টপিকঃ পদ প্রকরণ ও পরিবর্তন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

ক) বচনভেদে
খ) প্রয়োগভেদে
গ) অর্থভেদে
ঘ) বর্ণনাভেদে
Note :
বাংলায় বচন ভেদে ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না (আমি খাই, আমরা খাই - একই রূপ)। পুরুষ ও কাল ভেদে হয়।

2. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-

ক) ক্রিয়াবাচক বিশেষ্য
খ) ক্রিয়া বিশেষণ
গ) ক্রিয়াবিশেষ্যজাত
ঘ) ক্রিয়াবিভক্তি
Note :
ক্রিয়া বিশেষণ বা Adverb ক্রিয়ার কাল, স্থান বা অবস্থা নির্দেশ করে।

3. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে?

ক) খুব ঠকা ঠকেছি
খ) সে আমাকে বইটি দিল
গ) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
ঘ) অনীমের ভাই বাড়ি যাচ্ছে
Note :
ঠকা ঠকেছি - ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে এসেছে।

4. 'অনুসর্গ' কী?

ক) শব্দ বিভক্তি
খ) ক্রিয়া বিভক্তি
গ) অব্যয়
ঘ) বিশেষণ
Note :
অনুসর্গ এক ধরণের অব্যয় পদ।

5. আকাশ শুধু নীল আর নীল -এই বাক্যে 'আর' হচ্ছে -

ক) ঘন
খ) অব্যয়
গ) অনেক
ঘ) বিশেষণ
Note :
আর যোজক বা অব্যয়।

6. 'শিক্ষক ছাত্রদের পাঠদান করান।' এ বাক্যটিতে প্রযোজক কর্তা কে?

ক) শিক্ষক
খ) ছাত্র
গ) পাঠ
ঘ) শিক্ষক ও ছাত্র
Note :
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন বা কাজ করাচ্ছেন তাই তিনি প্রযোজক কর্তা।

7. তুমি না সেদিন বাড়ী গিয়েছিলে?- এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?

ক) সন্দেহ
খ) বিস্ময়
গ) অনুমান
ঘ) নিশ্চয়তা
Note :
নিশ্চয়তা বা সম্মতি আদায়ে ব্যবহৃত।

8. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি?

ক) শ্যামলিকা
খ) শ্যাম
গ) শ্যামলিমা
ঘ) শ্যামলী
Note :
শ্যামল (বিশেষণ) এর ভাববাচক বিশেষ্য হলো শ্যামলিমা।

9. 'নতুবা' শব্দটি কোন পদ?

ক) অব্যয়
খ) সাপেক্ষ সর্বনাম
গ) বিশেষণ
ঘ) ক্রিয়া বিশেষণ
Note :
নতুবা একটি বিয়োজক যোজক বা অব্যয়।

10. নিচের কোনটি অবস্থাবাচক নাম বিশেষণের উদাহরণ?

ক) হলুদ ফসল
খ) মেটে কলসি
গ) তাজা মাছ
ঘ) চৌকস লোক
Note :
তাজা মাছ দ্বারা মাছের অবস্থা (তাজা না পচা) বোঝানো হচ্ছে তাই এটি অবস্থাবাচক।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade