টপিকঃ ১০-৪৫ বিসিএস প্রশ্ন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 100 questions total

1. প্যারীচাঁদ মিত্রের "আলালের ঘরের দুলাল" প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?

ক) ১৮৫৮ সালে
খ) ১৮৬৮ সালে
গ) ১৮৪৮ সালে
ঘ) ১৮৭৮ সালে
Note :
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি কথ্য বা চলিত রীতির ব্যবহারে একটি মাইলফলক।

2.

'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক।'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

ক) পদান্বয়ী অব্যয়
খ) অনুসর্গ অব্যয়
গ) অনন্বয়ী অব্যয়
ঘ) অনুকার অব্যয়
Note :

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।

যেমন: তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'
প্রদত্ত উদাহরণে ‘তো’ হলো অনন্বয়ী অব্যয়, যা অন্য কোনো বাক্য বা পদের সাথে সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে আবেগসূচক ভাব প্রকাশ করেছে।

3. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

ক) ব্রজবুলি
খ) বাংলা
গ) সংস্কৃত
ঘ) হিন্দি
Note :
মধ্যযুগের বৈষ্ণব পদাবলি সাহিত্য । কবি যশোরাজ খান ব্রজবুলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করেন। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে গঠিত একটি কৃত্রিম সাহিত্যিক ভাষা যা পদাবলি রচনায় ব্যবহৃত হতো।

4. কোনটি কবি জৈনুদ্দীনের কাব্যগ্রন্থ?

ক) রসুলবিজয়
খ) মক্কা বিজয়
গ) রসুলচরিত
ঘ) মক্কানামা
Note :
রসুলবিজয়' কবি জৈনুদ্দীনের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের সভাকবি ছিলেন। মক্কা বিজয় বা রসুলচরিত অন্য কবির রচনা।

5. তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু- এই কবিতাংশটির রচয়িতা কে?

ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Note :
ঊনবিংশ শতাব্দীর বাংলা কবিতা সম্পর্কিত। এই বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতাংশটির রচয়িতা যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি নীলকরদের অত্যাচার নিয়ে লেখা 'নীলকর' কবিতায় ব্রিটিশ রানীকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেন।

6. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

ক) স্বরবৃত্ত ছন্দ
খ) অক্ষরবৃত্ত ছন্দ
গ) মাত্রাবৃত্ত ছন্দ
ঘ) গৈরিশ ছন্দ
Note :
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ হলো মূলত অক্ষরবৃত্ত ছন্দেরই একটি নব রূপ। তিনি অক্ষরবৃত্ত ছন্দের অন্ত্যমিল বা চরণের শেষের মিল তুলে দিয়ে এই নতুন ছন্দের সৃষ্টি করেন যা বাংলা কাব্যে বৈপ্লবিক পরিবর্তন আনে।

7. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

ক) মানোএল দ্য আসসুম্পসাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Note :
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস বিষয়ক। পর্তুগিজ পাদ্রি মানোএল দ্য আসসুম্পসাঁও ১৭৩৪ সালে পর্তুগিজ ভাষায় সর্বপ্রথম বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করেন। এটি রোমান হরফে লিসবন থেকে মুদ্রিত হয়।

8. 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
খ) জসীমউদ্দীনকে
গ) রবীন্দ্রানাথ ঠাকুরকে
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
Note :
মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধ 'জীবন ও বৃক্ষ' থেকে নেওয়া। প্রবন্ধে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি ও বৃক্ষপ্রেমের কারণে তাঁকে 'তপোবন প্রেমিক' বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথের অনেক রচনায় তাঁর এই প্রকৃতিপ্রেমের সুস্পষ্ট ছাপ পাওয়া যায়।

9. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

ক) সাবিরিদ খাঁ
খ) দৌলত উজির বাহরাম খাঁ
গ) সৈয়দ সুলতান
ঘ) সৈয়দ নূরুদ্দীন
Note :
মধ্যযুগের বাংলা সাহিত্যের যুদ্ধকাব্য বা জঙ্গনামা বিষয়ক। সাবিরিদ খাঁ দৌলত উজির বাহরাম খাঁ এবং সৈয়দ সুলতান সকলেই যুদ্ধকাব্য রচনা করেছেন। কিন্তু সৈয়দ নূরুদ্দীন মূলত পীর-পাঁচালির কাহিনি বা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।

10. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?

ক) পাঞ্জাবি
খ) ফরাসি
গ) গ্রিক
ঘ) স্প্যানিশ
Note :
বাংলা শব্দভাণ্ডারের উৎস বিষয়ক। আরবি 'কলম' শব্দটি গ্রিক 'কলমোস' (Kalamos) শব্দ থেকে এসেছে। এটি ভাষার ইতিহাসে শব্দের বিবর্তন ও এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দ প্রবেশের একটি উদাহরণ।

11. 'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্রন্থটি কার লেখা?

ক) আবুল ফজল
খ) আবদুল কাদির
গ) জাহানারা ইমাম
ঘ) মুশতারি শফী
Note :
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'দুর্দিনের দিনলিপি' হলো আবুল ফজলের লেখা একটি স্মৃতিগ্রন্থ। মুক্তিযুদ্ধকালীন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এই গ্রন্থে স্থান পেয়েছে।

12. উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

ক) অ
খ) আ
গ) ই
ঘ) এ
Note :
বাংলা স্বরধ্বনির শ্রেণিবিভাগ । জিহ্বার অবস্থানের উচ্চতা ও অগ্র-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। 'এ' ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে ওপরে ও নিচের মাঝামাঝি অর্থাৎ উচ্চ-মধ্য অবস্থানে থাকে। তাই এটি একটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি।

13. 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

ক) যুগ-বাণী
খ) রাজবন্দির জবানবন্দি
গ) দুর্দিনের যাত্রী
ঘ) রুদ্র-মঙ্গল
Note :
আমার পথ' প্রবন্ধটি তাঁর বিখ্যাত প্রবন্ধ সংকলন 'রুদ্র-মঙ্গল' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যুগ-বাণী বা দুর্দিনের যাত্রী তাঁর অন্য প্রবন্ধগ্রন্থ হলেও এই প্রবন্ধটি রুদ্র-মঙ্গলের অন্তর্ভুক্ত।

14. শচীশ, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

ক) চতুরঙ্গ
খ) চার অধ্যায়
গ) নৌকাডুবি
ঘ) ঘরে-বাইরে
Note :
শচীশ দামিনী ও শ্রীবিলাস তাঁর 'চতুরঙ্গ' উপন্যাসের প্রধান চরিত্র। এই উপন্যাসটি চারটি ভিন্ন ভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে বর্ণিত হয়েছে।

15. 'বিদ্যাসাগর ও বাঙালীসমাজ' গ্রন্থের রচয়িতা কে?

ক) বিনয় ঘোষ
খ) সুবিনয় ঘোষ
গ) বিনয় ভট্টাচার্য
ঘ) বিনয় বর্মণ
Note :
বিদ্যাসাগর ও বাঙালীসমাজ' গ্রন্থটির রচয়িতা হলেন গবেষক ও প্রাবন্ধিক বিনয় ঘোষ। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের ওপর একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ।

16. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note :
কৃদন্ত পদের (ক্রিয়ামূলের সাথে কৃৎ প্রত্যয় যুক্ত পদ) পূর্ববর্তী পদকে উপপদ বলা হয়। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন- জলে চরে যা = জলচর এখানে 'জলে' হলো উপপদ।

17. মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?

ক) গো-জীবন
খ) ইসলামের জয়
গ) এর উপায় কী
ঘ) বসন্তকুমারী নাটক
Note :
মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্মের বিষয়বস্তু । তাঁর 'গো-জীবন' প্রবন্ধে হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে গরু কোরবানি নিয়ে যে বিরোধ ছিল তার সমাধানের পথ অনুসন্ধান করা হয়েছে। এটি তাঁর অসাম্প্রদায়িক চেতনার পরিচায়ক।

18. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) পান-ব্যবসায়ী
খ) পর্ণকার
গ) তামসিক
ঘ) বারুই
Note :
তাম্বুল' শব্দের অর্থ পান। তাই 'তাম্বুলিক' শব্দের অর্থ পান-ব্যবসায়ী বা পর্ণকার বা বারুই। কিন্তু 'তামসিক' শব্দের অর্থ তমোগুণসম্পন্ন বা অলস বা ক্রোধপরায়ণ। তাই তামসিক শব্দটি তাম্বুলিকের সমার্থক নয়।

19. স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর
Note :
বাংলা অক্ষর বা দল বিশ্লেষণ বিষয়ক। যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে এবং উচ্চারণের সময় টেনে লম্বা করা যায় তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন 'আ-মি' শব্দে 'আ' এবং 'মি' দুটিই মুক্তাক্ষর।

20. 'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

ক) কুটিল
খ) জটিল
গ) গরল
ঘ) বক্র
Note :
বাংলা শব্দভাণ্ডারের বিপরীতার্থক শব্দ বিষয়ক। 'সরল' শব্দের বিপরীত শব্দ হতে পারে 'কুটিল' 'জটিল' বা 'বক্র'। কিন্তু 'গরল' শব্দের অর্থ বিষ যার বিপরীত শব্দ হলো অমৃত। তাই গরল সরল শব্দের বিপরীতার্থক নয়।

21. 'তোমার নাম কী?' - এখানে 'কী' কোন প্রকারের পদ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ
Note :
বাংলা ব্যাকরণের পদ প্রকরণ । এখানে 'কী' শব্দটি বিশেষ্য পদের (নাম) পরিবর্তে বসে প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়েছে। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হওয়ায় এটি একটি প্রশ্নবাচক সর্বনাম পদ।

22. 'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

ক) সৈয়দ শামসুল হক
খ) শামসুর রাহমান
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আহসান হাবীব
Note :
বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান। ১৯৮৭ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে উৎসর্গ করে তিনি এই বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থটি রচনা করেন।

23. নিচের কোনটি যৌগিক শব্দ?

ক) প্রবীণ
খ) জেঠামি
গ) সরোজ
ঘ) মিতালি
Note :
যেসকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই থাকে তাদের যৌগিক শব্দ বলে। 'মিতালি' (মিতা+আলি) শব্দের অর্থ মিতার ভাব যা ব্যবহারিক অর্থের সাথে মিলে যায়। প্রবীণ ও সরোজ যোগরূঢ় এবং জেঠামি রূঢ়ি শব্দ।

24. 'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
Note :
গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা কবি জয়দেব ছিলেন সেন বংশের রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম। তাঁর কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক।

25. আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

ক) গাইবান্ধায়
খ) বগুড়ায়
গ) ঢাকায়
ঘ) সিরাজগঞ্জে
Note :
সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের জীবনী সম্পর্কিত। তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও তাঁর পৈতৃক নিবাস ছিল বগুড়া জেলায়।

26. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

ক) ১০ বছর
খ) ১২ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৬ বছর
Note :
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সাহিত্যকর্ম । রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র ১৬ বছর বয়সে 'ভিখারিণী' গল্পটি রচনার মাধ্যমে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এটিই বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প হিসেবে বিবেচিত হয়।

27. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

ক) ধ্বনি দৃশ্যমান
খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
ঘ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
Note :
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বিষয়ক। ধ্বনি হলো ভাষার উচ্চারিত রূপ যা শ্রবণযোগ্য কিন্তু দৃশ্যমান নয়। ভাষার লিখিত রূপকে বর্ণ বলে যা দৃশ্যমান। সুতরাং 'ধ্বনি দৃশ্যমান' বাক্যটি সঠিক নয়।

28. 'ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' - মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) মুহম্মদ শহীদুল্লাহ
গ) মুহম্মদ এনামুল হক
ঘ) সুকুমার সেন
Note :
ভাষা ও চিন্তার সম্পর্ক বিষয়ক একটি বিখ্যাত উক্তি । এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন প্রখ্যাত ভাষাবিদ ও সাহিত্য গবেষক ড. সুকুমার সেন। এর দ্বারা বোঝানো হয়েছে যে ভাষা কেবল চিন্তা প্রকাশ করে না বরং চিন্তার জন্মও দেয়।

29. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Note :
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক সাহিত্যিক গদ্যের স্রষ্টা বলা হয়। তিনিই প্রথম বাংলা গদ্যে যতিচিহ্নের সঠিক ব্যবহার করেন এবং গদ্যকে প্রাঞ্জল ও শিল্পরূপ দান করেন।

30. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

ক) প্রবোধচন্দ্র বাগচী
খ) যতীন্দ্রমোহন বাগচী
গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ) প্রণয়ভূষণ বাগচী
Note :
ড. প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন। এটি চর্যাপদের পাঠোদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

31. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?

ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) ভুল নেই
Note :
বাক্যটিতে তিনটি ভুল আছে। সঠিক বানানগুলো হলো 'সুনামির' (সুনামীর নয়) 'তাণ্ডবে' (তান্ডবে নয়) এবং 'সর্বস্বান্ত' (সর্বশান্ত নয়)। তাই সঠিক উত্তর তিনটি।

32. 'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?

ক) পদ
খ) পদমর্যাদা
গ) মাত্রা
ঘ) উচ্চতা
Note :
ইংরেজি 'Rank' শব্দের উপযুক্ত বাংলা পরিভাষা হলো 'পদমর্যাদা' যা কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থান বা গুরুত্ব নির্দেশ করে। 'পদ' এর ইংরেজি 'post' এবং 'মাত্রা'র ইংরেজি 'dimension'।

33. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ) শিরোচ্ছেদ, দারিদ্রদ্র্য, সমীচিন
গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা. সমীচীন
Note :
বাংলা বানানের শুদ্ধতা যাচাই বিষয়ক। অপশন 'ক' তে থাকা তিনটি শব্দই—শিরশ্ছেদ (শিরঃ + ছেদ) দরিদ্রতা এবং সমীচীন—বানানের নিয়ম অনুসারে সঠিক। অন্যান্য অপশনের এক বা একাধিক বানান ভুল থাকায় সেগুলো গ্রহণযোগ্য নয়।

34. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

ক) ইছামতি
খ) মেঘমল্লার
গ) মৌরিফুল
ঘ) যাত্রাবদল
Note :
ইছামতি' একটি বিখ্যাত উপন্যাস যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এটি কোনো গল্পগ্রন্থ নয়। অন্যদিকে মেঘমল্লার মৌরিফুল এবং যাত্রাবদল তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ।
You've reached the free limit!

You can only see 100 questions with free access.

Login to upgrade