টপিকঃ সমাস

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 15 questions total

1. 'গজানন' এর ব্যাসবাক্য কোনটি?

ক) গজ ও আনন
খ) গজের আনন
গ) গজ আনন যার
ঘ) যে গজ সে আনন
Note :
'গজানন' (গজের আনন যার) একটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এটি গণেশকে বোঝায়।

2. 'যুবজানি' সমাসের ব্যাসব вертика কোনটি?

ক) যবতী জানি যার
খ) যুব জানি যার
গ) যুবতী জায়া যার
ঘ) যুবক পতি যার
Note :
'যুবজানি' (যুবতী জায়া যার) বহুব্রীহি সমাসের উদাহরণ। এটি এমন পুরুষকে বোঝায় যার স্ত্রী যুবতী।

3. সমাস গঠিত শব্দ-

ক) ইতস্তত
খ) প্রাদুর্ভাব
গ) শিরোপরি
ঘ) নরপুঙ্গর
Note :
'নরপুঙ্গর' (নরের মধ্যে পুঙ্গর বা শ্রেষ্ঠ) একটি কর্মধারয় সমাস। অন্যগুলো সন্ধি বা উপসর্গযোগে গঠিত।

4. 'মধুপ' যে সমাসের উদাহরণ-

ক) ব্যতিহার বহুব্রীহি
খ) অব্যয়ীভাব
গ) উপপদ তৎপুরুষ
ঘ) উপমিত কর্মধারয়
Note :
'মধুপ' (মধু পান করে যে) একটি উপপদ তৎপুরুষ সমাস। এটি মৌমাছিকে বোঝায়।

5. নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত?

ক) হস্তান্তর
খ) বিশ্বামিত্র
গ) আলুনি
ঘ) অপয়া
Note :
'হস্তান্তর' (অন্য হস্ত) একটি নিত্য সমাস।

6. 'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?

ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) তৎপুরুষ
Note :
'তুষারশুভ্র' একটি উপমান কর্মধারয়।

7. সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কি সমাস বলে?

ক) দ্বিগু
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) তৎপুরুষ
Note :
এটি দ্বিগু সমাসের সংজ্ঞা। পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং সমস্ত পদটি সমাহার বা সমষ্টি বোঝায়। যেমন: ত্রিফলা (তিন ফলের সমাহার)।

8. নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়?

ক) তাল-তমাল
খ) দোয়াত-কলম
গ) চালাকচতুর
ঘ) জমাখরচ
Note :
'চালাকচতুর' কর্মধারয় সমাস (যে চালাক সেই চতুর)। অন্যগুলো (তাল ও তমাল, দোয়াত ও কলম, জমা ও খরচ) দ্বন্দ্ব সমাস।

9. 'জলমগ্ন' সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) জলে মগ্ন
খ) জল হতে মগ্ন
গ) জল দ্বারা মগ্ন
ঘ) জলে মগ্ন যা
Note :
'জলমগ্ন' (জলে মগ্ন) একটি সপ্তমী তৎপুরুষ সমাস। এখানে স্থান বা আধারের 'এ' বিভক্তি লোপ পেয়েছে।

10. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?

ক) মোহনিদ্রা
খ) শোকানল
গ) মোমবাতি
ঘ) দিলদরিয়া
Note :
'মোমবাতি' মধ্যপদলোপী কর্মধারয় (মোম দ্বারা তৈরি বাতি)। অন্যগুলো ('মোহ রূপ নিদ্রা', 'শোক রূপ অনল', 'দিল রূপ দরিয়া') রূপক কর্মধারয়।

11. সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে?

ক) প্রথম পদে
খ) শেষ পদে
গ) সর্বনাম পদে
ঘ) বিশেষ্য পদে
Note :
তৎপুরুষ সমাসে পূর্বপদে কারক বিভক্তি (যেমন: কে, দ্বারা, জন্য, থেকে ইত্যাদি) থাকে, যা সমস্ত পদে লোপ পায়।

12. কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) পদ্মপাতা
খ) নীলপদ্ম
গ) পদ্মনয়না
ঘ) পদ্মপলাশ
Note :
'নীলপদ্ম' (নীল যে পদ্ম) কর্মধারয় সমাসের একটি আদর্শ উদাহরণ, যেখানে বিশেষণ ও বিশেষ্যের সমাস হয়েছে।

13.

'হা-ঘরে' কোন সমাস?

ক) দ্বন্দ্ব
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
Note :

হা-ঘরে= ঘরের অভাব।
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

14. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

ক) শতাব্দী
খ) উপজেলা
গ) রাজপথ
ঘ) চৌচালা
Note :
'শতাব্দী' (শত অব্দের সমাহার) একটি দ্বিগু সমাস। অন্যগুলো তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাসের উদাহরণ।

15. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

ক) একাদশ (এক অধিক দশ)
খ) হাতাহাতি (হাতে হাতে যে দ্বন্দ্ব)
গ) মানানের অভাব (বেমানান)
ঘ) দুঃখাতীত (দুঃখকে অতীত)
Note :
'হাতাহাতি' (হাতে হাতে যে যুদ্ধ) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস। অন্যগুলো কর্মধারয়, অব্যয়ীভাব ও তৎপুরুষ।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade