বিষয়ঃ Other

45951. 'রবীন্দ্র' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রবী + ঈন্দ্র
খ) রবী + ইন্দ্র
গ) রবি + ইন্দ্র
ঘ) রবি + ঈন্দ্র

45952. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?

ক) শ্রী চৈতন্যদেব
খ) শ্রীকৃষ্ণ
গ) আদিনাথ শিব
ঘ) মীননাথ

45953. 'কবর' নাটক কোন পটভূমিতে রচিত?

ক) ঊনসত্তরের গণ-অভ্যুত্থান
খ) বায়ান্নর ভাষা আন্দোলন
গ) বাষট্রির ছাত্র আন্দােলন
ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ

45954. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গনিকা, শোনিত
গ) গননা, গণিকা, শোনিত
ঘ) গণনা, গনিকা, শোসিত

45956. বাংলাদেশে বর্তমানে কি পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?

ক) ১৮ ট্রিলিয়ন ঘন ফুট
খ) ১২ ট্রিলিয়ন ঘন ফুট
গ) ২ ট্রিলিয়ন ঘন ফুট
ঘ) ১৫ ট্রিলিয়ন ঘন ফুট

45957. গঠন অনুসারে বাক্য কত প্রকার?

ক) ২ প্রকার
খ) ৫ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ৪ প্রকার

45958. 'সবুজপত্র' প্রকাশিত হয় _

ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১৪
ঘ) ১৯২১

45960. . 'Speed money' refers to __

ক) bride
খ) black money
গ) hard_earned
ঘ) percentage of

45962. co2-এর আণবিক ভর কত?

ক) ৩৩
খ) 44
গ) 12
ঘ) 22

45963. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) ব্যাংকক
খ) ্কুয়ালালাম্পুর
গ) টোকিও
ঘ) ম্যানিলা

45964. The phrase 'out of the words' means __

ক) out of the way
খ) out of the bush
গ) out of the jungle
ঘ) free from difficulties

45965. নিচের কোন এককটি বড়?

ক) মিটার
খ) ডেকামিটার
গ) হেক্টোমিটার
ঘ) ডেসিমিটার

45966. The phrase ' out of the words ' means_

ক) out of the way
খ) out of the bush
গ) out of the jungle
ঘ) free from difficulties

45967. কোনটি বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?

ক) নূরলদীনের সারাজীবন
খ) রক্তাক্ত প্রান্তর
গ) শর্মিষ্ঠা
ঘ) একেই কি বলে সভ্যতা?

45968. Down with the tyrant! 'down' is a /an

ক) verb
খ) adjective
গ) noun
ঘ) preposition

45969. ঐতিহাসিক 'ছয়দফা' আনুষ্ঠানিক ভাবে কোথায় ঘোষনা করা হয়?

ক) লাহোর
খ) রাওয়ালপিন্ডি
গ) ঢাকা
ঘ) করাচি

45970. Put a correct word in the gap : Man is the ___ of his own fate.

ক) architecture
খ) architectural
গ) architect
ঘ) archer

45971. which one is a noun?

ক) acceptable
খ) accepted
গ) acceptance
ঘ) acception

45972. ফরাসী বিপ্লব কোন সালে সংঘটিত হয়?

ক) ১৭৭৮
খ) ১৭৫০
গ) ১৭৮৯
ঘ) ১৭৭০

45973. The passive form of the sentence 'do not open the door' is _

ক) let not the door be opened
খ) Let not the door open
গ) let not the door open
ঘ) let not the door opened

45975. what kind of noun is 'committee' ?

ক) abstract
খ) proper
গ) collective
ঘ) common

45976. 'India Wins Freedom' --গ্রন্থটির লেখক কে?

ক) জওহরলাল নেহেরু
খ) মাওলানা মুহাম্মদ আলী
গ) সৈয়দ আমীর আলী
ঘ) মৌলানা আবুল কালাম আজাদ

45977. The adjective form of 'sympathy' is __

ক) sympathetically
খ) sympathetic
গ) sympathize
ঘ) sympathy

45978. A person who knows several foreign languages well is called__

ক) spokesman
খ) linguist
গ) geologist
ঘ) polyglot

45979. চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কি?

ক) টলুইন
খ) গ্লুকোজ
গ) ক্যাফেইন
ঘ) টেনিন

45980. 'Bad blood' means _

ক) impure blood
খ) poisonous
গ) enmity
ঘ) friendship

45981. The antonym of 'diligent' is __

ক) cheap
খ) simply
গ) indolent
ঘ) garrulous

45982. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন্তন্ত্র কবে গৃহীত ও পাস হয়?

ক) ১৯৭২ সালের ১০ এপ্রিল
খ) ১৯৭২ সালের ১২ এপ্রিল
গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ঘ) ১৯৭২ সালের ৪ নভেম্ব্র

45983. Divulge' অর্থ

ক) অল্প পরিমাণ
খ) প্রকাশ করা
গ) বেশি পরিমাণ
ঘ) ছড়িয়ে দেয়া

45984. He talks as if he __ everything

ক) had known
খ) knows
গ) is knowing
ঘ) Try your self

45985. ভিটামিন 'সি' এর অভাবে কোন ধরনের রোগ হয়?

ক) রিকেট
খ) বেরিবেরি
গ) রাতকানা
ঘ) স্কার্ভি

45986. 'Speed money' refers to __

ক) bride
খ) black money
গ) hard -earned
ঘ) Try your self

45987. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

ক) ১৯৪৭ সালের ২৩ জুন
খ) ১৯১৫ সালের ১৫ মার্চ
গ) ১৯৪১ সালের ২৮ জুলাই
ঘ) ১৯১৮ সালের ১১ নভেম্ব্র

45988. what does the phrase 'give in ' mean ?

ক) complete
খ) surrender
গ) give away
ঘ) distribute

45989. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্ত্র এর নাম কি?

ক) জেলা পরিষদ
খ) ইউনিয়ন পরিষদ
গ) উপজেলা পরিষদ
ঘ) সিটি কর্পোরেশন

45990. ____ as fast as she could, she managed to arrive on time.

ক) being driver
খ) driver
গ) having driving
ঘ) driving

45991. which is the correct spelling ?

ক) pulitser
খ) pulitzer
গ) pulithzer
ঘ) pulitzher

45992. 'পক প্রণালী' কোন দুটি দেশকে পৃথক করেছে?

ক) ভারত ও পাকিস্তান
খ) মরোক্ক ও স্পেন
গ) ইরাক ও ওমান
ঘ) ভারত ও শ্রীলংকা

45993. choose the correctly spelt word.

ক) leisure
খ) lesiure
গ) liesure
ঘ) leasure

45995. The verb form of ' memory ' is __

ক) memorize
খ) memorable
গ) memorably
ঘ) memorily

45996. মালোয়েশিয়ার প্রথম প্রধানমন্রী কে ছিলেন?

ক) আব্দুল্লাহ আহমদ বাদাবি
খ) মাহাথির বিন মহাম্মদ
গ) টুংকো আব্দুর রহমান পুত্র আল হজ
ঘ) টুন আব্দুল রাজ্জাক আল হোসেন

45997. The word 'popularize' is __

ক) adjective
খ) verb
গ) Noun
ঘ) Adverb

45999. পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

ক) রক্তাক্ত প্রান্তর
খ) পরাক্রম
গ) বিদ্রোহী পদ্মা
ঘ) নীল দর্পন

46000. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯২২সালে
খ) ১৯২৩সালে
গ) ১৯২০সালে
ঘ) ১৯২১ সালে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore