টপিকঃ উপসর্গ ও অনুসর্গ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1. কোন গুচ্ছ বিদেশি উপসর্গ?

ক) নিম, ফি
খ) অনা, ফুল
গ) বদ্‌, পরি
ঘ) অপি, সু

2. উপসর্গজাত শব্দ-

ক) অঞ্জলি
খ) অঙ্কুর
গ) অবলোকন
ঘ) অনাচার

3. তৎসম/ সংস্কৃত উপসর্গ কোনটি?

ক) কার
খ) লা
গ) নিম
ঘ) অনু

4.

'নিমরাজি' শব্দে 'নিম' কোন ভাষার উপসর্গ?

ক) তৎসম
খ) হিন্দি
গ) ফারসি
ঘ) আরবি
Note :

বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ এর সংখ্যা ১০ টি।

যেমন: না,নিম,ফি,বে,ব,দর,কার,বর,বদ,কম। তন্মধ্যে "নিম" একটি।

" নিম" উপসর্গ টি আধা বা কম অর্থে ব্যবহৃত হয়।যেমন: নিমরাজি,নিমখুন ইত্যাদি।

5. 'প্রজ্ঞা' শব্দটিতে উপসর্গ ব্যবহৃত হয়েছে কী অর্থে?

ক) ব্যাপ্তি
খ) ইতিবাচক
গ) নেতিবাচক
ঘ) প্রকৃষ্ট

6. কোন শব্দটি উপসর্গ সহযোগে গঠিত নয়?

ক) প্রত্যক্ষ
খ) প্রতিরক্ষা
গ) প্রতিরোধ
ঘ) প্রতিযোগী

7. 'আগমন' শব্দটির 'আ' কোন অর্থে ব্যবহৃত?

ক) পর্যন্ত
খ) ঈষৎ
গ) সদৃশ
ঘ) বিপরীত

8. 'নিলাজ'- এর 'নি' উপসর্গটি-

ক) অর্ধ-তৎসম
খ) বিদেশি
গ) তৎসম
ঘ) খাঁটি বাংলা

9. বর, বদ ও বাজে কোন শ্রেণির উপসর্গ?

ক) বিদেশি
খ) খাঁটি বাংলা
গ) তৎসম
ঘ) তদ্ভব

10. 'অধ্যক্ষ মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি।' এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি-

ক) উপসর্গযুক্ত
খ) প্রত্যয়যুক্ত
গ) বিভক্তিযুক্ত
ঘ) অনুসর্গযুক্ত
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade