071. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?

ক) নবাব সিরাজউদ্দৌলা
খ) নবাব মুর্শিদকুলি খাঁ
গ) সুবেদার ইসলাম খান
ঘ) নবাব শায়েস্তা খান

76072. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?

ক) বামফিল্ড ফুলার
খ) লর্ড মিন্টো
গ) লর্ড কার্জন
ঘ) ওয়ারেন হেষ্টিংস

76074. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?

ক) নারিকেল জিনজিরা
খ) সোনাদিয়া
গ) কুতুবদিয়া
ঘ) নিঝুম দ্বীপ

76077. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

ক) চট্টগ্রাম
খ) সিলেট
গ) ঢাকা
ঘ) রাজশাহী

76079. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

ক) ৮,০০০কি:মি
খ) ৫,২০০কি:মি
গ) ১১,০০০কি:মি
ঘ) ৮,৫০০কি:মি

76082. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?

ক) কক্সবাজার
খ) চট্টগ্রাম
গ) কাপ্তাই
ঘ) রাঙ্গামাটি

76083. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

ক) অধ তৎসম ও তৎসম শব্দের ব্যবহারে
খ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ) শব্দের কথ্য ও লেখ্য রূপে
ঘ) বাক্যের সরলতা ও জটিলতায়

76084. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?

ক) সেই বই পড়ছে
খ) সে গভীর চিন্তায় মগ্ন
গ) সে ঘুমিয়ে আছে
ঘ) সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না

76085. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।

ক) ইচ্ছাময়
খ) ঐচ্ছিক
গ) ইচ্ছুক
ঘ) অনিচ্ছা

76086. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দুঃ+লোক
খ) দিব্+লোক
গ) দ্বি+লোক
ঘ) দি+লোক

76087. শুদ্ধ বানানটি নির্দেশ কর?

ক) মুহুর্মুহু
খ) মূহুর্মুহু
গ) মুর্হুমূর্হু
ঘ) মুর্হুর্মূহু

76088. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-

ক) জ্ঞান
খ) বুদ্ধি
গ) মেধা
ঘ) প্রজ্ঞা

76089. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-

ক) শৈত্য
খ) শীতল
গ) উত্তাৎ
ঘ) হিম

76090. যে ভূমিতে ফসল জন্মায় না-

ক) পতিত
খ) অনুর্বর
গ) ঊষর
ঘ) বন্ধ্যা

76091. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?

ক) Shakespeare
খ) Wordsworth
গ) Keats
ঘ) Eliot

76092. Who of the following was both a poet and painter?

ক) Keats
খ) donne
গ) Blake
ঘ) Spenser

76093. Which of the following school of litarary writings is connected with a medical theory?

ক) Comedy of manners
খ) Theater of the Absurd
গ) Heoric Tragedy
ঘ) Comedy of Humours

76094. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?

ক) The patriots will always be remembered by people
খ) The patriots are always being remembered
গ) People are always remembered by the patriots
ঘ) The patriots are always remembered by the people

76098. ‘Pediatric’ relates to the treatment of:

ক) adults
খ) women
গ) old people
ঘ) children

76099. আকাশ নীল দেখায় কেন?

ক) নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে
খ) নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ) নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ) নীল আলোর প্রতিফলন বেশি বলে

76100. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

ক) সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব প্রস্তুত করে
খ) ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
ঘ) মাটির অজৈব লবণনে পরিবর্তিত করে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore