টপিকঃ বিভিন্ন শব্দের প্রতিশব্দ/শব্দার্থ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 50 questions total

1. 'অংস' শব্দটির অর্থ-

ক) কাঁধ
খ) তরবারি
গ) কাঁসা
ঘ) ভাগ
Note :
অংস শব্দের অর্থ হলো স্কন্ধ বা কাঁধ।

2. 'জঞ্জাল' এর প্রতিশব্দ-

ক) স্তূপ
খ) আবর্জনা
গ) বাঁধ
ঘ) জঙ্গল
Note :
জঞ্জাল মানে হলো আবর্জনা বা ঝামেলা বা বিশৃঙ্খলা।

3. 'অলীক' শব্দের অর্থ কি?

ক) কপাল
খ) স্বপ্ন
গ) হাচী
ঘ) মিথ্যা
Note :
অলীক শব্দের অর্থ যা সত্য নয় বা বাস্তব নয়; তাই এর সঠিক অর্থ মিথ্যা বা কল্পনাপ্রসূত; কপাল বা স্বপ্ন ভিন্ন অর্থ বহন করে।

4. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সোজা
খ) বঙ্ক
গ) নম্রতা
ঘ) ঋষি
Note :
ঋজু শব্দের অর্থ হলো সোজা বা সরল; এর বিপরীত শব্দ হলো বক্র বা বাঁকা।

5. 'পনস' কোন ফলের নাম?

ক) কাঁঠাল
খ) আমড়া
গ) তাল
ঘ) আখরোট
Note :
পনস একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ কাঁঠাল।

6. 'কালকুট' শব্দের অর্থ-

ক) ইন্দ্রদত্তা
খ) সংবাদদত্তা
গ) তীব্র বিষ
ঘ) তীব্র শীত
Note :
কালকুট হলো সমুদ্র মন্থনে উঠে আসা তীব্র হলাহল বা বিষ; তাই অর্থ তীব্র বিষ।

7. 'অশরণ' শব্দটির অর্থ-

ক) ভোজন
খ) আশ্রয়হীন
গ) চঞ্চল
ঘ) শংকা
Note :
অশরণ মানে যার কোনো শরণ বা আশ্রয় নেই; অর্থাৎ নিরাশ্রয় বা আশ্রয়হীন।

8. 'কুক্কুট' শব্দের অর্থ-

ক) মোরগ
খ) কুকুর
গ) কোকিল
ঘ) কাক
Note :
কুক্কুট মানে হলো মোরগ বা বনমোরগ।

9. 'প্রতীতি' শব্দের অর্থ-

ক) অনাস্থা
খ) বিশ্বাস
গ) প্রকৃতপক্ষে তিথি
ঘ) প্রকৃত অতিথি
Note :
প্রতীতি মানে হলো দৃঢ় বিশ্বাস বা ধারণা বা জ্ঞান।

10. 'অবিহিত' শব্দের অর্থ-

ক) অনুচিত
খ) কথিত
গ) ঘুষিত
ঘ) যথাযোগ্য
Note :
অবিহিত মানে যা বিহিত নয় বা অনুচিত বা অন্যায়।

11. 'সম্মার্জন' শব্দের অর্থ কী?

ক) সম্মান করা
খ) মেজে ঘষে পরিষ্কার করা
গ) সম্মান না করা
ঘ) সম্মান প্রদর্শন
Note :
সম্মার্জন মানে ঘষেমেজে পরিষ্কার করা বা ধোয়া-মোছা।

12. 'চঞ্চু' শব্দের অর্থ-

ক) নাক
খ) মুখ
গ) ঠোঁট
ঘ) গলা
Note :
চঞ্চু মানে পাখির ঠোঁট।

13. 'সারমেয়' শব্দের অর্থ-

ক) হরিণ
খ) খরগোস
গ) কুকুর
ঘ) সারস
Note :
সরমা (কুকুর জননী) এর সন্তান অর্থে কুকুরকে সারমেয় বলা হয়।

14. 'সম্মার্জনী' শব্দের অর্থ কোনটি?

ক) ঝাঁটা
খ) মার্জন
গ) সহজে অর্জন
ঘ) শ্রমের মূল্য
Note :
সম্মার্জনী মানে যা দিয়ে পরিষ্কার বা মার্জনা করা হয়; অর্থাৎ ঝাড়ু বা ঝাঁটা।

15. 'ইনকিলাব' শব্দের অর্থ কী?

ক) চিরজীবী
খ) বিপ্লব
গ) আন্দোলন
ঘ) সন্ন্যাস
Note :
ইনকিলাব একটি আরবি শব্দ যা রাজনৈতিক স্লোগানে ব্যবহৃত হয়; এর অর্থ বিপ্লব বা আমূল পরিবর্তন।

16. 'মাধবী' অর্থ-

ক) মধুকর
খ) মধুমালতী
গ) বাসন্তী ফুল
ঘ) মধুময়
Note :
মাধবী হলো এক ধরণের লতা বা ফুল যা বাসন্তী লতা বা মধুমালতী নামেও পরিচিত।

17. 'হরিৎ' অর্থ-

ক) হলুদ
খ) লাল
গ) সবুজ
ঘ) নীল
Note :
হরিৎ একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ সবুজ বর্ণ; যেমন- হরিৎ ক্ষেত্র (সবুজ মাঠ)।

18. কোনটি সঠিক নয়?

ক) অলিক - অলীক
খ) কূজন - কুজন
গ) অশ্ব - অশ্ম
ঘ) অবিরাম - অভিরাম
Note :
অশ্ব (ঘোড়া) এবং অশ্ম (পাথর) সম্পূর্ণ ভিন্ন শব্দ; এরা সমার্থক বা জোড় নয়।

19. 'সাম্য' শব্দের অর্থ-

ক) সময়
খ) সমতা
গ) সাহায্য
ঘ) সহিষ্ণুতা
Note :
সাম্য মানে সমান অবস্থা বা সমতা।

20. 'সওগাত' শব্দের অর্থ-

ক) উপহার
খ) তিরস্কার
গ) শেষ চাঁদ
ঘ) মেঘ
Note :
সওগাত একটি তুর্কি/ফারসি শব্দ যার অর্থ উপহার বা ভেট।

21. 'পরশ্ব' শব্দটি অর্থ কী?

ক) পরশু
খ) কোকিল
গ) পরের ধন
ঘ) পার্শ্ববর্তী
Note :
পরশ্ব মানে হলো আগামী পরশু বা গত পরশু; কালের নির্দেশক।

22. 'সন্তরি সমুদ্র উর্মি' - এখানে 'সন্তরি' শব্দের অর্থ -

ক) উত্তাল
খ) গভীর
গ) সাঁতার কাটা
ঘ) সাদা
Note :
সন্তরি মানে সন্তরণ করে বা সাঁতার কেটে।

23. নিচের কোনটি 'জুঁই'-এর সমার্থক শব্দ?

ক) প্রসূন
খ) ইয়াসমিন
গ) জাফ রান
ঘ) বেলি
Note :
জুঁই ফুলের আরবি/ফারসি প্রতিশব্দ হলো ইয়াসমিন।

24. 'অবলীলা' শব্দের অর্থ কী?

ক) খেলাধুলা
খ) স্বাচ্ছন্দ্য
গ) অবহেলা
ঘ) অনুশোচনা
Note :
অবলীলা বলতে বোঝায় কোনো প্রকার কষ্ট বা আড়ষ্টতা ছাড়া কাজ করা; অর্থাৎ স্বাচ্ছন্দ্য বা সহজভাবে কোনো কিছু করা।

25. 'বনস্পতি' শব্দটির সমার্থক শব্দ কোনটি?

ক) অশ্বত্থ
খ) বনমালী
গ) বিটপী
ঘ) কাঠরা
Note :
বনস্পতি বলা হয় সেই সব বৃক্ষকে যাদের ফুল না হয়েই ফল হয় (যেমন বট, অশ্বত্থ); তাই অশ্বত্থ বনস্পতির উদাহরণ।

26. 'নান্দী' শব্দের অর্থ কী?

ক) স্তুতি
খ) সিংহাসন
গ) আহ্বান
ঘ) অলঙ্করণ
Note :
নান্দী মানে হলো নাটকের শুরুতে দেবদেবীর স্তুতি বা মঙ্গলাচরণ।

27. 'শ্মশ্রু' এর অর্থ কী?

ক) দাড়িগোঁফ
খ) শাশুড়ি
গ) শত্রু
ঘ) অশ্রু
Note :
শ্মশ্রু মানে দাড়ি ও গোঁফ।

28. 'গিরিসংকট' শব্দের অর্থ কি?

ক) পর্বতের গিরি
খ) পর্বত
গ) পার্বত্য ব্যবস্থা
ঘ) পাহাড় চূড়া
Note :
গিরিসংকট (Mountain pass) হলো পাহাড় বা পর্বতের মধ্য দিয়ে সরু ও দুর্গম পথ।

29. 'না-ওয়াকিফ' অর্থ-

ক) আকস্মিক
খ) অজ্ঞাত
গ) অলক্ষ্যে
ঘ) ভাবুক
Note :
ওয়াকিফহাল মানে যে জানে; আর না-ওয়াকিফ মানে যে জানে না বা অজ্ঞাত বা অনভিজ্ঞ।

30. 'কুশপুত্তলি' শব্দের আভিধানিক অর্থ-

ক) কোনো ব্যক্তির প্রতীক মূর্তি
খ) কুশনির্মিত মানব পুতুল
গ) খেলনার পুতুল
ঘ) কুশকায় পদার্থ
Note :
কুশপুত্তলি হলো কুশ (এক ধরণের ঘাস) দিয়ে তৈরি কারো প্রতীকী পুতুল যা সাধারণত দাহ করার জন্য বানানো হয়।

31. 'অগ্নি-সহ' শব্দের অর্থ-

ক) ধূমপানের উপকরণ
খ) দেয়াশলাই
গ) যাতে আগুন লাগে
ঘ) যা আগুনে পোড়ে না
Note :
অগ্নি-সহ মানে যা আগুন সহ্য করতে পারে বা আগুনে পুড়ে নষ্ট হয় না; এটি একটি বিশেষণ পদ।

32. 'অনিকেত' শব্দের অর্থ কি?

ক) অল্পস্বামী
খ) গায়ক
গ) গৃহহীন
ঘ) সুন্দর
Note :
নিকেত বা নিকেতন মানে গৃহ; এর পূর্বে 'অ' যুক্ত হয়ে অনিকেত গঠিত হয়েছে যার অর্থ যার কোনো নির্দিষ্ট গৃহ বা বাড়ি নেই।

33. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?

ক) নিষ্ঠা
খ) সংযম
গ) সততা
ঘ) সদাচার
Note :
শিষ্টাচার মানে ভদ্র আচরণ বা সদাচার বা মার্জিত ব্যবহার।

34. 'অনুবন্ধ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অনুরোধ
খ) সানুগ্রহ
গ) সূত্রপাত
ঘ) অটুট
Note :
অনুবন্ধ শব্দের অর্থ অনুরোধ বা আবদার বা উপরোধ; তাই প্রদত্ত অপশনগুলোর মধ্যে অনুরোধ শব্দটিই সঠিক সমার্থক শব্দ; সূত্রপাত মানে শুরু যা প্রাসঙ্গিক নয়।

35. কোনটি শুদ্ধ বানান?

ক) শকট
খ) শকেট
গ) সকেট
ঘ) সকট
Note :
সঠিক বানান হলো শকট (তালব্য-শ); যার অর্থ গাড়ি।

36. 'স্রবণ' শব্দের অর্থ হলো-

ক) অনুধাবন
খ) ক্ষরণ
গ) ক্ষুদ্রদ্বার
ঘ) অভিনিবেশ
Note :
স্রবণ বা শ্রবণ (বানানভেদে) অর্থ চুঁয়ে পড়া বা ক্ষরণ হওয়া।

37. 'বীজন' শব্দের অর্থ কী?

ক) পাখা
খ) জনহীন
গ) বীজবপন
ঘ) মন্দজন
Note :
বীজন মানে বাতাস করা বা পাখা।

38. 'উত্তরী' শব্দের অর্থ কী?

ক) চাদর
খ) কুয়াশা
গ) সমীর
ঘ) উত্তর দিক
Note :
উত্তরী বা উত্তরীয় হলো শরীরের উপরের অংশে পরিধান করার চাদর বা বস্ত্র।

39. 'জুলমাত' শব্দের অর্থ কী?

ক) অন্ধকার
খ) অবিচার
গ) অনাচার
ঘ) অত্যাচার
Note :
জুলমাত আরবি শব্দ যার অর্থ অন্ধকার বা আঁধার।

40. 'আভরণ' শব্দের অর্থ কী?

ক) অলংকার
খ) আচ্ছাদন
গ) রমণীয়
ঘ) অনবরত
Note :
আভরণ মানে যা দিয়ে নিজেকে সাজানো হয় অর্থাৎ গহনা বা অলঙ্কার।

41. 'বোয়াক' শব্দের অর্থ হলো-

ক) চৌকাঠ
খ) দাওয়া
গ) দরজা
ঘ) জানালা
Note :
বোয়াক মানে হলো বারান্দা বা দাওয়ি বা ঘরের সামনের খোলা চত্বর।

42. 'ঊর্ণনাভ' - শব্দটি দিয়ে বোঝায়-

ক) টিকটিকি
খ) তেলাপোকা
গ) উইপোকা
ঘ) মাকড়সা
Note :
ঊর্ণনাভ মানে যে নাভি দিয়ে জাল বোনে; অর্থাৎ মাকড়সা।

43. 'অনুযোগ' শব্দের অর্থ কী?

ক) বিরক্তি
খ) আক্ষেপ
গ) নালিশ
ঘ) আন্তরিকতা
Note :
অনুযোগ মানে হলো কারো বিরুদ্ধে কোনো বিষয়ে অভিযোগ বা নালিশ জানানো; বিরক্তি বা আক্ষেপ অনুযোগের কারণ হতে পারে কিন্তু সরাসরি অর্থ নয়।

44. 'অস্থি' শব্দের অর্থ কী?

ক) হাড়
খ) মজ্জা
গ) মাংস
ঘ) রক্ত
Note :
অস্থি একটি তৎসম শব্দ যার অর্থ হাড়।

45. 'গৃধ্র' শব্দের অর্থ-

ক) লোভী
খ) গাধা
গ) শকুন
ঘ) টিকটিকি
Note :
গৃধ্র শব্দের অর্থ হলো শকুন; যারা মৃতদেহ ভক্ষণ করে।

46. 'বদান্যতা' শব্দের অর্থ কী?

ক) বড় ঘরের লোক
খ) অন্যের অনিষ্ট করার ইচ্ছা
গ) দানশীলতা
ঘ) গানের এক প্রকার রাগিনী
Note :
বদান্যতা মানে হলো দান করার প্রবৃত্তি বা উদারতা বা দানশীলতা।

47. 'কর্তৃত্ব' এর প্রতিশব্দ-

ক) করায়ত্ত
খ) ক্ষমতা
গ) দাপট
ঘ) কোনোটিই নয়
Note :
কর্তৃত্ব মানে হলো প্রভুত্ব বা আধিপত্য বা ক্ষমতা প্রয়োগের অধিকার; তাই ক্ষমতা এর প্রতিশব্দ।

48. 'দাদুরি' শব্দের অর্থ-

ক) পিতামহী
খ) আদুরে মেয়ে
গ) অবাধ্য বালিকা
ঘ) ব্যাঙ
Note :
দাদুরি শব্দের অর্থ হলো ব্যাঙ; বর্ষাকালে যার ডাক শোনা যায়।

49. 'ক্রোশ' শব্দের অর্থ কী?

ক) ক্ষোভ
খ) রাগ
গ) আড়াআড়ি
ঘ) দুই মাইল
Note :
ক্রোশ হলো দূরত্বের পরিমাপক; এক ক্রোশ সমান প্রায় দুই মাইল বা সোয়া তিন কিলোমিটার।

50. 'পন্নগ' মানে-

ক) এক প্রকার বন্যযন্ত্র
খ) এক ধরণের বিষধর সাপ
গ) মণি বিশেষ
ঘ) পাখির রাজা গরুড়
Note :
পন্নগ মানে যে বুকে ভর দিয়ে চলে, অর্থাৎ সাপ।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade