টপিকঃ উপসর্গ ও অনুসর্গ
1.
'সুনাম' শব্দের 'সু' কোন উপসর্গ?
বাংলা উপসর্গ মোট ২১ টি। এগুলো হল - অ, অনা, অঘা, অজ, আ, আন, আব, আড়, ঊন, ইতি, পাতি, নি, বি, ভর, রাম, স, সা, সু, হা। ২১ টি খাটি বাংলা উপসর্গ : (পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি) ★মনে রাখার চিঠি: প্রিয় (সু)(হা)(স) (আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি । ইতি (অঘা)(রাম)।
7.
বাংলা উপসর্গ কোনটি?
বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ ২১টি, যথা: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়্-, আন-, আব-, ইতি-, উন্-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- ও হা-।
10.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
বাংলা ভাষায় এমন কতকগুল অব্যয়সূচক শব্দাংশ রয়েছে , যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না ।এগুলো অন্য শব্দের আগে বসে। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বে যুক্ত হয়ে থাকে । বাংলা উপসর্গ মোট একুশটি ।জানা শব্দের পূর্বে "অ" উপসর্গ যুক্ত হয়ে শব্দ সৃষ্টি হয়েছে অজানা ।