যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
ক) 6
খ) 9
গ) 12
ঘ) 10
বিস্তারিত ব্যাখ্যা:
মোট পোশাক ১৫টি। শার্টের সংখ্যা = ১৫ এর ৪০% = ১৫ × (৪০/১০০) = ৬টি। শার্ট নয় এমন পোশাকের সংখ্যা = মোট পোশাক - শার্টের সংখ্যা = ১৫ - ৬ = ৯টি।
Related Questions
ক) ৪৪ বছর
খ) ৪০ বছর
গ) ৪২ বছর
ঘ) ৪৩ বছর
Note : পিতা ও দুই পুত্রের মোট বর্তমান বয়স = ২০ × ৩ = ৬০ বছর। ২ বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ হলে, তাদের বর্তমান গড় বয়স = ১২ - ২ = ১০ বছর। দুই পুত্রের বর্তমান মোট বয়স = ১০ × ২ = ২০ বছর। সুতরাং, পিতার বর্তমান বয়স = ৬০ - ২০ = ৪০ বছর।
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 5
Note : ২৪ = ২×২×২×৩; ৩০ = ২×৩×৫; ৭৭ = ৭×১১। তিনটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই। যখন সংখ্যাগুলোর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন তাদের গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) হয় ১।
ক) 9
খ) 12
গ) 14
ঘ) 15
Note : ধরা যাক, পরপর তিনটি সংখ্যা x, x+1, x+2। প্রশ্নমতে, x(x+1)(x+2) = 120। আমরা ছোট সংখ্যা দিয়ে পরীক্ষা করে দেখতে পারি, ৪ × ৫ × ৬ = ১২০। সুতরাং, সংখ্যা তিনটি হলো ৪, ৫ এবং ৬। তাদের যোগফল = ৪ + ৫ + ৬ = ১৫।
ক) Compound Natural Gas
খ) Coated Natural Gas
গ) Compressed Natural Gas
ঘ) Common Natural Gas
Note : CNG-এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas (সংকুচিত প্রাকৃতিক গ্যাস)। এটি প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে তৈরি করা হয় এবং যানবাহন ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
ক) ১২০৪ খ্রিঃ
খ) ১২০৫ খ্রিঃ
গ) ১২০৬ খ্রিঃ
ঘ) ১২০৮ খ্রিঃ
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে নদীয়া (बंग) জয় করেন।
ক) ১২০৬ খ্রিঃ
খ) ১৩১০ খ্রিঃ
গ) ১৫২৬ খ্রিঃ
ঘ) ১৬১০ খ্রিঃ
Note : মুঘল সুবাদার ইসলাম খান চিশতী ১৬১০ সালে রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন এবং এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। এটিই ঢাকায় প্রথম প্রাতিষ্ঠানিক রাজধানী স্থাপন।
জব সলুশন