টপিকঃ সমার্থক শব্দ

বিষয়

বাংলা ব্যাকরণ

Free Access - Limited to 30 questions total

1. কোনটি প্রতিশব্দ নয়?

ক) বামা
খ) রামা
গ) সুত
ঘ) দারা
Note :
সুত মানে পুত্র এবং বাকি তিনটি নারীকে বোঝায়।

2. 'অটবি' এর সমার্থক শব্দ কোনটি?

ক) তরু
খ) অরুণ
গ) নীরদ
ঘ) কুঞ্জ

3. 'অশিষ্ট' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অসহায়
খ) দুর্বল
গ) স্বার্থপর
ঘ) অভদ্র
Note :
অশিষ্ট মানে যার শিষ্টাচার নেই বা বেয়াদব তাই অভদ্র হলো সঠিক সমার্থক শব্দ।

4. 'জব' শব্দের অর্থ-

ক) গতিবেগ
খ) শস্যাবিশেষ
গ) জবান
ঘ) নাম জপ করা

5. নিচের কোনটি 'অনুশীলন' শব্দের সমার্থক নয়?

ক) রেওয়াজ
খ) মকশো
গ) তালিম
ঘ) তালাশ
Note :
রেওয়াজ ও মকশো এবং তালিম সবই চর্চা বা অনুশীলনের সমার্থক কিন্তু তালাশ মানে খোঁজ করা যা সম্পূর্ণ ভিন্ন অর্থ।

6. 'মাহী' শব্দের অর্থ-

ক) রাত
খ) মাতা
গ) ধরা
ঘ) শিলা
Note :
মাহী বা মহী মানে পৃথিবী বা ধরা।

7. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-

ক) অর্থ পরিবর্তিত হয়
খ) অর্থের অবনতি ঘটে
গ) সৌন্দর্য বৃদ্ধি পায়
ঘ) সৌন্দর্য হ্রাস পায়
Note :
সঠিক ও শ্রুতিমধুর সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের গঠন ও প্রকাশভঙ্গিতে নতুনত্ব আসে, যা বাক্যের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করে। এটি ভাষাশৈলীর একটি গুরুত্বপূর্ণ দিক।

8. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয়-

ক) তরঙ্গ
খ) ঊর্মি
গ) বারিধি
ঘ) বীচি
Note :
বারিধি মানে সমুদ্র যা ঢেউয়ের আধার কিন্তু ঢেউ নিজে নয়।

9. 'পয়জার' এর সমার্থক শব্দ কোনটি?

ক) জুতার
খ) পাদুকা
গ) উন্মাদ
ঘ) দাঁড়িপাল্লা
Note :
পয়জার মানে জুতা বা পাদুকা।

10. 'উচ্ছ্বাস' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ক) স্ফুরণ
খ) উদ্ভাসিত
গ) স্ফীতি
ঘ) বিকাশ
Note :
উদ্ভাসিত মানে আলোকিত হওয়া যা উচ্ছ্বাসের সরাসরি প্রতিশব্দ নয়।

11. 'আফতাব' শব্দের সমার্থ কোনটি?

ক) অর্ণব
খ) রাতুল
গ) অর্ক
ঘ) জলধি
Note :
ফার্সি আফতাব শব্দের সমার্থক বাংলা শব্দ অর্ক বা সূর্য।

12. 'অটবি'র প্রতিশব্দ কোনটি?

ক) বিটপী
খ) অরণ্য
গ) সুন্দর
ঘ) আসবাব
Note :
অটবি ও অরণ্য উভয় শব্দের অর্থ বন।

13. 'নদী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কল্লোলিনী
খ) মেদিনী
গ) গহিনী
ঘ) ধরণী
Note :
কল্লোলিনী মানে যে কলকল শব্দে বয়ে যায় অর্থাৎ নদী।

14. কোনটি 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয়?

ক) অদ্র্রি
খ) মহীধর
গ) নগ
ঘ) করী
Note :
করী শব্দের অর্থ হাতি যা পর্বতের সমার্থক নয়।

15. কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?

ক) অবনি
খ) বসুমতী
গ) জলদ
ঘ) ভুবন
Note :
জলদ মানে মেঘ।

16. 'সন্ঠ্যা'র সমার্থক শব্দ কোনটি?

ক) প্রহ্ল
খ) অপরাহ্ন
গ) সায়াহ্ন
ঘ) তামসী
Note :
সায়াহ্ন অর্থ দিনের শেষ ভাগ বা সন্ধ্যা।

17. 'উদধি' শব্দের অর্থ-

ক) নদী
খ) সমুদ্র
গ) স্বর্গ
ঘ) সূর্য
Note :
উদধি শব্দের অর্থ সমুদ্র।

18. প্রতিশব্দ নয়-

ক) বলাহক
খ) জীমূত
গ) বারিন
ঘ) জলধি
Note :
জলধি অর্থ সমুদ্র যা মেঘ বা জলের আধার থেকে ভিন্ন ব্যাপকতা বোঝায়।

19. কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?

ক) বসুধা
খ) সবিতা
গ) মিহির
ঘ) ভূধর
Note :
বসুধা মানে পৃথিবী যা ধনরত্ন ধারণ করে।

20. 'রাত্রি' শব্দটির কোনটি সমার্থক নয়?

ক) শর্বরী
খ) রজনী
গ) যামিনী
ঘ) বারিদ
Note :
বারিদ শব্দের অর্থ মেঘ যা রাত্রির প্রতিশব্দ নয়।

21. 'অটবি' শব্দের প্রতিশব্দ-

ক) অলি
খ) ত্রিবদ
গ) নীরদ
ঘ) গাছপালা
Note :
অটবি অর্থ বন যা গাছপালার সমষ্টি তাই এখানে গাছপালা সঠিক উত্তর হিসেবে গণ্য।

22. 'ঘর' শব্দটির সমার্থক নয় কোনটি?

ক) বাটি
খ) সদন
গ) আগার
ঘ) ক্ষিতি
Note :
ক্ষিতি মানে পৃথিবী যা ঘরের সমার্থক নয়।

23. 'পতাকা' এর সমার্থক শব্দ কোনটি?

ক) কেতন
খ) মার্গ
গ) নলিন
ঘ) ভাজন
Note :
কেতন পতাকার একটি ধ্রুপদী প্রতিশব্দ।

24. 'পবন' শব্দের সমার্থক শব্দ-

ক) পাবক
খ) সমীরণ
গ) ভানু
ঘ) প্রভা
Note :
পবন ও সমীরণ উভয় শব্দের অর্থ বাতাস।

25. 'পদ্ম' ও 'পুষ্প' শব্দের সমার্থক শব্দ কোনগুলো?

ক) অরবিন্দ প্রসূন
খ) কমল হিমাংশু
গ) নলিনী শশধর
ঘ) ফুল কামিনী
Note :
অরবিন্দ হলো পদ্মের প্রতিশব্দ এবং প্রসূন হলো ফুলের প্রতিশব্দ তাই এটি সঠিক জোড়।

26. 'ধেনু' শব্দের সমার্থক শব্দ-

ক) গরু
খ) দড়ি
গ) ধনু
ঘ) তীর
Note :
ধেনু মানে গাভী বা গরু।

27. কোনটি সমার্থক শব্দ নয়?

ক) কামিনী
খ) ললনা
গ) রমণী
ঘ) দারা
Note :
দারা মানে স্ত্রী কিন্তু বাকিগুলো সাধারণ অর্থে নারী বা সুন্দরী নারী।

28. 'অপ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) দরিয়া
খ) লোচন
গ) পবন
ঘ) নীর
Note :
অপ (সংস্কৃত) মানে জল বা নীর।

29. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?

ক) সবিতা
খ) অবনি
গ) সুধাকর
ঘ) কলানিধি
Note :
সবিতা সূর্যের প্রতিশব্দ এবং সুধাকর ও কলানিধি চাঁদের প্রতিশব্দ।

30. 'ঢেউ' শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) বারি
খ) অম্বু
গ) বীচি
ঘ) বারিধি
Note :
বীচি মানে তরঙ্গ বা ঢেউ।
You've reached the free limit!

You can only see 30 questions with free access.

Login to upgrade