টপিকঃ কারক ও বিভক্তি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 15 questions total

1. ‘আমার যাওয়া হয়নি’ – ‘আমার’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) কর্তায় শূন্য
গ) কর্তায় ষষ্ঠী
ঘ) কর্মে ষষ্ঠী
Note :
ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী বিভক্তি (র/এর) যুক্ত হয়। এখানে যাওয়ার কর্তা ‘আমি’ যা ‘আমার’ রূপে বসেছে।

2. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?

ক) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ) ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
গ) কাজের পরিচয় ফলে বোঝা যায়
ঘ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Note :
‘আকাশে’ শব্দটি স্থান বোঝাচ্ছে এবং এতে ‘এ’ বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে।

3. ‘আমাকে যেতে হবে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে দ্বিতীয়া
খ) কর্মে দ্বিতীয়া
গ) করণে দ্বিতীয়া
ঘ) অপাদানে দ্বিতীয়া
Note :
যাওয়ার কাজটি ‘আমার’ করতে হবে। ভাববাচ্যে কর্তা অনেক সময় দ্বিতীয়া বিভক্তি (কে) যুক্ত হয়। এটি কর্তাই।

4. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?

ক) ‘কে’ বা ‘তে’/য়
খ) ‘এ’ বা এতে’/এ
গ) ‘র’ বা ‘এর’/ও
ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’/ক
Note :
সম্বন্ধ পদের মূল বৈশিষ্ট্য হলো ষষ্ঠী বিভক্তি অর্থাৎ ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হওয়া।

5. 'জল পড়ে, পাতা নড়ে'- এখানে জল ও পাতা কোন কারক-বিভক্তি?

ক) কর্তায় প্রথমা
খ) কর্তায় সপ্তমী
গ) কর্তায় চতুর্থী
ঘ) কর্তায় তৃতীয়া
Note :
'কী পড়ে?'—এর উত্তরে 'জল'। 'কী নড়ে?'—এর উত্তরে 'পাতা'। উভয়ই ক্রিয়া সম্পাদন করছে, তাই তারা কর্তা। কোনো বিভক্তি চিহ্ন না থাকায় এটি কর্তৃকারকে প্রথমা।

6. ‘শুক্রবার স্কুল বন্ধ’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) করণে শূন্য
ঘ) অধিকরণে শূন্য

7. আগুনে সেঁক দাও। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি?

ক) অধিকরণে ২য়া
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) করণে ৭মী
Note :
আগুনের দ্বারা বা আগুনের সাহায্যে সেঁক দাও। মাধ্যম বোঝালে করণ কারক। আগুনে (এ) সপ্তমী।

8. “গুরুজনে ভক্তি কর।- 'গুরুজনে' কোন কারক?"

ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) করণ কারক
ঘ) সম্প্রদান কারক
Note :
যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে। এখানে ভক্তি বা শ্রদ্ধা নিঃশর্তভাবে দেওয়া হয়, তাই 'গুরুজনে' সম্প্রদান কারক।

9. করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি সঠিক?

ক) এ বাড়িতে কেউ নেই
খ) বাঘে মহিষে লড়াই বাঁধিয়েছে
গ) এ কলমে ভালো লেখা হয়
ঘ) লোক মুখে শুনিয়াছি
Note :
‘এ কলমে ভালো লেখা হয়’ বাক্যে ‘কলমে’ শব্দটি লেখার উপকরণ এবং এতে ‘এ’ বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে।

10. ‘বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।’ ইহা কোন কারক?

ক) কর্মকারক
খ) করণ কারক
গ) সম্প্রদান কারক
ঘ) কর্তৃকারক
Note :
বাক্যের কর্তা বাবা যিনি কাজটি করেছেন। তাই বাবা কর্তৃকারক। যদি ‘আমাকে’ জানতে চাওয়া হতো তবে তা কর্ম বা সম্প্রদান (গৌণ কর্ম) হতে পারত।

11. “স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না।” এখানে ‘স্কুল’ কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) অপাদানে শূন্য
গ) করণে শূন্য
ঘ) অধিকরণে শূন্য
Note :
স্কুল থেকে পালিয়ে - অর্থাৎ স্থান থেকে বিচ্যুত হওয়া। তাই এটি অপাদান কারক।

12. ‘আচরণেই ইতর-ভদ্র বোঝা যায়।’- এই বাক্যে ‘আচরণেই’ কোন কারক ও বিভক্তি নির্দেশ করে?

ক) করণে সপ্তমী
খ) কর্মে সপ্তমী
গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
Note :
আচরণের দ্বারা বা আচরণের মাধ্যমে বোঝা যায়। মাধ্যম বোঝালে করণ কারক।

13. বিভক্তি স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি হয়?

ক) শূন্য বিভক্তি
খ) প্রথমা বিভক্তি
গ) সপ্তমী বিভক্তি
ঘ) ষষ্ঠী বিভক্তি
Note :
শব্দের শেষে যদি কোনো দৃশ্যমান বিভক্তি চিহ্ন না থাকে তবে ধরে নেওয়া হয় সেখানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি আছে।

14. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক) কারক
খ) বিভক্তি
গ) সমাস
ঘ) সম্বন্ধ পদ
Note :
শব্দের সাথে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে এবং বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে বিভক্তি বলে।

15. অধিকরণ কারক কত প্রকার?

ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
Note :
অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। যথা: কালাধিকরণ আধারাধিকরণ এবং ভাবাধিকরণ।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade