বিষয়ঃ Other

46101. 'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন?

ক) যৌগিক বাক্য
খ) খন্ড বাক্য
গ) সরল বাক্য
ঘ) জটিল বাক্য

46102. 'ধন্ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা'--গানের রচয়িতা কে ?

ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ) অতুল মুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম

46103. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?

ক) বিষবৄৄৄক্ষ
খ) রাজসিংহ
গ) কপালকুন্ডলা
ঘ) দুর্গেশনন্দিনী

46104. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভুমি---

ক) ৫২ এর ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) পলাশীর যুদ্ধ
ঘ) পানিপথের যুদ্ধ

46105. 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে ?

ক) সৈয়দ সুলতান
খ) আলাওল
গ) বিদ্যাপতি
ঘ) সাবিরিদ খা

46106. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?

ক) সমরজিৎ রায় চৌধুরী
খ) কায়ুম চৌধুরী
গ) তারিক সুজাত
ঘ) সমর মজুমদার

46107. Net Enrollment ratio (NER) বলতে কী বোঝায়?

ক) নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীদের শিক্ষাস্তর সমাপনের হার
খ) নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিতি
গ) নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীদের বিদ্যালয়ের ভর্তির হার
ঘ) নির্দিষ্ট বয়সসীমার শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার

46108. যুগসন্দ্বিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে?

ক) বিহারীলাল চক্রবর্তী
খ) নবীনচন্দ্র সেন
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ) মাইকেল মধুসূদন দত্ত

46109. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে-

ক) নয়নতারা
খ) বিজয়বসন্ত
গ) নববাবু বিলাস
ঘ) দুর্গেশনন্দিনী

46110. 'Whom do you want?- the correct passive for of this sentence will be -

ক) whom is wanted by you?
খ) Who is wanted by you ?
গ) By whom are you wanted?
ঘ) By whom you are wanted ?

46111. সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?

ক) খাতা
খ) সভা
গ) পাখি
ঘ) ঢাকা

46112. "প্রত্যেক শিশুই কোন না কোন বিষয়ে বুদ্ধিমান" -কথাটি কার তত্ত্বে পাওয়া যায়?

ক) জ্যাঁ পিয়াজেঁ
খ) প্যাভলভ
গ) হাওয়ার্ড গার্ডনার
ঘ) স্কিনার

46113. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?

ক) গীতালি
খ) মরীচিকা
গ) কনকাঞ্জলি
ঘ) হোমশিখা

46114. একীভূত শিক্ষার মূল লক্ষ্য কী?

ক) শিক্ষক একীভূত প্রশিক্ষণ নিশ্চিতকরণ
খ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় অংশগ্রহণের সুযোগ
গ) সকল শিক্ষার্থীর স্বতন্ত্র শিখনচাহিদা পূরণ
ঘ) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কার্যকর শিখন

46115. ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?

ক) আমার ভায়ের রক্তে রাঙ্গানো
খ) কাদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি
গ) স্মৃতির মিনার
ঘ) বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা

46117. আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?

ক) আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
খ) অন্য ঘরে অন্য স্বর
গ) দোজখের ওম
ঘ) চিলেকোঠার সেপাই

46118. নব্য সাক্ষর ব্যক্তির সাক্ষরতা ধরে রাখার জন্য কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক) আনন্দ বিদ্যালয়
খ) গ্রাম শিক্ষা মিলন কেন্দ্র
গ) গণবিদ্যালয়
ঘ) শিখন কেন্দ্র

46119. সুয়েজ খাল কোথায় অবস্থিত?

ক) মিশর
খ) কুয়েত
গ) মরেক্কো
ঘ) ইরাক

46121. The synonym of the word 'beginner ' is -

ক) adroit
খ) fresh
গ) novice
ঘ) expert

46122. নিচের কোন বানানটি সঠিক?

ক) সাক্ষ্যরতা
খ) স্বক্ষ্যরতা
গ) সাক্ষরতা
ঘ) স্বাক্ষরতা

46123. Alfred Jennyson is a -

ক) dramatist
খ) painter
গ) novelist
ঘ) poet

46124. 'অহি-নকুল' শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?

ক) প্রত্যয়
খ) সমাস
গ) সন্ধি
ঘ) উপসর্গ

46127. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানটি কার রচনা?

ক) আবদুল গাফফার চৌধুরী
খ) আলতাফ মাহমুদ
গ) মোহাম্মদ মনিরুজ্জামান
ঘ) আবু হেনা মোস্তাফা কামাল

46128. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) সন্ধ্যাসংগীত
খ) কবিকাহিনী
গ) জন্মদিনে
ঘ) সোনার তরী

46130. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক) দিল্লী
খ) ইসলামাবাদ
গ) ঢাকা
ঘ) কাঠমুন্ডু

46132. মুক্তিযুদ্ধভিত্তিক রচিত শওকত ওসমানের উপন্যাস কোনটি?

ক) নেত্রপথ
খ) চৌরসন্ধি
গ) ডিগবাজী
ঘ) জলাঙ্গী

46133. আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?

ক) রাশিয়া
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) কানাডা

46134. যদি x একটি পূর্ণ ঋণাত্মক সংখ্যা হয় এবং হয়, তবে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?

ক) y একটি জোড় সংখ্যা
খ) y একটি বেজোড় সংখ্যা
গ) y একট বেজোড় সংখ্যা
ঘ) y একটি ধনাত্মক বেজোড় সংখ্যা

46135. . A specialist in eye disease is called a/an

ক) Optician
খ) Neurologist
গ) Cardiologist
ঘ) Ophthalmologist

46138. কোন জন 'চযাপদে'র পদকর্তা?

ক) শবরপা
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) ভারতচন্দ্র

46140. নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত হয়েছে?

ক) বিদ্বান
খ) মুহুর্ত
গ) আকাংখা
ঘ) রাবন

46141. A fantasy is -

ক) a history -record
খ) a real -life event
গ) an imaginary story
ঘ) a funny film

46142. 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"- এই উক্তিটি কার?

ক) বিদ্যাপতি
খ) রাম কৃষ্ণ পরমহংস
গ) চণ্ডীদাস
ঘ) বিবেকানন্দ

46147. একীভূত শিক্ষার লক্ষ্যদল কারা ?

ক) ঝুঁকিপূর্ণ শিশু
খ) সকল শিশু
গ) প্রতিবন্ধী শিশু
ঘ) সুবিধাবঞ্চিত শিশু

46148. 'A cock and bull story ' means __ .

ক) a tragedy
খ) a false story
গ) an animal story
ঘ) a story about a cock and a bull .

46149. বহুল আলোচিত ব্যক্তি জামাল খাসোগি কে ছিলেন?

ক) একজন সাংবাদিক
খ) সাহিত্যিক ু
গ) একজন রাজনীতিবিদ
ঘ) বিজ্ঞানী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore