বিষয়ঃ Other
8351. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে তাদেরকে কী বলে?
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) প্রত্যয়
ঘ) উপসর্গ
8352. শকুনি মামা'- বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক) কুৎসিত মামা
খ) সৎ মামা
গ) কুচক্রী লোক
ঘ) পাতানো মামা
8355. আমরা যদি না জাগি মা/কেমনে সকাল হবে? -এর রচিয়তা কে?
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জসীমউদ্দীন
ঘ) কাজী নজরুল ইসলাম
8357. নৌকায় নদী পার হলাম' এখানে 'নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে ৭মী
খ) করণে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) সম্প্রদানে ৭মী
8363. বঙ্গভঙ্গ কি ধরণের সংস্কার?
ক) প্রশাসনিক সংস্কার
খ) সামাজিক সংস্কার
গ) অর্থনৈতিক সংস্কার
ঘ) কাঠামোগত সংস্কার
8364. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস
8366. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে?
ক) ১৭০০ সালে
খ) ১৭৭২ সালে
গ) ১৭৬৫ সালে
ঘ) ১৭৯৩ সালে
8367. চট্টগ্রাম দখল করে এর নাম ইসলামাবাদ রাখেন?
ক) ইসলাম খাঁন
খ) মীর জুমলা
গ) শায়েস্তা খান
ঘ) মানসিং
8368. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
ক) আলউদ্দিন হোসেন শাহ
খ) শের শাহ
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর
8387. Excise duty -র পরিভাষা কোনটি?
ক) অতিরিক্ত কর
খ) আবগারি শুল্ক
গ) অর্পিত দায়িত্ব
ঘ) অতিরিক্ত কর্তব্য
8389. Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ
8391. ণ-ত্ব ও ষ-ত্ব কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক) বাক্যতত্ত্ব
খ) অর্ধতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) রূপতত্ত্ব