টপিকঃ কোণ

বিষয়

গণিত

Free Access - Limited to 10 questions total

1.

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

ক) ১ টি
খ) ২ টি
গ) ৩টি
ঘ) ৪ টি
Note :

একটি সরলরেখা ১৮০ ডিগ্রী। তাই তার উপর লম্ব আঁকলে ২ সমকোন হবে।

2.

দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রী হলে অপরটির মান কত?

ক) 55
খ) 120
গ) 180
ঘ) 155
Note :

পূরক কোণ: যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° এর সমান হয়, তবে কোণ. দুইটিকে পরস্পরের পূরক কোণ বলে এবং একটিকে অপরটির পূরক বলে।

3.

৯০ ডিগ্রীর কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?

ক) ৯০ ডিগ্রী
খ) ১৮০ ডিগ্রী
গ) ০ ডিগ্রী
ঘ) ২৭০ ডিগ্রী
Note :

দুটি কোণের সমষ্টি ১৮০° হলে কোণদ্বয়কে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। সুতরাং, ৯০° কোণের সম্পূরক কোণ হচ্ছে ১৮০° - ৯০° = ৯০°

4.

৫৫° কোণের পূরক কোণের পরিমান কত?

ক) 55
খ) 35
গ) 45
ঘ) 50
Note :

৫৫° কোণের পুরক কোণের পরিমাণ
= (৯০ - ৫৫) °
= ৩৫°

5.

সমকোণী ত্রিভূজের অপর কোণদ্বয়-

ক) 55ডিগ্রী, 35ডিগ্রী
খ) 35ডিগ্রী, 45ডিগ্রী
গ) 45ডিগ্রী, 55ডিগ্রী
ঘ) 55ডিগ্রী, 60ডিগ্রী
Note :

সমকোণী  ত্রিভুজের অপর কোণদ্বয়ের সমষ্টি ৯০ ডিগ্রি এখানে, ৫৫ ডিগ্রি   +   ৩৫ ডিগ্রি   = ৯০ ডিগ্রি ∴ অপর কোণদ্বয় ৫৫ ডিগ্রি, ৩৫ ডিগ্রি।

6.

A ও B পরস্পর সম্পূরক কোণ। কোণ A= ১২০ ডিগ্রি হলে কোণ B= কত?

ক) ৫০ ডিগ্রী
খ) ৬০ ডিগ্রী
গ) ৭০ ডিগ্রী
ঘ) ৮০ ডিগ্রী
Note :

আমরা জানি, সম্পূরক(A + B) কোণের মান ১৮০°

দেওয়া আছে, কোণ

A = ১২০°

অতএব, কোণ B = (১৮০ - ১২০)° = ৬০°

7.

দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?

ক) সসম্পূরক কোণ
খ) পূরক কোণ
গ) সরল কোণ
ঘ) স্থুলকোণ
Note :

পূরককোণ (Complementary angle) : দুইটি কোণের সমষ্টি যখন 90° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে

8.

একটি ঘনকের সমকোণের সংখ্যা কত?

ক) 4
খ) 8
গ) 16
ঘ) 24
Note :

একটি ঘনকের ৬ টি তল ও ৮ টি সমকোণ বিদ্যমান।

9.

দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?

ক) সন্নিহিত কোণ
খ) সরলকোণ
গ) পূরককোণ
ঘ) সম্পূরক কোণ
Note :

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

10.

ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?

ক) ৯০ ডিগ্রী
খ) ১২০ ডিগ্রী
গ) ১৫০ ডিগ্রী
ঘ) ১৮০ ডিগ্রী
Note :

ধাপে ধাপে হিসাব করি—

ঘড়ির পূর্ণ বৃত্ত = 360°

মোট ঘণ্টা = 12 ⇒ প্রতিটি ঘণ্টার কোণ = 360° ÷ 12 = 30°

মিনিটের কাঁটা যখন ১২টার ঘরে থাকে (অর্থাৎ ০ মিনিটে), তখন সেটা উপরের দিকে 0° অবস্থায় থাকে।

৭টার সময় মিনিট কাঁটা থাকে ১২টার ঘরে (0 মিনিটে), আর ঘণ্টার কাঁটা থাকে ৭-এর ঘরে।

ঘণ্টার কাঁটা ৭-এর ঘরে মানে: 7 × 30° = 210°

অতএব দুই কাঁটার মধ্যে কোণ = 210° – 0° = 210°

কিন্তু ঘড়িতে সর্বনিম্ন কোণ ধরা হয়।
⇒ ছোট কোণ = 360° – 210° = 150°

✅ উত্তর: 150°

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade