টপিকঃ সমার্থক শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 30 questions total

1. 'ভৃঙ্গ' এর শব্দার্থ-

ক) ভঙ্গুর
খ) ভ্রমর
গ) ভুজঙ্গ
ঘ) গাড়ু
Note :
ভৃঙ্গ শব্দের অর্থ ভ্রমর বা মৌমাছি।

2. 'চুল' শব্দের সমার্থ শব্দ কোনটি?

ক) লোচন
খ) শৈল
গ) শম্বর
ঘ) চিকুর
Note :
চিকুর চুলের একটি কাব্যিক প্রতিশব্দ।

3. 'কুহক' এর সমার্থক শব্দ-

ক) কুসংস্কার
খ) অলীক
গ) ইন্দ্রজাল
ঘ) কথন
Note :
ইন্দ্রজাল মানে জাদুবিদ্যা বা ভেলকি যা কুহকের সমার্থক।

4. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) সাগর
খ) স্রোতস্বিনী
গ) পারাবার
ঘ) অর্ণব
Note :
স্রোতস্বিনী অর্থ নদী।

5. 'অম্বু' শব্দের অর্থ

ক) নদী
খ) আগুন
গ) চাঁদ
ঘ) পানি
Note :
অম্বু' একটি তৎসম শব্দ, যার অর্থ হলো জল বা পানি।

6. 'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) তামসিক
খ) বাবুই
গ) পান ব্যবসায়ী
ঘ) পূর্ণকার
Note :
'তাম্বুলিক' শব্দের অর্থ যিনি তাম্বুল বা পান বিক্রি করেন, অর্থাৎ পান ব্যবসায়ী। 'বাবুই' ও 'পূর্ণকার'ও এর সাথে সম্পর্কিত। কিন্তু 'তামসিক' শব্দের অর্থ তমোগুণ সম্পন্ন, যা সম্পূর্ণ ভিন্ন।

7. 'হাতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অশ্ব
খ) কায়া
গ) গজ
ঘ) নেত্রবারি
Note :
গজ শব্দের অর্থ হাতি।

8. 'বৃক্ষ' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) তরু
খ) বিটপী
গ) কানন
ঘ) মহীরুহ
Note :
তরু বিটপী ও মহীরুহ গাছের প্রতিশব্দ কিন্তু কানন অর্থ বাগান বা বন।

9. কোনটি 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ নয়?

ক) পর্বত
খ) শৈল
গ) গিরি
ঘ) ধরণী
Note :
পর্বত শৈল ও গিরি তিনটিই পাহাড়ের প্রতিশব্দ কিন্তু ধরণী অর্থ পৃথিবী।

10. 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) মেদিনী
খ) প্রসূন
গ) অবনি
ঘ) ধরণী
Note :
প্রসূন মানে ফুল যা পৃথিবীর সমার্থক নয়।

11. 'চুল' অর্থে কোন শব্দটি সমার্থক নয়?

ক) অলক
খ) কুন্তল
গ) চিকুর
ঘ) তনু
Note :
তনু মানে শরীর বা দেহ যা চুলের সমার্থক নয়।

12. কোনটি 'লক্ষ্য' শব্দের প্রতিশব্দ নয়?

ক) গন্তব্য
খ) মনজিল
গ) অভীষ্ট
ঘ) জটিল পথ
Note :
জটিল পথ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না।

13. কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয়?

ক) বলাহক
খ) পর্জন্য
গ) অমুদ
ঘ) তড়াক
Note :
বলাহক ও পর্জন্য মেঘের প্রতিশব্দ কিন্তু তড়াক বা তড়াগ অর্থ পুকুর।

14. সমার্থক শব্দগুচ্ছ নির্ণয় করুন-

ক) বাজী তুরঙ্গম ভুজঙ্গ
খ) তমঃ তিমির তুরু
গ) সর্বভুক কৃশানু বৈশ্বানর
ঘ) কুচ অশ্বগন্ধ অনাহুত
Note :
সর্বভুক ও কৃশানু এবং বৈশ্বানর তিনটিই আগুনের সমার্থক শব্দ তাই এই গুচ্ছটি সঠিক।

15. নিচের কোনটি 'সমুদ্র' শব্দটির সমার্থক শব্দ নয়?

ক) সাগর
খ) বারিধি
গ) সিন্ধু
ঘ) তটিনী
Note :
তটিনী শব্দের অর্থ নদী যা সমুদ্র থেকে ভিন্ন।

16. 'ভার্যা' শব্দের অর্থ হলো-

ক) ভাবি
খ) স্ত্রী
গ) সতীন
ঘ) মা
Note :
ভার্যা অর্থ স্ত্রী।

17. 'অগ্নির' সমার্থক বা প্রতিশব্দ কোনটি?

ক) পাবক
খ) দিবা
গ) অনিল
ঘ) সমীরণ
Note :
পাবক আগুনের একটি ধ্রুপদী প্রতিশব্দ এবং অনিল ও সমীরণ বাতাসের প্রতিশব্দ আর দিবা মানে দিন।

18. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।

ক) হাসি-খুশি
খ) আকাশ-পাতাল
গ) কালি-কলম
ঘ) দিন-দিন
Note :
হাসি ও খুশি প্রায় একই অর্থ বা ভাব প্রকাশ করে তাই এটি সমার্থক যুগ্ম শব্দ কিন্তু আকাশ-পাতাল বিপরীতার্থক।

19. কোনটি 'পুত্র' শব্দের সমার্থক?

ক) আত্মজা
খ) দুলাল
গ) জনক
ঘ) সুহৃদ
Note :
দুলাল মানে আদরের পুত্র বা ছেলে।

20. 'রাজা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) নৃপতি
খ) অদ্রিপতি
গ) মহিপতি
ঘ) নৃপ
Note :
অদ্রিপতি অর্থ পর্বতের মালিক বা হিমালয় যা রাজার প্রতিশব্দ নয়।

21. 'পাণি' শব্দের অর্থ-

ক) জল
খ) হাত
গ) পরিষ্কার
ঘ) বজ্র
Note :
পাণি (মূর্ধন্য ণ) অর্থ হাত।

22. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?

ক) বাতাস
খ) ছেলে
গ) নতুন
ঘ) নীল
Note :
নন্দন মানে যে আনন্দ দেয় বা পুত্র।

23. 'উরগ' সমার্থক শব্দ-

ক) সাপ
খ) গরু
গ) কেঁচো
ঘ) তীর
Note :
উরগ অর্থ বুকে ভর দিয়ে চলে যে প্রাণী অর্থাৎ সাপ।

24. 'পয়জার' এর সমার্থক শব্দ কোনটি?

ক) জুতার
খ) পাদুকা
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা
Note :
পয়জার মানে জুতা বা পাদুকা।

25. অতিশয়/সাংঘাতিক কিছু বোঝাতে ব্যবহৃত হয়-

ক) ভীষণ
খ) ভীশন
গ) ভীষন
ঘ) ভিসন
Note :
শুদ্ধ বানান হলো 'ভীষণ' যা প্রবল বা সাংঘাতিক অর্থ প্রকাশ করে।

26. 'পুত্র'-এর সমার্থক শব্দ নির্ণয় কর।

ক) পতি
খ) তনু
গ) তনয়
ঘ) কোনোটিই নয়
Note :
তনয় মানে পুত্র বা ছেলে।

27. 'বৃক্ষ' শব্দের প্রতিশব্দ নয়-

ক) বিটপী
খ) মহীরুহ
গ) বিপণি
ঘ) পাদপ
Note :
বিপণি শব্দের অর্থ দোকান বা বাজার যা বৃক্ষের প্রতিশব্দ নয়।

28. 'ইচ্ছা' শব্দটির প্রতিশব্দ কোনটি?

ক) অতৃপ্ত
খ) এষণা
গ) তৃপ্তি
ঘ) বিষ
Note :
এষণা শব্দের অর্থ হলো ইচ্ছা বা অন্বেষণ বা আকাঙ্ক্ষা।

29. কোন শব্দটি সমার্থক নয়?

ক) পৃথ্বী
খ) অদ্রি
গ) মহী
ঘ) অবনি
Note :
অদ্রি মানে পাহাড়।

30. 'অগ্নি' শব্দের প্রতিশব্দ কোনগুলো?

ক) অংশু ও জ্যোতি
খ) অতি ও অতীব
গ) অংশু ও কর
ঘ) বহ্নি ও হুতাশন
Note :
বহ্নি এবং হুতাশন দুটোই আগুনের সমার্থক শব্দ কিন্তু অংশু বা কর মানে কিরণ বা রশ্মি।
You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade