বিষয়ঃ Other

3751. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-

ক) জশুয়া মার্শম্যান
খ) ডেভিড হেয়ার
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) মাইকেল মধুসুদন দত্ত

3752. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

ক) খ, ঝ
খ) ক, খ
গ) ত, দ
ঘ) চ, জ

3754. যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) মৌলিক ধ্বনি

3755. হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ --

ক) ক + ঘ
খ) ক + ষ + ণ
গ) ক + ষ + ম
ঘ) হ্‌ + ম

3756. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

ক) জ্ঞ = জ্‌ + ঞ
খ) জ্ঞ = ঞ্‌ + জ
গ) জ্ঞ = ঞ্‌ + চ
ঘ) জ্ঞ = ঙ্‌ + গ

3760. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না?

ক) স্বরধ্বনি
খ) ব্যঞ্জনধ্বনি
গ) মৌলিক ধ্বনি
ঘ) যুগ্মধ্বনি

3762. ট’-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

ক) ‘ন’
খ) ‘ন্ন’
গ) ‘ণ’
ঘ) ‘ন্য’

3763. মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?

ক) ম বর্গের পরে ণ হয়
খ) ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়
গ) ক বর্ণের পূর্বেণ হয়
ঘ) স্বভাবতই ণ হয়

3764. কোন বানানটি খাঁটি ষ-ত্ব বিধানের উদাহরণ?

ক) ষোড়শ
খ) ভূষণ
গ) স্পষ্ট
ঘ) বিশেষণ

3766. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক?

ক) বর্ণনা ,সুষমা , লবণ
খ) ব্রাহ্মণ, কষ্ট , পোষাক
গ) ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস

3767. ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা

3769. নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

ক) মাস্টার
খ) পোশাক
গ) জিনিস
ঘ) পোস্ট মাস্টার

3770. ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) নির্নিমেষ
খ) রুগ্‌ণ
গ) পরিবহণ
ঘ) অপরাহ্ন

3771. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) রুপতত্ত্ব
খ) বাক্যতত্ত্ব
গ) ধ্বনিতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব

3772. অন্যান্যে সমীভবনের একটি দৃষ্টান্ত হলো-

ক) বড্ড
খ) উচ্ছ্বাস
গ) বিলিত
ঘ) ফাগুণ

3773. লাফ> ফাল- কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) স্বরাগম
ঘ) ধ্বনি বিপর্যয়

3774. বড় দাদা > বড়দা- কী ধরনের ধ্বনি পরিবর্তন?

ক) অসঙ্গতি
খ) ব্যঞ্জনবিকৃতি
গ) বিষমীভবন
ঘ) ব্যঞ্জনচ্যুতি

3776. ধ্বনির পরিবর্তন কত প্রকার?

ক) পাঁচ প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার

3777. দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে?

ক) ধ্বনি বিপর্যয়
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) অপিনিহিতি
ঘ) বিপ্রকর্ষ

3779. ফাল্গুন>ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?

ক) ধ্বনিবিকার
খ) শ্রুতিধ্বনি
গ) অন্তর্হতি
ঘ) ধ্বনিবিপর্যয়

3780. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক) আজি> আইজ
খ) পিশাচ > পিচাশ
গ) পাকা> পাক্কা
ঘ) স্কুল> ইস্কুল

3781. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক) আগুন
খ) আরমারিও
গ) পিচাশ
ঘ) ইচ্ছে

3782. উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

ক) ফার্সি
খ) তুর্কি
গ) পর্তুগিজ
ঘ) আরবি

3783. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

3784. ষোলো নয়' আমার মাতৃভাষা ষোলশত রুপ '- কথাটি কে বলেছেন?

ক) ড. মু শহীদুল্লাহ
খ) মুনীর চৌধুরী
গ) আবদুল হাই
ঘ) হুমায়ন আজাদ

3785. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

ক) কবিতার পংক্তিতে
খ) গানের কলিতে
গ) গল্পের কলিতে
ঘ) নাটকের সংলাপে

3786. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী

ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) কথ্য রীতি
ঘ) লেখ্য রীতি

3787. বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?

ক) অস্ট্রিক
খ) দ্রাবিড়
গ) আর্য
ঘ) অনার্য

3788. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) রামসুন্দর ত্রিবেদী

3789. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) অক্ষয় দত্ত
খ) মার্শম্যান
গ) ব্রাশি হ্যালহেড
ঘ) রাজা রামমোহন

3790. চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয় ?

ক) সমকাল
খ) দিগদর্শন
গ) সন্দেশ
ঘ) সবুজপত্র

3791. লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?

ক) সাধু ও চলিত
খ) সাধু ও আঞ্চলিক
গ) লেখ্য ও আঞ্চলিক
ঘ) আঞ্চলিক ও সর্বজনীন

3792. কোনটি মানুষের সেক্স লিঙ্কড রোগ নয়?

ক) রাতকানা
খ) ডায়াবেটিস
গ) বর্নান্ধতা
ঘ) হিমোফিলিয়া

3793. থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক) মা-বাবা উভয়ের কাছ থেকে জিন পায়
খ) বাবা অথবা মায়ের কাছ থেকে জিন পায়
গ) কোনো উপসর্গ দেখায় না
ঘ) কেবলমাত্র জিনের বাহক হিসেবে কাজ করে

3796. যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাঁধা পায় তাকে বলে?

ক) Epistatic gene
খ) Hypostatic gene
গ) Lethal gene
ঘ) Complementary gene

3798. কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে?

ক) রাইবোজোম
খ) সেন্ট্রিওল
গ) ক্রোমোজোম
ঘ) নিউক্লিওলাস

3799. কোনটি বংশগতির প্রধান উপাদান?

ক) ক্রোমোজোম
খ) সেন্ট্রোজোম
গ) লাইসোজোম
ঘ) নিউক্লিওলাস

3800. বংশগতিবিদ্যার জনক কে?

ক) লিনিয়াস
খ) আয়াটসন
গ) ডারউইন
ঘ) মেন্ডেল

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore