বিষয়ঃ Other
49701. ‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
49702. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু ?
49705. ‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?
49710. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
49711. বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় ---
49713. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত ----
49715. বায়ূ দূষণের জন্য প্রধানত দায়ী---
49718. ডাউন সিনড্রোম' বলতে বুঝানো হয় ---
49719. সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
49720. বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত?
49721. বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
49722. . সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়াছে?
49724. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন ---
49727. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় --
49728. উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
49729. সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় ?
49730. ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
49732. বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
49734. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
49736. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
49741. দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী হলে একটিকে অপরটির কী কোণ বলে?
49742. 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
49744. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ,এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত ?
49745. একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৪১৫ হয়। সংখ্যাটি কত?
49748. বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭ ------ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
49749. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
49750. একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত?