টপিকঃ বাক্য ও বানান শুদ্ধিকরণ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 20 questions total

1. ‘ছড়ালে’ এর সাধু রূপ-

ক) ছড়াইলে
খ) বাজিলে
গ) ব্যাপ্ত হইলে
ঘ) ছড়াইয়া দিলে
Note :
চলিত ‘ছড়ালে’ এর সাধু রূপ ‘ছড়াইলে’।

2. কোন বানানটি শুদ্ধ তা নির্দেশ করুন।

ক) মদ্রাসা
খ) মাদ্রাছা
গ) মাদ্রাসা
ঘ) মদরাছা
Note :
আরবি শব্দ থেকে আগত; বাংলায় মাদ্রাসা বানানটিই প্রমিত।

3. নিচের কোন শব্দটি শুদ্ধ?

ক) কৌতুহল
খ) কৌতূহল
গ) কার্য্যত
ঘ) শ্রদ্ধাঞ্জলী
Note :
‘কৌতূহল’ বানানে ত-এ দীর্ঘ-ঊ কার হয়। এটিই সঠিক বানান। ‘শ্রদ্ধাঞ্জলি’তে হ্রস্ব-ই হয়।

4. 'এমন অসহনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই' – বাক্যটির শুদ্ধ রূপ কোনটি?

ক) এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
খ) এমন অসহনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
গ) এমন অসহনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
ঘ) ক ও গ উভয়ই
Note :
সহ্য করা যায় না যা তা 'অসহ্য'। অসহনীয় শব্দটি ব্যাকরণগতভাবে দুর্বল বা ভুল প্রয়োগ।

5. নিচের কোন বানানটি অশুদ্ধ?

ক) কার্য
খ) অতঃপর
গ) লজ্জাস্কর
ঘ) উজ্জ্বল
Note :
সঠিক শব্দটি হলো ‘লজ্জাকর’। ‘লজ্জাস্কর’ শব্দটি অশুদ্ধ ও বাহুল্য দোষযুক্ত।

6. কোনটি শুদ্ধ বানান?

ক) নথিপত্র
খ) পথিপত্র
গ) নতিপত্র
ঘ) নথিপত্র
Note :
'নথি' অর্থ দলিল বা রেকর্ড; আর 'নতি' অর্থ নম্রতা। এখানে কাগজপত্র বোঝানো হচ্ছে তাই 'নথিপত্র' সঠিক।

7. কোনটি শুদ্ধ বানান?

ক) মূর্ছনা
খ) মূর্ছনা
গ) মূর্ছণা
ঘ) মূর্ছণ্য
Note :
মূর্ছনা অর্থ সুরের আরাহ-অবরোহ। সঠিক বানানে ম-এ দীর্ঘ ঊ-কার এবং রেফ ছ-এর ওপর থাকে; শেষে দন্ত-ন হয়।

8. কোনটি চলিত ভাষার শব্দ?

ক) এ ওই
খ) যাহা
গ) তাহার
ঘ) কেউ
Note :
‘কেউ’ সর্বনামটি চলিত ভাষার। এর সাধু রূপ ‘কেহ’।

9. কোনটি অশুদ্ধ বানান?

ক) বাল্মীকী
খ) সুচারু
গ) স্বত্ব
ঘ) সচ্ছ
Note :
‘স্বচ্ছ’ (Clean) বানানে ব-ফলা থাকে। ‘সচ্ছ’ ভুল।

10.

শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ দেখান?

ক) সমিচিন, হরিতকি, বাল্মিকী
খ) সমীচিন, হরিতকি, বাল্মীকি
গ) সমীচীন,হরীতকি,বাল্মীকি
ঘ) সমিচীন, হরীতকি, বাল্মিকি
Note :

বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী কতিপয় শুদ্ধ বানান হলো-
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• সমীচীন,
• হরীতকি,
• বাল্মীকি
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ ইত্যাদি।

11. কোন বানানটি সঠিক?

ক) মৃত্যুতীর্ণ
খ) মৃত্যুতীর্ন
গ) মৃত্যুত্তির্ণ
ঘ) মৃত্যুত্তীর্ণ
Note :
মৃত্যু+উত্তীর্ণ = মৃত্যূত্তীর্ণ হওয়ার কথা হলেও সন্ধি ছাড়া সমাসবদ্ধ পদ হিসেবে মৃত্যুত্তীর্ণ (ত-এ ত) ব্যবহৃত হতে পারে।

12. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন।

ক) আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
খ) তিনি সস্ত্রীক এসেছেন
গ) তিনি স্বাক্ষ্য দেবেন না
ঘ) তার কথায় মাধুর্যতা নেই

13. ভুল বানান কোনটি?

ক) সমিতি
খ) প্রতীতি
গ) জ্যামিতি
ঘ) প্রকৃতি
Note :
‘সমিতি’ বানানে দুটি হ্রস্ব-ই কার হয় যা সঠিক। ‘প্রতীতি’ তে দীর্ঘ-ঈ ও হ্রস্ব-ই হয়। উত্তর A দেওয়া হয়েছে মানে হয়তো অপশনে ভুল ছিল।

14. কোন বানানটি শুদ্ধ?

ক) একান্নবর্ত
খ) একান্নবর্তি
গ) একান্নবর্তী
ঘ) একান্নবর্তি
Note :
একান্নবর্তী পরিবার বোঝাতে ত-এ দীর্ঘ ঈ-কার ব্যবহৃত হয় কারণ এটি বিশেষণ পদ।

15. নিচের কোন শব্দটি শুদ্ধ?

ক) অন্তস্তল
খ) অন্তঃস্থল
গ) অন্তস্তল
ঘ) অতঃতল
Note :
অন্তস্তল বা অন্তঃস্থল দুটোই ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্তস্তল (গভীর তল) এবং অন্তঃস্থল (ভেতরের জায়গা)। বানান হিসেবে অন্তস্তল সঠিক।

16. কোনটি শুদ্ধ বানান?

ক) বিভীষীকা
খ) বিভীষিকা
গ) বীভীষিকা
ঘ) বিভীসিকা
Note :
বিভীষিকা শব্দের অর্থ আতঙ্ক। সঠিক বানানে ভ-এ দীর্ঘ ঈ-কার এবং মূর্ধন্য-ষ এ হ্রস্ব ই-কার হয়।

17. কোনটি শুদ্ধ বানান?

ক) ব্যাকুল
খ) ব্যাকূল
গ) বাকুল
ঘ) বাকূল
Note :
ব্যাকুল বানানে ক-এ হ্রস্ব উ-কার হয়।

18. কোনটি সঠিক বানান?

ক) মন্ত্রিসভা
খ) মন্ত্রিসভা
গ) কোনোটিই নয়
ঘ) মন্ত্রী সভা
Note :
সমাসবদ্ধ পদের ক্ষেত্রে দীর্ঘ ঈ-কার হ্রস্ব ই-কারে পরিণত হয়। তাই 'মন্ত্রী' এর সাথে 'সভা' যুক্ত হলে তা 'মন্ত্রিসভা' হয়।

19. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন।
খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
Note :
সস্ত্রীক মানেই স্ত্রীর সঙ্গে। তাই 'তিনি সস্ত্রীক শহরে থাকেন' শুদ্ধ।

20. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেষু
Note :
শ্রদ্ধেয়া নারীকে সম্বোধনে 'শ্রদ্ধাস্পদাসু' ব্যবহৃত হয়।
You've reached the free limit!

You can only see 20 questions with free access.

Login to upgrade