বিষয়ঃ Other

351. ডাকার কোন দেশের রাজধানী?

ক) সেনেগাল
খ) ইথিওপিয়া
গ) চাঁদ
ঘ) নাইজার

352. ওলন্দাজরা কখন ভারতে আসেন?

ক) ১৬০২ সালে
খ) ১৫০২ সালে
গ) ১৬০৫ সালে
ঘ) ১৫৮০ সালে

353. বঙ্গভঙ্গ কি ধরণের সংস্কার?

ক) প্রশাসনিক সংস্কার
খ) সামাজিক সংস্কার
গ) অর্থনৈতিক সংস্কার
ঘ) কাঠামোগত সংস্কার

354. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস

355. ভারতবর্ষে প্রথম ভাইসরয় নির্বাচিত হন?

ক) লর্ড ক্লাইভ
খ) লর্ড ডালহৌসি
গ) লর্ড ব্যান্টিঙ্ক
ঘ) লর্ড ক্যানিং

356. স্বত্ববিলোপনীতি আরোপ করেন?

ক) কর্ণওয়ালিশ
খ) ওয়েলেসলি
গ) ডালহৌসি
ঘ) ক্লাইভ

357. অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন?

ক) লর্ড ক্লাইভ
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ওয়ারেন বাফেট
ঘ) লর্ড ক্লাইভ

358. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

ক) ১৯০৫ সালে
খ) ১৯১৬ সালে
গ) ১৯২৩ সালে
ঘ) ১৯১১ সালে

359. ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন?

ক) ওয়ারেন হেস্টিংস
খ) লর্ড ক্লাইভ
গ) শেরশাহ
ঘ) লর্ড কর্নওয়ালিশ

360. ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গর্ভনর ছিলো?

ক) ওয়ারেন হেস্টিংস
খ) লর্ড রিপন
গ) লর্ড কার্টিয়ার
ঘ) লর্ড কর্নওয়ালিশ

361. দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?

ক) শের শাহ
খ) আকবর
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব

363. Surgeon ' এর পরিভাষা

ক) শল্য চিকিৎসক
খ) দন্ত চিকিৎসক
গ) অস্থি চিকিৎসক
ঘ) সার্জেন্ট

364. Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ?

ক) চলচ্চিত্র
খ) জীবনবৃত্তান্ত
গ) প্রতিচিত্র
ঘ) পটভূমি

365. Chancellor'-এর পরিভাষা কোনটি?

ক) আচার্য
খ) উপাচার্য
গ) অধ্যক্ষ
ঘ) প্রাধ্যক্ষ

366. নিচের কোনটি পারিভাষিক শব্দ ?

ক) টপর
খ) গাছ
গ) মন্ত্রিপরিষদ
ঘ) বালতি

367. Obligatory' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ?

ক) অনুগত
খ) বাধ্যতামূলক
গ) বাধিত করা
ঘ) শপথ গ্রহণ

368. postage' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

ক) দরখাস্ত
খ) ডাকসংক্রান্ত
গ) ডাকহরকরা
ঘ) ডাকমাশুর

369. Excise duty -র পরিভাষা কোনটি?

ক) অতিরিক্ত কর
খ) আবগারি শুল্ক
গ) অর্পিত দায়িত্ব
ঘ) অতিরিক্ত কর্তব্য

370. Allocation শব্দের বাংলা পরিভাষা-

ক) বরাদ্দ
খ) বরাদ্দকারী
গ) মঞ্জুর
ঘ) অনুদান

371. ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-

ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনাহীন
ঘ) চেতনাপ্রবাহ

372. কোন বানানটি শুদ্ধ নয় ?

ক) ব্রাহ্মন
খ) উষ্ণ
গ) কঙ্কন
ঘ) বাণ

377. নিচের কোনটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

ক) মাস্টার
খ) পোশাক
গ) জিনিস
ঘ) পোস্ট মাস্টার

378. মাণিক্য' শব্দে 'ণ' বসেছে ণ-ত্ব বিধানের কোন নিয়মে?

ক) ম বর্গের পরে ণ হয়
খ) ক বর্ণ এবং ম বর্ণের মাঝে ণ হয়।
গ) ক বর্ণের পূর্বেণ হয়
ঘ) স্বভাবতই ণ হয়

379. নিচের কোন শব্দগুচ্ছ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান অনুসারে সঠিক?

ক) বর্ণনা ,সুষমা , লবণ
খ) ব্রাহ্মণ, কষ্ট , পোষাক
গ) ঘণ্টা, দ্বেষ, ক্রন্দণ
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস

380. ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) নির্নিমেষ
খ) রুগ্‌ণ
গ) পরিবহণ
ঘ) অপরাহ্ন

381. ণ-ত্ব' ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয় ?

ক) দেশি
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা

383. ণ-ত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) নির্নিমেষ
খ) রুগ্‌ণ
গ) পরিবহণ
ঘ) অপরাহ্ন

384. কোন বানানটি খাঁটি ষ-ত্ব বিধানের উদাহরণ?

ক) ষোড়শ
খ) ভূষণ
গ) স্পষ্ট
ঘ) বিশেষণ

385. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) শব্দতত্ত্ব
গ) বাক্যতত্ত্ব
ঘ) অর্থতত্ত্ব

386. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় -

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে

387. বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন কোনটি?

ক) ধরিত্রী সম্মেলন
খ) স্টকহোম সামিট
গ) বিশ্ব টেকশই উন্নয়ন সম্মেলন
ঘ) বিশেষ পরিবেশ সম্মেলন

388. বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

ক) সুন্দরবন
খ) কঙ্গো রেইনফরেস্ট
গ) ব্ল্যাক ফরেস্ট
ঘ) আমাজান

389. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ডোভার প্রণালী
খ) বেরিং প্রণালী
গ) মালাক্কা প্রণালী
ঘ) পক প্রণালী

390. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে-

ক) লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
খ) জাপান সাগর ও ভূমধ্যসাগরক
গ) জিব্রাল্টার ও লোহিত সাগরকে
ঘ) ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে

391. কোন প্রণালী আফ্রিককে ইউরোপ থেকে আলাদা করেছে?

ক) মালাক্কা
খ) পানামা
গ) বেরিং
ঘ) জিব্রাল্টার

392. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন্ প্রণালী?

ক) পক
খ) জিব্রাল্টার
গ) হরমুজ
ঘ) বেরিং

393. ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

ক) মেক্সিকো ও গ্রিনল্যান্ড
খ) উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড
গ) উত্তর সাগর ও বেরিং সাগর
ঘ) মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর

394. যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী?

ক) ডোভার
খ) পক
গ) বেরিং
ঘ) জিব্রাল্টার

395. তিয়েন ইয়েনমেন স্কোয়ার কোথায়?

ক) ইস্তানবুল
খ) তাসখন্দ
গ) বেইজিং
ঘ) কুনসিং

396. কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?

ক) পাকিস্তান ও ইরান
খ) জাপান ও ফিলিপাইন
গ) মিয়ানমার ও রাশিয়া
ঘ) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

397. স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

ক) নরওয়ে ও সুইডেন
খ) নরওয়ে ও যুক্তরাজ্য
গ) সুইডেন ও যুক্তরাজ্য
ঘ) নওরয়ে ও জার্মানি

399. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?

ক) টাইগ্রিস
খ) নীল
গ) ইউফ্রেটিস
ঘ) সিন্ধু

400. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ?

ক) আফ্রিকা
খ) ইউরোপ
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) এশিয়া

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore