টপিকঃ বিভিন্ন শব্দের প্রতিশব্দ/শব্দার্থ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 50 questions total

1. কোনটি 'উচাটন' শব্দের সমার্থক শব্দ?

ক) উৎপাটন
খ) উৎকণ্ঠা
গ) উদ্দীপন
ঘ) বন্ধনহীন
Note :
উচাটন মানে মনের অস্থিরতা বা উদ্বেগ; তাই এর সমার্থক শব্দ হলো উৎকণ্ঠা।

2. 'অভিরাম' - এর সমার্থক শব্দ কোনটি?

ক) অভিভূত
খ) রমণীয়
গ) সাদৃশ্য
ঘ) অভিরুচি
Note :
অভিরাম মানে যা দেখতে সুন্দর বা রমণীয় বা মনোহর।

3. শুদ্ধ বানান কোনটি?

ক) পল্বল
খ) পল্লল
গ) পলাল
ঘ) পল্লোল
Note :
পল্বল মানে ছোট ডোবা বা পুকুর; সঠিক বানান প-ল-এ ব-ফলা-ল।

4. 'আচমন'-এর সমার্থক হলো-

ক) স্নিগ্ধ
খ) আবীয়
গ) প্রক্ষালন
ঘ) অবহেলা
Note :
আচমন হলো ধর্মীয় কাজের আগে হাত-মুখ ধোয়ার রীতি; তাই এর সমার্থক শব্দ প্রক্ষালন বা ধৌতকরণ।

5. 'উলেমা' শব্দের অর্থ-

ক) সূর্য
খ) নক্ষত্র
গ) জ্ঞানী
ঘ) গোঁড়া
Note :
উলেমা হলো 'আলিম' শব্দের বহুবচন; ইসলামি শাস্ত্রে পণ্ডিত বা জ্ঞানীদের উলেমা বলা হয়।

6. 'জগৎশেঠ' শব্দের অর্থ কী?

ক) একটি নাম
খ) ধনী শাসক
গ) লগ্নির ব্যবসায়ী
ঘ) জৈন সম্প্রদায়
Note :
জগৎশেঠ মুঘল আমলের একটি উপাধি যা অত্যন্ত ধনী ব্যাংকার বা লগ্নিকারীদের দেওয়া হতো; তারা ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী।

7. 'নিকুঞ্জ' শব্দের সঠিক অর্থ কোনটি?

ক) খেলার মাঠ
খ) পাখির বাসা
গ) খড়ের ঘর
ঘ) বাগান
Note :
নিকুঞ্জ মানে হলো লতাপাতায় ঘেরা স্থান বা বাগান বা উপবন।

8. 'আমার কধঁধার আমি'। এ বাক্যের 'কধঁধার' শব্দের অর্থ-

ক) অভিভাবক
খ) চাকরিদাত
গ) কান্ডারি
ঘ) জমির মালিক
Note :
এখানে 'কধঁধার' সম্ভবত 'কর্ণধার' বোঝাতে চাওয়া হয়েছে; কর্ণধার মানে নৌকার মাঝি বা নেতা বা কান্ডারি।

9. সমার্থক নয় - এমন শব্দগুচ্ছ সনাক্ত করুন-

ক) অরবিন্দ/কুবলয়/পুণ্ডরীক
খ) কুক্কুর/কুক্কুরী/সারমেয়
গ) জামা/ভার্যা/সহধর্মিণী
ঘ) মগ/সরণি/সড়ক
Note :
কুক্কুর (কুকুর) ও সারমেয় সমার্থক কিন্তু কুক্কুরী (স্ত্রীলিঙ্গ) ভিন্ন লিঙ্গ; তাই এটি পুরোপুরি সমার্থক গুচ্ছ নয়।

10. 'অবিদিত' শব্দের অর্থ কী?

ক) জানা
খ) অজানা
গ) বেদনা
ঘ) অস্থির
Note :
বিদিত মানে যা জানা আছে; এর আগে 'অ' উপসর্গ যুক্ত হয়ে অবিদিত গঠিত হয়েছে যার অর্থ অজানা বা অজ্ঞাত।

11. 'প্রাচী' শব্দের অর্থ কী?

ক) প্রাচীর
খ) পূর্বকালের
গ) দীর্ঘকায়
ঘ) পূর্বদিক
Note :
প্রাচী মানে পূর্ব দিক; আর প্রতীচী মানে পশ্চিম দিক।

12. 'অবিরাম' শব্দের অর্থ কি?

ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
Note :
অবিরাম মানে যার বিরাম বা বিরতি নেই; অর্থাৎ অনবরত।

13. 'কারকিত' শব্দের অর্থ-

ক) কৃষিজমি
খ) কৃষিকর্ম
গ) নিষ্কর জমি
ঘ) কৃষিজীবী
Note :
কারকিত শব্দটি ফারসি থেকে এসেছে যার অর্থ চাষাবাদ বা কৃষিকাজ।

14. 'কুজ্ঝটিকা' শব্দের অর্থ হলো-

ক) কুয়াশা
খ) ঝঞ্ঝা
গ) প্রতারক
ঘ) শৈল
Note :
কুজ্ঝটিকা মানে হলো ঘন কুয়াশা বা মেঘলা ভাব।

15. 'শীকর' শব্দের অর্থ কী?

ক) শিশির
খ) নীহারিকা
গ) জলকণা
ঘ) পদ্মফুল
Note :
শীকর মানে জলকণা বা পানির খুব ছোট কণা।

16. 'দুর্বোধ্য' শব্দের অর্থ-

ক) বধ করা সহজ নয়
খ) বোঝা সহজ নয়
গ) বাধা করা সহজ নয়
ঘ) বোকা
Note :
দুর্বোধ্য মানে যা সহজে বোঝা যায় না বা অনুধাবন করা কঠিন।

17. 'জোড়' ও 'জোর' শব্দের অর্থ যথাক্রমে-

ক) যুক্ত ও বল
খ) যুগল ও শক্তি
গ) যুক্ত ও যম্মা
ঘ) শক্তি ও যুগল
Note :
জোড় মানে মিলন বা যুগল (pair); জোর মানে শক্তি বা বল (Force)।

18. 'কিশলয়' শব্দের অর্থ কি?

ক) গাছের নতুন পাতা
খ) নবজাত
গ) বিধান কর্তা
ঘ) বিদ্যাশিক্ষার স্থান
Note :
কিশলয় মানে হলো গাছের কচি পাতা বা নবপল্লব।

19. 'অবহিত' শব্দের অর্থ কী?

ক) অন্যায়
খ) অরন্য
গ) অবহিত করা
ঘ) জানা
Note :
অবহিত মানে অবগত বা যে জানে বা জানা।

20. 'অপাঙ্গ' শব্দের অর্থ-

ক) প্রতি অঙ্গ
খ) আপাদমস্তক
গ) ভিন্নঙ্গ
ঘ) দৃষ্টিকোণ
Note :
অপাঙ্গ শব্দের আভিধানিক অর্থ চোখের কোণ বা কটাক্ষ; তবে ভাবার্থ হিসেবে এটি দৃষ্টির ভঙ্গি বা দৃষ্টিকোণ অর্থেও ব্যবহৃত হতে পারে; অন্য অপশনগুলো শরীরের অঙ্গ সম্পর্কিত যা ভুল।

21. 'অপ্রতুল' শব্দের অর্থ কি?

ক) অপ্রয়োজনীয়
খ) অভাব
গ) পর্যাপ্ত
ঘ) অসমান
Note :
প্রতুল মানে প্রচুর বা পর্যাপ্ত; এর বিপরীত শব্দ অপ্রতুল যার অর্থ পর্যাপ্ত নয় বা অভাব রয়েছে এমন।

22. 'পল্লব গ্রাহিতা' শব্দের সঠিক অর্থ নিচের কোনটি?

ক) ভাষা ভাষা জ্ঞান
খ) পাতা কুড়ানো
গ) অনুকরণ
ঘ) কোনোটিই নয়
Note :
পল্লবগ্রাহী মানে যে কেবল উপরের অংশ বা পাতা স্পর্শ করে কিন্তু গভীরে যায় না; অর্থাৎ অগভীর বা ভাষা ভাষা জ্ঞান।

23. 'ক্রোশ' শব্দের অর্থ কী?

ক) ক্ষোভ
খ) রাগ
গ) আড়াআড়ি
ঘ) দুই মাইল
Note :
ক্রোশ হলো দূরত্বের পরিমাপক; এক ক্রোশ সমান প্রায় দুই মাইল বা সোয়া তিন কিলোমিটার।

24. 'পাষণ্ড' শব্দের মূল অর্থ-

ক) পাপ
খ) ষাঁড়
গ) পুরোহিত
ঘ) নির্দয়
Note :
পাষণ্ড মানে পাষাণ হৃদয় যার; তবে ঐতিহাসিক প্রেক্ষাপটে এটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে বোঝাত। এখানে উত্তর C সম্ভবত সেই ঐতিহাসিক বা ব্যুৎপত্তিগত অর্থ নির্দেশ করছে।

25. 'বিজিত' শব্দের অর্থ কী?

ক) পরাজিত
খ) পুরস্কৃত
গ) জয়লাভ করা
ঘ) জয়ী
Note :
বিজিত মানে যাকে জয় করা হয়েছে; অর্থাৎ যে পরাজিত হয়েছে।

26. 'অবিহিত' শব্দের অর্থ-

ক) অনুচিত
খ) কথিত
গ) ঘুষিত
ঘ) যথাযোগ্য
Note :
অবিহিত মানে যা বিহিত নয় বা অনুচিত বা অন্যায়।

27. 'পৈলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

ক) সফল
খ) কুসুম
গ) মৃদু
ঘ) নন্দন
Note :
পৈলব শব্দের অর্থ হলো কোমল বা মৃদু বা মসৃণ।

28. কোনটি ভুল-যুগ্ম?

ক) মৃদঙ্গ
খ) মৃগয়া
গ) মীনাক্ষি
ঘ) উৎসাহ
Note :
এটি সমার্থক বা জোড় শব্দের প্রশ্ন হলে অপশনগুলো অস্পষ্ট। তবে মৃগয়া (শিকার) এবং মৃগ (হরিণ) সম্পর্কযুক্ত। সম্ভবত প্রশ্নে সমার্থক বা বিপরীত বা লিঙ্গান্তরের জোড় চাওয়া হয়েছে যা এখানে স্পষ্ট নয়।

29. 'অনুশাসন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অনুশীলন
খ) অনুসরণ
গ) আদেশ
ঘ) অনুরূপ
Note :
অনুশাসন শব্দের আভিধানিক অর্থ হলো আদেশ বা হুকুম বা নির্দেশ যা পালন করা আবশ্যিক; অনুশীলন মানে চর্চা এবং অনুসরণ মানে কারো পদাঙ্ক অনুসরণ করা যা ভিন্ন অর্থবোধক।

30. 'বিরাগী' শব্দের অর্থ কী?

ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) রুষ্ট
Note :
বিরাগ মানে অনাসক্তি; বিরাগী মানে যে সংসার বা কোনো বিষয়ে উদাসীন বা আসক্তিহীন।

31. কোন শব্দটির অর্থ "শ্মশ্রু"?

ক) দাড়ী
খ) দাড়ি
গ) দাঁড়ি
ঘ) ছাড়ি
Note :
দাঁড়ি (বা দাড়ি) মানে শ্মশ্রু।

32. 'আদাওতি' শব্দটি অর্থ-

ক) বিদ্বেষ
খ) লোপাট
গ) নেকটা
ঘ) বিনাদাওয়াতী
Note :
আদাওতি শব্দটি 'আদা' বা শত্রুতা থেকে এসেছে; এর অর্থ শত্রুতা বা বিদ্বেষ ভাব।

33. কোন বানানটি শুদ্ধ?

ক) উদীচী
খ) উদিচি
গ) উদিচী
ঘ) উদীচি
Note :
সঠিক বানান হলো উদীচী; উভয় ই-কারই দীর্ঘ-ঈ হবে।

34. 'উত্তরী' শব্দের অর্থ কী?

ক) চাদর
খ) কুয়াশা
গ) সমীর
ঘ) উত্তর দিক
Note :
উত্তরী বা উত্তরীয় হলো শরীরের উপরের অংশে পরিধান করার চাদর বা বস্ত্র।

35. 'নান্দী' শব্দের অর্থ কী?

ক) স্তুতি
খ) সিংহাসন
গ) আহ্বান
ঘ) অলঙ্করণ
Note :
নান্দী মানে হলো নাটকের শুরুতে দেবদেবীর স্তুতি বা মঙ্গলাচরণ।

36. 'সারমেয়' শব্দের অর্থ-

ক) হরিণ
খ) খরগোস
গ) কুকুর
ঘ) সারস
Note :
সরমা (কুকুর জননী) এর সন্তান অর্থে কুকুরকে সারমেয় বলা হয়।

37. 'কুক্কুট' শব্দের অর্থ-

ক) মোরগ
খ) কুকুর
গ) কোকিল
ঘ) কাক
Note :
কুক্কুট মানে হলো মোরগ বা বনমোরগ।

38. 'বৃষ্টির জল' এর এক কথায় প্রকাশ-

ক) অমিয়
খ) স্বাদল
গ) বেসাতি
ঘ) শীকর
Note :
বৃষ্টির জলকণাকে শীকর বলা হয়।

39. 'বারোয়ারি' অর্থ-

ক) সকলের তরে
খ) সর্বজনীন
গ) মঙ্গলজনক
ঘ) সম্মিলিত পূজা
Note :
বারোয়ারি মানে হলো বারো ইয়ার বা অনেকের দ্বারা আয়োজিত; অর্থাৎ সর্বজনীন।

40. 'অনিন্দ্য' শব্দের অর্থ কি?

ক) নন্দিত
খ) নিন্দিত
গ) মহৎ
ঘ) নিন্দার যোগ্য
Note :
অনিন্দ্য শব্দের অর্থ যা নিন্দনীয় নয় বা নিখুঁত বা সুন্দর; এর সমার্থক ভাব প্রকাশ করে নন্দিত বা প্রশংসিত শব্দটি।

41. 'সম্মার্জন' শব্দের অর্থ কী?

ক) সম্মান করা
খ) মেজে ঘষে পরিষ্কার করা
গ) সম্মান না করা
ঘ) সম্মান প্রদর্শন
Note :
সম্মার্জন মানে ঘষেমেজে পরিষ্কার করা বা ধোয়া-মোছা।

42. নাড়ী অর্থ শিরা; নারী অর্থ কী?

ক) পানি
খ) স্ত্রীলোক
গ) পারি না
ঘ) খড়ের শেষাংশ
Note :
নারী (দীর্ঘ-ঈ) মানে রমণী বা স্ত্রীলোক।

43. 'কোন্দা' শব্দের অর্থ-

ক) কোন্দল
খ) ক্রন্দন
গ) তালগাছের নৌকা
ঘ) সাঁকো
Note :
কোন্দা হলো তালগাছের গুঁড়ি খোদাই করে তৈরি এক ধরণের ডোঙা বা নৌকা।

44. 'অলক্ষ্য' শব্দের অর্থ কী?

ক) অলক্ষ্য
খ) দৃষ্টিসীমায়
গ) অজানায়
ঘ) লক্ষ্যভ্রষ্ট
Note :
অলক্ষ্য মানে যা লক্ষ্য করা হয়নি বা যা দৃষ্টির অগোচরে থাকে; অপশনগুলোর মধ্যে 'অলক্ষ্য' শব্দটি নিজেই আছে যা দ্বারা অলক্ষ্য বা দৃষ্টির অগোচর বোঝানো হয়েছে (প্রশ্ন ও অপশনে পুনরাবৃত্তি হতে পারে)।

45. 'ধীমান' শব্দটির অর্থ কী?

ক) বুদ্ধিমান
খ) শান্ত
গ) প্রজ্ঞাবান
ঘ) নিরীহ
Note :
ধী মানে বুদ্ধি; তাই ধীমান মানে যার বুদ্ধি আছে বা বুদ্ধিমান।

46. 'স্বাধীনতার' সমার্থক তা পাওয়া যায় যে শব্দে -

ক) সহিত
খ) লোকহিত
গ) যথোচিত
ঘ) সংহতি

47. 'বিহঙ্গমা'র প্রতিশব্দ-

ক) বেঙাচি
খ) পাখি
গ) বেদের মা
ঘ) ধাই মা
Note :
বিহঙ্গ বা বিহঙ্গম মানে পাখি।

48. সকল অর্থ সমস্ত শকল অর্থ কোনটি?

ক) কথা
খ) ভাত
গ) ঘটি
ঘ) মাছের আঁশ
Note :
শকল (তালব্য-শ) মানে মাছের আঁশ বা খণ্ড।

49. 'স্রবণ' শব্দের অর্থ হলো-

ক) অনুধাবন
খ) ক্ষরণ
গ) ক্ষুদ্রদ্বার
ঘ) অভিনিবেশ
Note :
স্রবণ বা শ্রবণ (বানানভেদে) অর্থ চুঁয়ে পড়া বা ক্ষরণ হওয়া।

50. 'গিরিসংকট' শব্দের অর্থ কি?

ক) পর্বতের গিরি
খ) পর্বত
গ) পার্বত্য ব্যবস্থা
ঘ) পাহাড় চূড়া
Note :
গিরিসংকট (Mountain pass) হলো পাহাড় বা পর্বতের মধ্য দিয়ে সরু ও দুর্গম পথ।
You've reached the free limit!

You can only see 50 questions with free access.

Login to upgrade