টপিকঃ বাক্য
1. কোনটি শুদ্ধ বানান?
2. ‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য?
3. ‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র!’ - কোন বাক্য?
4. অস্তিবাচক বাক্য-
5. কোনটি অস্তিবাচক বাক্য?
6. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে-
7. ‘সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।‘- কোন ধরনের বাক্য?
8. “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।” এটি কোন ধরনের বাক্য?
9. বাক্যের দুটি অংশ থাকে -
10. ‘ছোট কিন্তু রসে ভরা’- বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে-
11. বাক্যের তিনটি গুণ কি কি?
12. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
13. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?
14. মিশ্র বাক্যের অপর নাম কি?
15. ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না’-এখানে ঋণ কী?
16. “বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র”- এটি কোন ধরনের বাক্য?
17. খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি। এটি কোন ধরনের বাক্য?
18. ‘ভাল ফলের চেষ্টা কর।’ এটি কোন ধরনের বাক্য?
19. ‘অরণ্যে রোদন’ না বলে ‘বনে ক্রন্দন’ বললে বাক্যটি কি হারাবে?
20. “যিনি উপকার করেন, তাকে সবাই শ্রদ্ধা করেন”- কোন ধরনের বাক্য?
21. কোনটি যৌগিক বাক্য?
22. ‘বসে থাকো’- এটি কোন ধরনের বাক্য?
23. বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হলো-
24. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটি একটি-
25. ‘তবু না বলা কথাটি সবাই মেনে নেয়’- বাক্যটির নেতিবাচক রূপ-
26. মা-বাবার সেবা কর। এটি কী ধরনের বাক্য?
27. “কে কোথা হইতে শব্দ করিতেছে, তাহাও জানিবার উপায় নাই।” - কোন শ্রেণির বাক্য?
28. ‘বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম।’ গঠন অনুসারে বাক্যটি যে ধরনের-
29. ‘তুই যেতে পারবি না।’ বাক্যটির অস্তিবাচক রূপ নিচের কোনটি?
30. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
31. সরল বাক্যে রূপান্তর কর-‘যদি আমার কথা না শুন, ভবিষ্যতে অনুতাপ করবে’।
32. একটি বাক্যে ‘যোগ্যতা’ বলতে বোঝায়-
33. ‘যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে’-
34. ‘এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না’- এটি কোন শ্রেণির বাক্য?
35. ‘আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি।’ এটি কোন জাতীয় বাক্য?
36. শুদ্ধ রূপটি চিহ্নিত করুন-
37. ‘আপনি যাকে ঘৃণা করছেন সে গরিব বটে, কিন্তু লোভী নয়’- এটি কোন ধরনের বাক্য?
38. “গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর।”- এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি?
39. “মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।”- কোন ধরনের বাক্য?
40. ‘আসত্তি’ শব্দের অর্থ-
41. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে।’- বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?
42. নিচের কোনটি সরল বাক্য তা চিহ্নিত করুন।
43. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত?
44. অর্থানুসারে বাক্য কয় প্রকার?
45. ‘তার ধন আছে কিন্তু বিদ্যা নাই’ - গঠন অনুযায়ী বাক্যটি কোন শ্রেণির?
46. কোনটি সরল বাক্য?
47. কোন বাক্যশটি গুরুচণ্ডালী দোষযুক্ত?
48. বাংলা ভাষায় গুরুচণ্ডালী দোষ মানে হলো-
49. “সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।”- কোন শ্রেণির বাক্য?
50. “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।”-এটি কোন ধরনের বাক্য?