টপিকঃ সমাস

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 15 questions total

1. 'মুক্তিযুদ্ধ' কোন সমাস?

ক) সপ্তমী তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) চতুর্থী তৎপুরুষ

2. কোনটি রূপক কর্মধারয় সমাস?

ক) ক্রোধানল
খ) তুষারশুভ্র
গ) অরুণরাঙা
ঘ) সাহিত্যসভা
Note :
'ক্রোধানল' (ক্রোধ রূপ অনল) একটি রূপক কর্মধারয় সমাস। অন্যগুলো উপমান বা তৎপুরুষ।

3. নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস?

ক) উপদ্বীপ
খ) দশানন
গ) মহাকাব্য
ঘ) চতুষ্পদী
Note :
'মহাকাব্য' (মহৎ যে কাব্য) কর্মধারয় সমাসের উদাহরণ। অন্যগুলো বহুব্রীহি বা ভিন্ন সমাসের উদাহরণ।

4. 'ছায়াশীতল' কোন সমাস (ছায়াতে শীতল)?

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) দ্বিগু
ঘ) কর্মধারয়
Note :
এটি একটি তৎপুরুষ সমাস।

5. নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়?

ক) গাছপাকা
খ) বিদ্যালয়
গ) সিংহাসন
ঘ) দিলদরিয়া
Note :
'গাছপাকা' (গাছে পাকা), 'সিংহাসন' (সিংহ চিহ্নিত আসন) এবং 'দিলদরিয়া' (দিল দরিয়ার ন্যায়) সমাসবদ্ধ পদ। কিন্তু 'বিদ্যালয়' (বিদ্যা + আলয়) সন্ধিজাত শব্দ।

6. 'রক্তকমল' কোন সমাসের দৃষ্টান্ত?

ক) কর্মধারয়
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) অব্যয়ীভাব

7. 'প্রকৃষ্ট যে ভাত' কোন সমাস?

ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) নিত্য সমাস
ঘ) কোনোটিই নয়

8. কোনটি শুদ্ধ বানান?

ক) দ্বন্দ্ব
খ) দ্বন্দ
গ) দন্দ্ব
ঘ) দ্বন্দ্ব
Note :
সঠিক বানানটি হলো 'দ্বন্দ্ব', যেখানে দ-এর সাথে ব-ফলা দুইবার ব্যবহৃত হয়।

9. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

ক) তেপান্তর
খ) লেখালেখি
গ) জীবমৃত
ঘ) দোটানা
Note :
'দোটানা' (দুই দিকে টান যার) একটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, কারণ এর শেষে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।

10. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পর পদের কোনো পরিবর্তন হয় না, তাকে কোন বহুব্রীহি বলে?

ক) ব্যতিহার
খ) অলুক বহুব্রীহি
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) ব্যধিকরণ বহুব্রীহি
Note :
অলুক বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, অর্থাৎ পদের কোনো পরিবর্তন হয় না। যেমন: 'গায়ে-পড়া'।

11. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) সিংহাসন
খ) ভাই-বোন
গ) কানাকানি
ঘ) গাছপাকা
Note :
'ভাই-বোন' (ভাই ও বোন) একটি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। অন্যগুলো কর্মধারয় বা বহুব্রীহি সমাসের উদাহরণ।

12. 'রাজমিস্ত্রী' শব্দের ব্যাসবাক্য-

ক) রাজার মিস্ত্রী
খ) রাজ যে মিস্ত্রী
গ) মিস্ত্রীর রাজা
ঘ) মিস্ত্রী যার রাজা
Note :
'রাজমিস্ত্রী' একটি কর্মধারয় সমাস (রাজা যে মিস্ত্রী)। তবে এটি মিস্ত্রীদের রাজা এই অর্থে ষষ্ঠী তৎপুরুষও হতে পারে। এখানে বিকল্প 'গ' বেশি গ্রহণযোগ্য।

13. 'প্রগতি' কোন সমাসের উদাহরণ?

ক) বহুব্রীহি
খ) অলুক সমাস
গ) অব্যয়ীভাব
ঘ) প্রাদি সমাস

14. 'প্রাণের চেয়ে প্রিয়' কোন সমাস?

ক) পঞ্চমী তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) অব্যয়ীভাব

15. নিত্য সমাসের উদাহরণ-

ক) প্রতিপক্ষ
খ) প্রতিবাদ
গ) দর্শনমাত্র
ঘ) সেতার
Note :
'দর্শনমাত্র' (কেবল দর্শন) একটি নিত্য সমাস।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade