বিষয়ঃ Other

10001. রতন’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?

ক) পোস্টমাস্টার
খ) গিন্নি
গ) ছুটি
ঘ) সুভা

10002. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?

ক) ব্যথার দান
খ) দোলনচাঁপা
গ) শিউলিমালা
ঘ) সোনার তরী

10003. মেঘশূন্য' কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) অব্যয়ীভাব
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়

10004. যা চিরস্থায়ী নয়-

ক) নশ্বর
খ) ক্ষণিক
গ) ক্ষণস্থায়ী
ঘ) অস্থায়ী

10005. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-

ক) সাধু ভাষা
খ) আঞ্চলিক ভাষা
গ) প্রমিত ভাষা
ঘ) উপভাষা

10006. নিচের কোনটি Universal Gate -

ক) AND
খ) OR
গ) NAND
ঘ) NOT

10007. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

ক) মাজহারুল হক
খ) লুই আই কান
গ) নভেরা আহমেদ
ঘ) এফ আর খান

10009. Ode to the west wind' Is written by-

ক) keats
খ) Shelly
গ) Coleridge
ঘ) Wordsworth

10010. I would have worked if I__been more cautious.

ক) had
খ) have
গ) might
ঘ) would

10011. Blank verse' শব্দের অর্থ কী?

ক) অনুপ্রাস
খ) পয়ার
গ) সনেট
ঘ) অমিত্রাক্ষর

10012. ‘হুমায়ূন নামা' রচয়িতা কে?

ক) কাজী নজরুল ইসলাম
খ) গুলবদন বেগম
গ) ফররুখ আহমদ
ঘ) আবুল ফজল

10013. ‘ব্যক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) ত্যক্ত
খ) গ্রাহ্য
গ) দৃঢ়
ঘ) গূঢ়

10015. OMR এর পূর্ণরূপ কোনটি?

ক) Optical Mark Recognition
খ) Optical Mark Reading
গ) Optical Mark Receptor
ঘ) Optical Mark Reactor

10017. কোনটি আফ্রিকা মহাদেশভুক্ত দেশ নয়?

ক) তিউনিশিয়া
খ) আলজেরিয়া
গ) আলবেনিয়া
ঘ) নাইজেরিয়া

10019. বাংলাদেশে সর্বশেষে কত সালে জনশুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়?

ক) ২০০৪ সালে
খ) ২০১০ সালে
গ) ২০১৬ সালে
ঘ) ২০২২ সালে

10021. NATO এর বর্তমান সদস্য দেশের সংখ্যা-

ক) ৩১টি
খ) ৩০টি
গ) ২৯টি
ঘ) ২৮টি

10022. Make a tag question of the sentence - 'I need some books', _ ?

ক) do I
খ) don't I
গ) need
ঘ) needn't I

10023. Which of the following sentence is correct?

ক) Let's go for walk
খ) Discuss the matter in detail
গ) They raised hue and cry
ঘ) Vegetables is my favourite food

10024. If I____, I would not give up the job.

ক) were you
খ) was you
গ) had you
ঘ) had been you

10025. An urologist is one who treats the disease of -

ক) kidney
খ) eye
গ) heart
ঘ) nerves

10026. The synonym of the word 'pacify' is-

ক) among
খ) displease
গ) encourage
ঘ) appease

10027. Choose the right idiom for the sentence - 'The things are lying on the table __.

ক) at six and seven
খ) at sixes and sevens
গ) at six and sevens
ঘ) in sixes and sevens

10028. অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?

ক) অসময়ের জাগরণ
খ) যথাসময়ের জাগরণ
গ) অসময়ে প্রস্থান
ঘ) অসময়ে নিদ্রা

10029. তার চোখ দিয়ে জল পড়ে – 'চোখ দিয়ে' কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি
খ) করণকারকে তৃতীয়া বিভক্তি
গ) কর্মকারকে তৃতীয়া বিভক্তি
ঘ) অপাদান কারকে তৃতীয়া বিভক্তি

10030. ‘নিরত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) বিরত
খ) রত
গ) অবিরত
ঘ) নিবৃত্ত

10034. ‘পশ্চাতে গমন করে যে' এর বাক্য সংকোচন হলো-

ক) পশ্চাতগামী
খ) অগ্রগামী
গ) অনুগামী
ঘ) পশ্চাৎগামী

10036. কার সঙ্গে 'গুরুচণ্ডালী দোষ সম্পর্কিত?

ক) উচ্চারণের সঙ্গে
খ) বানানের সঙ্গে
গ) রূপতত্ত্বের সঙ্গে
ঘ) ভাষারীতির সঙ্গে

10037. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?

ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট

10038. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?

ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স

10039. কোন দেশে সমুদ্র বন্দর নাই?

ক) মালদ্বীপ
খ) ভেনেজুয়েলা
গ) নেপাল
ঘ) গ্রীস

10040. ইউরিয়া সারের কাঁচামাল কী?

ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনাপাথর
গ) মিথেন গ্যাস
ঘ) ইলমেনাইট

10041. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?

ক) চতুর্থ তফসিল
খ) পঞ্চম তফসিল
গ) ষষ্ঠ তফসিল
ঘ) সপ্তম তফসিল

10050. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-

ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore