বিষয়ঃ Other

47502. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে?

ক) শামসুর রহমান
খ) হাসান হাফিজুর রহমান
গ) রফিক আজাদ
ঘ) আল মাহমুদ

47503. তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) তৃষ্ণা + আর্ত
খ) তৃষ্ণা + ঋত
গ) তৃষ্ণা + ষ্ণর্ত
ঘ) তৃষ্ণা + রিত

47505. 'Do or die' is a/an sentence .

ক) simple
খ) complex
গ) compound
ঘ) interrogative

47506. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ডি.এল.রায়
গ) অতুল প্রসাদ
ঘ) আবুল লতিফ

47507. She spoke as though she (know ) all.

ক) had know
খ) had known
গ) know
ঘ) knows

47508. কোন উপাদানের ঘাটতির কারণে ডায়াবেটিস রোগ হয়?

ক) বিলিরুটিন
খ) মেলানিন
গ) ইনসুলিন
ঘ) হিমোগ্লোবিন

47509. ডিমের সাদা অংশে থাকে -

ক) ভিটামিন সি
খ) অ্যালবুমিন
গ) গ্লুকোজ
ঘ) লিনোলিক এসিড

47510. 'পুতুল নাচের ইতিকথা ' উপন্যাসটি কার রচনা?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) বুদ্ধদেব বসু
গ) জহির রায়হান
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

47511. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ?

ক) অক্কা পাওয়া
খ) কেউকেটা
গ) কান পাতলা
ঘ) কেতাদুরস্ত

47512. What is the synonym of hasten ?

ক) hurry
খ) hurried
গ) hurrying
ঘ) hasty

47513. Choose the correct one.

ক) He asked me why did I go there
খ) He asked me why have you gone there
গ) He asked me why I had done it
ঘ) He asked me why I had do it .

47514. ঈশা খাঁ কে ছিলেন?

ক) দিল্লির বাদশাহ
খ) বাংলার বারো ভূঁইয়ার একজন
গ) সুবেহ বাংলার শাসক
ঘ) মুর্শিদাবাদের নবাব

47515. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

ক) জুপিটর
খ) ভেনাস
গ) মার্করী
ঘ) নেপচুন

47517. IDA বলতে কী বোঝেন?

ক) International Development Authority
খ) Inland Development Authority
গ) Inland Development Authority
ঘ) International Development Association

47518. 'পুত্র' এর সমার্থক শব্দ কী?

ক) প্রসূন
খ) আত্মজ
গ) অদ্রি
ঘ) বামা

47519. বঙ্গবন্ধু 'অস্থায়ী সংবিধান আদেশ' কবে ঘোষণা করেন?

ক) ৪ নভেম্বর, ১৯৭২
খ) ১০ জানুয়ারি, ১৯৭২
গ) ১১ জানুয়ারি , ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

47520. 'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির ঔপন্যাসটির ঔপন্যাসিক কে?

ক) শহীদুল্লা কায়সার
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) শওকত আলী
ঘ) রিজিয়া রহমান

47522. দেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

ক) এশিয়াটিক সোসাইটি
খ) বাংলা একাডেমি
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) শিল্পকলা একামেডি

47523. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক) শ্রীকৃষ্ণকীর্তন
খ) মনসামঙ্গল
গ) চণ্ডীমঙ্গল
ঘ) চর্যাপদ

47524. He works hard . Here 'hard' is a/an

ক) noun
খ) adjective
গ) adverb
ঘ) pronoun

47525. হলে , এর মান কত?

ক) 4
খ) 3
গ) 2
ঘ) 1

47526. ' He heard her sing.' The passive voice of the sentence is -

ক) She was heard to sing by him
খ) She was heard sing by him
গ) She is heard to sing
ঘ) She was heard to be sung

47527. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

ক) ২০ অনুচ্ছেদে
খ) ২১ অনুচ্ছেদে
গ) ২২ অনুচ্ছেদে
ঘ) ২৩ অনুচ্ছেদে

47528. বাস্তব সংখ্যার সেট R গঠিত হয় -

ক) { 1, 2,3, ,5.....}
খ) {-
গ) {Q U Q'}
ঘ) {

47529. ' বিরিশিরি' কোথায় অবস্থিত?

ক) কিশোরগঞ্জ
খ) নেত্রকোনা জেলায়
গ) শেরপুর জেলায়
ঘ) সিলেট জেলায়

47530. The number of boys present in the function - satisfactory .

ক) was
খ) have
গ) were
ঘ) have been

47531. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -

ক) ভূমি উচ্চতামা
খ) ভূমি উচ্চতামচ
গ) দৈর্ঘ্য প্রস্থ্ব
ঘ) ২(দৈর্ঘ্য উচ্চতা )

47532. আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?

ক) ইন্দোনেশিয়া
খ) কাজাখস্তান
গ) সুদান
ঘ) তুর্কমেনিস্তান

47533. কোনটি সংস্কৃত উপসর্গ?

ক) পরা
খ) অনা
গ) অঘা
ঘ) আব

47534. She is named ...... her grandmother . Full in the blank with

ক) after
খ) to
গ) about
ঘ) according

47535. কোনটি তুর্কি শব্দ?

ক) চা
খ) দারোগা
গ) চিনি
ঘ) রিক্সা

47536. ১ কিলোগ্রাম কত পাউন্ডের সমান?

ক) ২ পাউন্ড
খ) ২.৩২ পাউন্ড
গ) ২.২০ পাউন্ড
ঘ) ১.৯৮ পাউন্ড

47540. কোনটি তৎসম শব্দ নয়?

ক) চন্দ্র
খ) সূর্য
গ) ভবন
ঘ) ডিঙ্গা

47541. কোন রং বেশি দূর থেকে দেখা যায়?

ক) সাদা
খ) কালো
গ) লাল
ঘ) হলুদ

47542. নিম্নের কোনটি বাংলাদেশের ছিটমহল?

ক) দহগ্রাম
খ) জাফলং
গ) তিন বিঘা করিডোর
ঘ) কোনটিই নয়

47543. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি?

ক) কুহক
খ) নন্দিত নরকে
গ) আগুনের পরশমণি
ঘ) যোগাযোগ

47544. The room is untidy. Here untidy means .....

ক) loose
খ) tight
গ) messy
ঘ) mess

47545. . থিওরি অব রিলেটিভিটির প্রণেতা কে?

ক) আলবার্ট আইনস্টাইন
খ) চার্লস ডারউইন
গ) আইজ্যাক নিউটন
ঘ) আন্দ্রে শাখারভ

47546. Which of the following is correct?

ক) bussiness
খ) buseness
গ) business
ঘ) busyness

47548. কোন আলোকরশ্মি ত্বকে ভিটামিন 'ডি' তৈরিতে সাহায্য করে?

ক) আলফা রশ্মি
খ) এক্স রশ্মি
গ) বিটা রশ্মি
ঘ) আলট্রা-ভায়োলেট রশ্মি

47549. 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) জীবনানন্দ দাশ
গ) জসীম উদ্দীন
ঘ) ফররুখ আহমদ

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore