টপিকঃ কারক ও বিভক্তি

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 15 questions total

1. ‘একদিন পাপের ফল ফলিবে।’- কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য বিভক্তি
খ) অধিকরণে সপ্তমী বিভক্তি
গ) কর্মে শূন্য বিভক্তি
ঘ) কর্তায় ষষ্ঠী বিভক্তি
Note :
একদিন (সময়) বোঝাচ্ছে। সময় বোঝালে অধিকরণ কারক। এখানে শূন্য বিভক্তি ।

2. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ক) ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
খ) ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
গ) ভিক্ষুককে ভিক্ষা দাও
ঘ) ভিক্ষুককে ভিক্ষা দাও
Note :
স্বত্ব ত্যাগ করে দান বোঝালে সম্প্রদান কারক হয়। ‘ভিক্ষুককে’ পদে ‘কে’ বিভক্তি যুক্ত হয়েছে যা চতুর্থী বিভক্তির চিহ্ন হিসেবে গণ্য হয়।

3. কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করেন তাকে বলে –

ক) করণ কারক
খ) কর্মকারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
Note :
ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক উপায়কে করণ কারক বলা হয়। করণ শব্দের অর্থই হলো যন্ত্র বা সহায়ক।

4. 'অন্ধজনে দেহ আলো' - এখানে 'অন্ধজনে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে সপ্তমী
খ) কর্তৃকারকে শূন্য
গ) সম্প্রদানে সপ্তমী
ঘ) করণে সপ্তমী
Note :
'কাকে দান করা হচ্ছে?'—এর উত্তরে 'অন্ধজনকে'। স্বত্ব ত্যাগ করে কিছু দেওয়া বোঝালে সম্প্রদান কারক হয়। এখানে আলো দান করা হচ্ছে। 'জনে' পদে সপ্তমী বিভক্তি যুক্ত।

5. “কারক পড়ায় তারক ঠাকুর।” কোন কারক?

ক) কর্ম
খ) সম্প্রদান
গ) কর্তা
ঘ) করণ
Note :
তারক ঠাকুর পড়াচ্ছেন। যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি কর্তা।

6. বাবা বাড়ি নেই- বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শূন্য
খ) কর্তৃকারকে শূন্য
গ) অধিকরণে শূন্য
ঘ) অপাদানে শূন্য
Note :
'কোথায় নেই?'—এর উত্তরে 'বাড়ি'। এটি স্থান বা আধার, তাই অধিকরণ কারক। কোনো বিভক্তি না থাকায় অধিকরণে শূন্য।

7. আগুনে সেঁক দাও। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি?

ক) অধিকরণে ২য়া
খ) করণে ৭মী
গ) অপাদানে ৭মী
ঘ) করণে ৭মী
Note :
আগুনের দ্বারা বা আগুনের সাহায্যে সেঁক দাও। মাধ্যম বোঝালে করণ কারক। আগুনে (এ) সপ্তমী।

8. 'কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা।'- 'কাব্য'- এর কারক ও বিভক্তি?

ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) করণে শূন্য
ঘ) অধিকরণে শূন্য
Note :
কী সৃষ্টি করা?'—এর উত্তরে 'কাব্য'। তাই 'কাব্য' কর্মকারক। কোনো বিভক্তি চিহ্ন না থাকায় এটি কর্মকারকে শূন্য।

9. 'আমার স্বপন আধো জাগরণ।' 'স্বপন' শব্দটির কারক ও বিভক্তি?

ক) করণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) কোনোটিই নয়
Note :
'কী আধো জাগরণ?'—এর উত্তরে 'স্বপন'। এটি কর্মকারক। কোনো বিভক্তি না থাকায় কর্মে শূন্য।

10. কারক কত প্রকার?

ক) চার প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) সাত প্রকার
Note :
বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক ছয় প্রকার। এগুলো হলো কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক।

11. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ কোন কারকের উদাহরণ?

ক) ঐকদেশি্ক
খ) অভিব্যাপক
গ) বৈষয়িক
ঘ) কালাধিকরণ
Note :
দুয়ারের একটি নির্দিষ্ট অংশে হাতি বাঁধা থাকে পুরো দুয়ার জুড়ে নয়। তাই এটি ঐকদেশি্ক আধারাধিকরণ।

12. ‘অনলে পুড়িয়া গেল।’- এখানে ‘অনলে’ কোন কারক?

ক) করণে ৭মী
খ) কর্মে ৩য়া
গ) অপাদানে ৭মী
ঘ) অপাদানে ৩য়া
Note :
অনল বা আগুনের দ্বারা পুড়ে গেল। দ্বারা বা মাধ্যম বোঝালে করণ কারক হয়।

13. ‘কালির দাগ দাও’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) অধিকরণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) করণে ষষ্ঠী
ঘ) কর্মে ২য়া
Note :
কালি দিয়ে বা কালির সাহায্যে দাগ দাও। উপকরণ বোঝালে করণ কারক। র বিভক্তি আছে তাই ষষ্ঠী।

14. 'বাবা আদালতে গেছেন।'- এ বাক্যে 'আদালতে' কোন কারক?

ক) কর্ম
খ) অপাদান
গ) সম্প্রদান
ঘ) অধিকরণ
Note :
'কোথায় গেছেন?'—এর উত্তরে 'আদালতে'। এখানে 'আদালত' স্থান বোঝাচ্ছে, তাই এটি অধিকরণ কারক।

15. ‘কান্নায় শোক কমে’ বাক্যে ‘কান্নায়’ কোন কারক?

ক) করণ কারক
খ) অপাদান কারক
গ) সম্প্রদান কারক
ঘ) অধিকরণ কারক
Note :
কান্নার দ্বারা বা কান্নার ফলে শোক কমে। উপায় বা হেতু বোঝালে করণ কারক। তবে অনেকে একে ভাবাধিকরণও মনে করেন। কিন্তু করণ বেশি যুক্তিযুক্ত।
You've reached the free limit!

You can only see 15 questions with free access.

Login to upgrade