টপিকঃ উপসর্গ ও অনুসর্গ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1.

'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?

ক) ফারসি
খ) সংস্কৃত
গ) বাংলা
ঘ) আরবি
Note :

বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।

2. উপসর্গ কোনটি?

ক) অতি
খ) থেকে
গ) চেয়ে
ঘ) দ্বারা

3. 'উৎ' উপসর্গটি 'অপকর্ষ' অর্থে কোথায় ব্যবহৃত হয়েছে?

ক) উচ্ছেদ
খ) উৎকোচ
গ) উচ্চারণ
ঘ) উদ্যম

5. 'অবশেষে' শব্দটির 'অব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?

ক) নিম্নে
খ) অল্পতা
গ) প্রতিকূল
ঘ) সম্যকভাবে

6. 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

ক) অকাজ
খ) আলুনি
গ) আবছায়া
ঘ) নিখুঁত

7.

বাংলা উপসর্গ কোনটি?

ক) উপ
খ) ভর
গ) গর
ঘ) দর
Note :

বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ ২১টি, যথা: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়্‌-, আন-, আব-, ইতি-, উন্‌-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- ও হা-।

8. বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?

ক) বিদেশি
খ) খাঁটি বাংলা
গ) তৎসম
ঘ) তদ্ভব

9. 'অপয়া' শব্দের 'অ' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নিন্দা
খ) কুৎসিত
গ) প্রভাব
ঘ) অভাব

10.

কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক) আভাস
খ) অজানা
গ) গরমিল
ঘ) বেমালুম
Note :

বাংলা ভাষায় এমন কতকগুল অব্যয়সূচক শব্দাংশ রয়েছে , যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না ।এগুলো অন্য শব্দের আগে বসে। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বে যুক্ত হয়ে থাকে । বাংলা উপসর্গ মোট একুশটি ।জানা শব্দের পূর্বে "অ" উপসর্গ যুক্ত হয়ে শব্দ সৃষ্টি হয়েছে অজানা ।

You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade