বিষয়ঃ Other

1651. কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপে অবস্থিত?

ক) আজারবাইজান
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) হন্ডুরাস

1652. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

1653. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম-

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া

1654. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?

ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ

1655. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) জলধি
খ) নদী
গ) সলিল
ঘ) আকাশ

1656. ‘পরভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) পিক
খ) ধেনু
গ) বিভব
ঘ) অম্বু

1657. ‘চিকুর' এর প্রতিশব্দ নয় কোনটি?

ক) কর
খ) কুন্তল
গ) চুল
ঘ) কেশ

1658. আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?

ক) মালদ্বীপ
খ) ভ্যাটিকান
গ) তাইওয়ান
ঘ) সিঙ্গাপুর

1659. এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা

ক) কারাকোরাম
খ) পিরেনিজ
গ) এ্যাটলাস
ঘ) উরাল

1660. মিসর ও সৌদি আরবকে বিভাজন করা সাগর কোনটি?

ক) আরব সাগর
খ) বাল্টিক সাগর
গ) লোহিত সাগর
ঘ) একটাও না

1661. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?

ক) সিচেলিস
খ) বতসোয়ানা
গ) তিউনিসিয়া
ঘ) বেনিন

1662. পৃথিবীর কোন দেশটি একটি মহাদেশ ও বটে?

ক) জাপান
খ) নিউজিল্যান্ড
গ) রাশিয়া
ঘ) অস্ট্রেলিয়া

1663. পৃথিবীর সবগুলো মহাদেশ একসাথে জুড়ে যে বিশাল একটা মহাদেশ ছিল,তার নাম কী ছিল?

ক) প্যান থালাস
খ) প্যানজিয়া
গ) ইউরোশিয়া
ঘ) ইউরো-আম্রিকা

1664. অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন?

ক) অশোক
খ) ন্যায়পাল
গ) শশাঙ্ক
ঘ) রামপাল

1665. বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন-

ক) সম্রাট আকবর
খ) শাহজাদা আযম
গ) ঈশা খান
ঘ) সুবেদার ইসলাম খান

1666. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন ?

ক) চতুর্দশ
খ) পঞ্চদশ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ

1667. বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?

ক) সিলেট
খ) রাজশাহী
গ) খুলনা
ঘ) বরিশাল

1668. মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

ক) গৌড়
খ) ময়নামতি
গ) মহাস্থানগড়
ঘ) সোনারগাঁও

1669. চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু কে ছিলেন?

ক) অতীশ দিপঙ্কর
খ) শিলভদ্র
গ) মা হুয়ান
ঘ) মেগাস্থিনিস

1670. কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?

ক) সুলতানী আমলে
খ) মুঘল আমলে
গ) পাল আমলে
ঘ) মৌর্যযুগে

1671. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) হাতিয়া
ঘ) বরিশাল

1672. ‘পাথার’ এর সমার্থক শব্দ-

ক) তটিনী
খ) অর্ণব
গ) শৈল
ঘ) বন্দর

1673. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয়-

ক) ফুল
খ) অবনী
গ) কুসুম
ঘ) প্রসুন

1674. দামিনী শব্দের অর্থ কি?

ক) মেঘ
খ) বিদ্যুৎ
গ) বৃষ্টি
ঘ) ঢেউ

1676. বহ্যুুৎসব' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-

ক) বহ্ন্যু + উৎসব
খ) বহ্নুৎ + সব
গ) বহ্ন্য + উৎসব
ঘ) বহ্নি + উৎসব

1677. গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন?

ক) শেরশাহ
খ) হুমায়ুন
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর

1678. মাৎস্যন্যায়’ বাংলার কোন শতককে নির্দেশ করে?

ক) ৭ম-৮ম শতক
খ) ৬ষ্ঠ-৭ম শতক
গ) নবম-দশম শতক
ঘ) অষ্টম-নবম শতক

1679. চন্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি। এই গুনে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান’- মন্তব্যটি কার?

ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) বুদ্ধদেব বসু
ঘ) রবি ঠাকুর

1680. অনুষ্ঠান' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক) ওন্‌শ্‌ঠান্‌
খ) অনুশ্‌ঠান
গ) ওনুশ্‌ঠান
ঘ) অন্‌নুশঠান

1682. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) কার
খ) ফলা
গ) হলন্ত বর্ণ
ঘ) সংবৃত

1683. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি

1685. দারফুর সংকটের সাথে জড়িত-

ক) জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ) পরিবেশ দূষণ
গ) ভৌগলিক সীমানা
ঘ) মেয়ের সাথে সংঘাত

1686. নিচের কোন রাষ্ট্রপ্রধান ৪২ বছর দেশ পরিচালনা করেছেন?

ক) নেলসন ম্যান্ডেলা
খ) মোয়াম্মার গাদ্দাফি
গ) সাদ্দাম হোসেন
ঘ) আব্রাহাম লিংকন

1687. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?

ক) সিউল
খ) আস্মান
গ) কায়রো
ঘ) তেহরান

1688. আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে?

ক) মিশর
খ) তিউনিসিয়া
গ) কাতার
ঘ) লিবিয়া

1689. মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল?

ক) জেনেভা চুক্তি
খ) প্যারিস চুক্তি
গ) ক্যাম্প ডেভিড চুক্তি
ঘ) তাসকন্ড চুক্তি

1690. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

ক) ম্যাকনামারা লাইন
খ) ডুরান্ড লাইন
গ) হিন্ডারবার্গ লাইন
ঘ) সনোরা লাইন

1691. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?

ক) লুসিইয়ানা
খ) ফ্লোরিডা
গ) কেপটাউন
ঘ) নিউইয়র্ক

1692. The Motorcycle Diaries কার জীবননির্ভর চলচ্চিত্র?

ক) নেলসন ম্যান্ডেলা
খ) চে গুয়েভারা
গ) ফিদেল ক্যাস্ট্রো
ঘ) লেনিন

1693. নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়?

ক) কোস্টারিকা
খ) গুয়েতমালা
গ) পানামা
ঘ) কিউবা

1694. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?

ক) জাপান
খ) জার্মান
গ) ওয়েন্ট ইন্ডিজ
ঘ) অস্ট্রেলিয়া

1695. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?

ক) এশিয়ার উত্তরাঞ্চল
খ) ইউরোপের পশ্চিমাঞ্চল
গ) ইউরোপের পূর্বাঞ্চল
ঘ) এশিয়ার দক্ষিণাঞ্চল

1696. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কোন দেশের?

ক) জাপান
খ) আর্জেন্টিনা
গ) ইথিওপিয়া
ঘ) মায়ানমার

1697. বিশ্বের সর্বাপেক্ষা চিকন রাষ্ট্র?

ক) আর্জেন্টিনা
খ) ইথিওপিয়া
গ) চিলি
ঘ) জাপান

1698. কোন দেশটি দক্ষিণ আমেরিকা অন্তর্ভুক্ত নয়?

ক) বলিভিয়া
খ) উরুগুয়ে
গ) মেক্সিকো
ঘ) চিলি

1699. পেরুর রাজধানী কী?

ক) বুয়েন্স আয়ার্স
খ) লিমা
গ) কারাকাস
ঘ) হাইতি

1700. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

ক) মস্কো
খ) ক্যানবেরা
গ) নিউইয়র্ক
ঘ) ওটোয়া

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore