বিষয়ঃ Other

10351. ভারসাম্যতা' শব্দটি অশুদ্ধ কেন?

ক) প্রত্যয় জনিত কারণে
খ) উপসর্গ জনিত কারণে
গ) সন্ধি জনিত কারণে
ঘ) কারক জনিত কারণে

10352. বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?

ক) দিলারা হাশেম
খ) রাজিয়া খান
গ) রিজিয়া রহমান
ঘ) সেলিনা হোসেন

10353. যা লাফিয়ে চলে'- এর এক কথায় প্রকাশ কী?

ক) প্লবগ
খ) অসাড়
গ) সসাড়
ঘ) মেটে

10354. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

ক) মস্কো
খ) ক্যানবেরা
গ) নিউইয়র্ক
ঘ) ওটোয়া

10357. ইউরো মুদ্রা কখন চালু হয়?

ক) ১৯৯৯ সালের ১ জানুয়ারি
খ) ২০০০ সালের ১মার্চ
গ) ২০০১ সালের ১ জানুয়ারি
ঘ) ১৯৯৮ সালের ১ নভেম্বর

10358. নাসাউ কোন দেশটির রাজধানী?

ক) নিকোবর দ্বীপপুঞ্জ
খ) মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ) বাহামা দ্বীপপুঞ্জ
ঘ) ফিজি দ্বীপপুঞ্জ

10359. লেবাননের মুদ্রার নাম কি?

ক) দিনার
খ) ডলার
গ) পাউন্ড
ঘ) রুপি

10361. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

ক) ১৮০ ডিগ্রি
খ) ২৭০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি
ঘ) ৫৪০ ডিগ্রি

10366. ABCD বৃত্তস্থ চতুর্ভূজের ∠B =১০৫ ডিগ্রি। ∠D - এর পরিমাণ কত?

ক) ৭৫ ডিগ্রি
খ) ৮০ ডিগ্রি
গ) ১৬৫ ডিগ্রি
ঘ) ২৫৫ ডিগ্রি

10367. ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত?

ক) দক্ষিণ আমেরিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া
ঘ) অস্ট্রেলিয়া

10368. নিউজিল্যান্ডের রাজধানী?

ক) আমস্টারডাম
খ) অকল্যান্ড
গ) ওয়েলিংটন
ঘ) ম্যানিলা

10369. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে -

ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চার গুণ
ঘ) একই থাকবে

10374. বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?

ক) সাহারা
খ) থর
গ) কালাহারি
ঘ) গোবি

10375. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

ক) ঘোড়া
খ) বলগা হরিণ
গ) উট
ঘ) খচ্চর

10376. স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক) ক্যালিফোর্নিয়া
খ) ভেনিজুয়েলা
গ) সুইজারল্যান্ড
ঘ) ভারত

10377. বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?

ক) ভেনিজুয়েলা
খ) গায়ানা
গ) প্যারাগুয়ে
ঘ) ক্যালিফোর্নিয়া

10378. ‘ডেড সী' কি?

ক) একটি নদী
খ) একটি সাগর
গ) একটি হ্রদ
ঘ) মৃত সাগর

10379. বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত ?

ক) সাইবেরিয়া
খ) পানামা
গ) ডেনমার্ক
ঘ) সুইজারল্যান্ড

10381. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?

ক) ব্যাস
খ) ব্যাসার্ধ
গ) বৃত্তচাপ
ঘ) পরিধি

10382. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

ক) ৯৮ ব. সে. মি.
খ) ৪৯ ব. সে. মি.
গ) ১৯৬ ব. সে. মি.
ঘ) ১৪৬ ব. সে. মি.

10383. কোন বৃত্তের পরিধি ২৩ সেমি হলে এর ব্যাসার্ধ কত?

ক) ২.৩৩ সেমি
খ) ৩.`৬৬ সেমি
গ) ৭.৩২সেমি
ঘ) ১১.৫ সেমি

10384. বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?

ক) কক্সবাজার
খ) বান্দরবন
গ) লালাখান
ঘ) বিছানাকান্দি

10385. চলন বিল কোথায় অবস্থিত?

ক) রাজশাহী জেলায়
খ) রাজশাহী ও নওগাঁ জেলায়
গ) পাবনা ও নাটোর জেলায়
ঘ) নাটোর ও নওগাঁ জেলায়

10386. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় চূড়ার নাম কি?

ক) লাসাই
খ) গারো
গ) কেওক্রাডাং
ঘ) জয়ন্তিকা

10388. ফিফা বিশ্বকাপ ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে।

ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
খ) জেনেভা, রাশিয়া, ফ্রান্স
গ) ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা
ঘ) কাতার, দুবাই, বাহরাইন

10389. সিদ্দিকুর রহমান কোন খেলার জন্য পরিচিত?

ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) গল্ফ
ঘ) টেনিস

10391. বাংলাদেশের গ্রান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?

ক) রিফাত বিন সাত্তার
খ) নিয়াজ মোরশেদ
গ) নিয়ামুল হোসেন রাজীব
ঘ) রাণী আহমেদ

10392. Select the same meaning-pragmatic.

ক) wasteful
খ) productive
গ) practical
ঘ) fussy

10393. The phrase "Man of parts' means-

ক) honest
খ) sincere
গ) talented
ঘ) worthless

10394. দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?

ক) হাতিয়ায়
খ) সাতক্ষীরায়
গ) কক্সবাজারে
ঘ) সন্দ্বীপে

10398. Spouse is a _____ gender.

ক) Neuter
খ) Masculine
গ) Common
ঘ) Feminine

10399. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?

ক) ৩৬০°
খ) ২৭০°
গ) ১৮০°
ঘ) ৪২০°

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore