বিষয়ঃ Other

1802. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক) কার
খ) ফলা
গ) হলন্ত বর্ণ
ঘ) সংবৃত

1803. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি

1805. দারফুর সংকটের সাথে জড়িত-

ক) জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ) পরিবেশ দূষণ
গ) ভৌগলিক সীমানা
ঘ) মেয়ের সাথে সংঘাত

1806. নিচের কোন রাষ্ট্রপ্রধান ৪২ বছর দেশ পরিচালনা করেছেন?

ক) নেলসন ম্যান্ডেলা
খ) মোয়াম্মার গাদ্দাফি
গ) সাদ্দাম হোসেন
ঘ) আব্রাহাম লিংকন

1807. তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত?

ক) সিউল
খ) আস্মান
গ) কায়রো
ঘ) তেহরান

1808. আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে?

ক) মিশর
খ) তিউনিসিয়া
গ) কাতার
ঘ) লিবিয়া

1809. মিশর ও ইসরায়েলের মধ্যে ১৯৭৮ সালে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল?

ক) জেনেভা চুক্তি
খ) প্যারিস চুক্তি
গ) ক্যাম্প ডেভিড চুক্তি
ঘ) তাসকন্ড চুক্তি

1810. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

ক) ম্যাকনামারা লাইন
খ) ডুরান্ড লাইন
গ) হিন্ডারবার্গ লাইন
ঘ) সনোরা লাইন

1811. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?

ক) লুসিইয়ানা
খ) ফ্লোরিডা
গ) কেপটাউন
ঘ) নিউইয়র্ক

1812. The Motorcycle Diaries কার জীবননির্ভর চলচ্চিত্র?

ক) নেলসন ম্যান্ডেলা
খ) চে গুয়েভারা
গ) ফিদেল ক্যাস্ট্রো
ঘ) লেনিন

1813. নিচের কোনটি মধ্য আমেরিকার দেশ নয়?

ক) কোস্টারিকা
খ) গুয়েতমালা
গ) পানামা
ঘ) কিউবা

1814. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?

ক) জাপান
খ) জার্মান
গ) ওয়েন্ট ইন্ডিজ
ঘ) অস্ট্রেলিয়া

1815. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?

ক) এশিয়ার উত্তরাঞ্চল
খ) ইউরোপের পশ্চিমাঞ্চল
গ) ইউরোপের পূর্বাঞ্চল
ঘ) এশিয়ার দক্ষিণাঞ্চল

1816. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কোন দেশের?

ক) জাপান
খ) আর্জেন্টিনা
গ) ইথিওপিয়া
ঘ) মায়ানমার

1817. বিশ্বের সর্বাপেক্ষা চিকন রাষ্ট্র?

ক) আর্জেন্টিনা
খ) ইথিওপিয়া
গ) চিলি
ঘ) জাপান

1818. কোন দেশটি দক্ষিণ আমেরিকা অন্তর্ভুক্ত নয়?

ক) বলিভিয়া
খ) উরুগুয়ে
গ) মেক্সিকো
ঘ) চিলি

1819. পেরুর রাজধানী কী?

ক) বুয়েন্স আয়ার্স
খ) লিমা
গ) কারাকাস
ঘ) হাইতি

1820. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

ক) মস্কো
খ) ক্যানবেরা
গ) নিউইয়র্ক
ঘ) ওটোয়া

1821. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

ক) চীন
খ) জাপান
গ) ভারত
ঘ) সিঙ্গাপুর

1822. সাত পাহাড়ের দেশ বলা হয়-

ক) মিসিসিপি
খ) কাঠমান্ডু
গ) রোম
ঘ) দার্জিলিং

1823. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

ক) তাম্র
খ) আর্য
গ) সুমেরীয়
ঘ) শহর ভিত্তিক

1824. মায়া সভ্যতাটি আবিষ্কার হয়-

ক) উত্তর আমেরিকায়
খ) দক্ষিণ আমেরিকায়
গ) মধ্য আফ্রিকায়
ঘ) মধ্য আমেরিকায়

1825. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

ক) হোয়াংহো নদীর তীরে
খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে
গ) নীলনদের তীরে
ঘ) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

1826. পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন?

ক) বৌদ্ধ সভ্যতার
খ) হিন্দু সভ্যতার
গ) খ্রিস্টীয় সভ্যতার
ঘ) মুসলিম সভ্যতার

1827. স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বে সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেন?

ক) হেনরি কিসিঞ্জার
খ) প্রেসিডেন্ট বুশ
গ) স্যামুয়েল হানটিংটন
ঘ) জন মেজর

1828. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো-

ক) মুদ্রার প্রচলন
খ) বর্ণমালার উদ্ভব
গ) চিত্রলেখা
ঘ) আগ্নেয়াস্ত্র

1829. ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?

ক) আরবীয়দের
খ) মিশরীয়দের
গ) দাবিয়ুসের
ঘ) ক্যাম্বসেসের

1830. মহেঞ্জোদারো” কোন সভ্যতার অংশ?

ক) মিসর
খ) সিন্ধু
গ) রোমান
ঘ) মেসোপটেমিয়া

1831. মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?

ক) স্থাপত্য
খ) চিত্রকলা
গ) বর্ণমালা
ঘ) মানচিত্র

1832. ওয়ারী- বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?

ক) ২৫০০ বছর
খ) ১০০০ বছর
গ) ৩০০০ বছর
ঘ) ১৫০০ বছর

1833. মেসোপটেমিয়া সভ্যতা কোথায় অবস্থিত ?

ক) জর্ডান
খ) ইরান
গ) ইরাক
ঘ) সিরিয়া

1834. কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?

ক) মিশরীয়
খ) গ্রিক
গ) চৈনিক
ঘ) পারস্য

1835. Telling lies is a very bad---.

ক) custom
খ) habit
গ) inclination
ঘ) desire

1836. He exported 500--- of jute?

ক) bails
খ) bells
গ) baels
ঘ) bales

1837. The boat ----- in the padma.

ক) sank
খ) sunk
গ) drowned
ঘ) sink

1839. I suffer from no ------about my capabilities.

ক) doubts
খ) hallucidations
গ) imaginations
ঘ) illusions

1840. The students had free --- to the Principal

ক) excess
খ) access
গ) axcess
ঘ) acxcess

1841. The ---- board has deleted a number of scenes?

ক) Censer
খ) Censar
গ) Censor
ঘ) Censur

1842. Man did not know how to make a fire until it was---

ক) invented
খ) discovered
গ) taught
ঘ) demonstrated

1843. Man did not know that the earth moves round the sun until was____

ক) demonstrated
খ) discovered
গ) experimented
ঘ) Invented

1844. The students have free ___ to the teachers.

ক) excess
খ) exccees
গ) access
ঘ) axecess

1845. Our school building has a good__

ক) sight
খ) side
গ) cite
ঘ) site

1846. I wish I could ___ several languages.

ক) write
খ) talk
গ) speak
ঘ) communicate

1847. Can you hear what he is -----?

ক) saying
খ) speaking
গ) telling
ঘ) talking

1848. Children like to watch science- movies.

ক) fiction
খ) fraction
গ) faction
ঘ) friction

1849. He is ________ to please his boss

ক) Jealous
খ) Zealous
গ) Zest
ঘ) Zeal

1850. I spent ------ with the patient.

ক) sometimes
খ) sometime
গ) some time
ঘ) some times

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore