টপিকঃ পদ প্রকরণ ও পরিবর্তন

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 10 questions total

1. কোনটি অংশবাচক বিশেষণ?

ক) পাঁচ শতাংশ জমি
খ) তৃতীয় অধ্যায়
গ) ছ' কিলোমিটার রাস্তা
ঘ) অর্ধেক সম্পত্তি
Note :
অর্ধেক শব্দটি সম্পত্তির একটি অংশ নির্দেশ করে। সঠিক উত্তর D বা অর্ধেক

2. সে নাকি আসবে না। এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?

ক) অনুমান অর্থে
খ) সম্ভাবনা অর্থে
গ) বিস্ময় অর্থে
ঘ) বিরক্তি অর্থে
Note :
নাকি বা না এখানে জনশ্রুতি বা সম্ভাবনা/সন্দেহ বোঝাচ্ছে? প্রশ্নে 'নাকি' এর কথা বলা হলে একরকম, শুধু 'না' হলে নেতিবাচক। তবে 'সে নাকি' মানে শুনেছি সে আসবে না - এখানে সংশয় বা অনুমান আছে।

3. 'লাবণ্য' কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) সর্বনাম
Note :
লাবণ্য অর্থ সৌন্দর্য বা কান্তি যা একটি নামপদ বা বিশেষ্য।

4. 'দহন' শব্দের বিশেষণ কোনটি?

ক) দাহ্য
খ) দগ্ধ
গ) দহনকারী
ঘ) দহনীয়
Note :
দহন (পোড়ানো) এর বিশেষণ হলো দগ্ধ (যা পোড়া হয়েছে)। দাহ্যও হতে পারে তবে দগ্ধ অবস্থা বোঝায়।

5. 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' এখানে 'যেন'-

ক) অব্যয়
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) সর্বনাম
Note :
যেন উপমাবাচক অব্যয় বা যোজক।

6. 'পদ' বলতে কি বোঝায়?

ক) কবিতার চরণ
খ) যে কোন শব্দ
গ) প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ) বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
Note :
বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলা হয়। ব্যাকরণ অনুসারে শব্দ বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে তা পদে পরিণত হয় এবং বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করে।

7. 'কড়কড়' কোন অব্যয়?

ক) অনুকার
খ) অনুসর্গ
গ) সমুচ্চয়ী
ঘ) অনন্বয়ী
Note :
মেঘ ডাকার শব্দ কড়কড় তাই অনুকার।

8. কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?

ক) দ্বিকর্মক ক্রিয়া
খ) অকর্মক ক্রিয়া
গ) নাম ধাতুর ক্রিয়া
ঘ) যৌগিক ক্রিয়া
Note :
নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে নাম ধাতু এবং তার সাথে বিভক্তি যোগে নাম ধাতুর ক্রিয়া হয়। উত্তর D

9. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?

ক) ধন অপেক্ষা মান বড়
খ) তোমাকে দিয়ে কিছু হবে না
গ) ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ) লেখা পড়া কর নতুবা ফেল করবে
Note :
নতুবা দুটি বাক্যকে সংযুক্ত (বিয়োজন অর্থে) করেছে তাই এটি সমুচ্চয়ী (বর্তমান যোজক)।

10. নিচের কোনটি বিশেষণ পদ?

ক) দোষ
খ) দুঃখ
গ) পরিমাণ
ঘ) পরাজিত
Note :
পরাজিত শব্দটি দ্বারা কারো অবস্থা (যে হেরেছে) বোঝায় তাই এটি বিশেষণ। দোষ দুঃখ পরিমাণ হলো বিশেষ্য।
You've reached the free limit!

You can only see 10 questions with free access.

Login to upgrade