বিষয়ঃ Other

45401. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস ?

ক) পুতুল নাচের ইতিকথা
খ) দেবদাস
গ) পদ্মা মেঘনা যমুনা
ঘ) কাঁদো নদী কাঁদো

45402. which of the following SAARC countries does not have its embassy in Bangladesh ?

ক) Indian
খ) Pakistan
গ) Afghanistan
ঘ) Try your self

45403. where is the head office of the Asian Clearing Union (ACU) located?

ক) Iran
খ) Japan
গ) Singapur
ঘ) Soudi Arabia

45404. 'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) প + যন্ত
খ) পর্য + অন্ত
গ) পরি + অন্ত
ঘ) পর্য + ন্ত

45405. Who designed the National Emblem of Bangladesh ?

ক) Zainul Abedin
খ) SM Sultan
গ) Quamrul Hassan
ঘ) Murtaza Bashir

45407. In which districts is the 'Tanguar haor' located?

ক) Chittagong
খ) Natore
গ) Sylhet
ঘ) Sunamganj

45408. সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়_

ক) প্রকৃতি ও প্রত্যয়ে
খ) সন্ধি ও উপসর্গে
গ) ক্রিয়াপদ ও সর্বনামে
ঘ) বিশেষ্য ও বিশেষণে

45410. 'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) কল্পনা
খ) অলৌকিক
গ) লৌকিক
ঘ) বাস্তব

45411. মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?

ক) গীতিকাব্য
খ) নাট্যকাব্য
গ) পত্রকাব্য
ঘ) মহাকাব্য

45412. Who is the President of the National Assembly of Bangladesh ?

ক) President
খ) Prime minister
গ) Chief whip
ঘ) Speaker

45414. 'কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) জাহানামা ইমাম
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

45415. Comparative শব্দটির পরিভাষা হলো __

ক) সাম্যবাদ
খ) তুলনামূলক
গ) প্রতিযোগিতা
ঘ) খেসারত

45416. OIC was established in __

ক) 1967
খ) 1968
গ) 1969
ঘ) 1970

45417. পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন?

ক) টাঙ্গাইল
খ) ফরিদপুর
গ) চট্রগ্রাম
ঘ) মুন্সিগঞ্জ

45418. What are the full forms of the a.m and p.m?

ক) ante merideam and pre meridieam
খ) after meridieim and post meridieam
গ) ante meridiem ad post meidiem
ঘ) ante midaight and post midnightm

45419. কোনটি শুদ্ধ বানান ?

ক) অভ্যন্তরীন
খ) আভ্যন্তরীণ
গ) অভ্যন্তরীণ
ঘ) আভ্যন্তরীন

45421. ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?

ক) দণ্ডকারণ্য
খ) চিঠি
গ) কবর
ঘ) রক্তাক্ত প্রান্তর

45422. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' এ গানটির রচয়িতা কে?

ক) আবদুল গাফফার চৌধুরী
খ) সৈয়দ শামসুল হক
গ) মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ) আবু হেনা মোস্তফা কামাল

45423. ' পদ্মানদীর মাঝি' কার উপন্যাস ?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু

45424. ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?

ক) খাঁটি বাংলা
খ) তৎসম
গ) বিদেশি
ঘ) দেশি

45425. কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?

ক) শিবমন্দির
খ) মহাশ্মশান
গ) বিরহ বিলাপ
ঘ) অশ্রুমালা

45426. . where does Rakhain tribe mainly lives in Bangladesh?

ক) Rangamati
খ) Bandarban
গ) Bogra
ঘ) Patuakhali

45427. Who invented the genomics of jute?

ক) Makshudul Alam
খ) Kudrat -E-Khuda
গ) Abed Chowdhury
ঘ) Muhammad Alam

45428. International Women's Day is celebrated on:

ক) 14th February
খ) 4th April
গ) 8th March
ঘ) 22th November

45429. নিশীথ সূর্যের দেশ কোনটি?

ক) জাপান
খ) নরওয়ে
গ) ডেনমার্ক
ঘ) সিংগাপুর

45430. . বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?

ক) চট্রগ্রাম
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) কক্সবাজার

45431. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক) জন্ডিস
খ) হাম
গ) এইডস
ঘ) ডিপথেরিয়া

45432. ঈস্ট কি?

ক) ভাইরাস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) শৈবাল

45433. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ক) চট্রগ্রাম
খ) বগুড়া
গ) রাজশাহী
ঘ) সোনারগাঁও

45437. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) নিউইর্য়ক
খ) ওয়াশিংটন ডিসি
গ) ডেট্রয়েট
ঘ) ডালাস

45438. বাংলাদেশের কোন অঞ্চলকে বার আউলিয়ার দেশ বলা হয়?

ক) সিলেট
খ) রাজশাহী
গ) চট্রগ্রাম
ঘ) বাগেরহাট

45440. রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল__

ক) আরাকান
খ) চন্দ্রদ্বীপ
গ) মগরাজ্য
ঘ) ইয়াঙ্গুন

45441. দহগ্রাম কোন জেলায় অবস্থিত?

ক) পঞ্চগড়
খ) লালমনিরহাট
গ) কুড়িগ্রাম
ঘ) ঠাকুরগাঁও

45443. মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?

ক) আফ্রিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া
ঘ) ইউরোপ

45444. 5x -3y = 9, 3x -5y =-1 হলে, x,y = ?

ক) (2,3)
খ) (2,1)
গ) (3,1)
ঘ) (3,2)

45445. সার্কভুক্ত দেশ কয়টি?

ক) ৭ টি
খ) ৮টি
গ) ৯ টি
ঘ) ১০ টি

45447. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমেদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) ক্যাপ্টেন মনসুর আলী

45448. ১৬৯ সংখ্যাটির বর্গমূল কত?

ক) ১৪
খ) ১৩
গ) ১১
ঘ) ১৯

45449. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) তানভির হাসান
খ) কামরুল হাসান
গ) শামসুর রহমান
ঘ) হামিদুর রহমান

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore