কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
ক) ইটালী
খ) তুরস্ক
গ) গ্রীস
ঘ) ফ্রান্স
বিস্তারিত ব্যাখ্যা:
হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্যে বর্ণিত কিংবদন্তীর ট্রয় নগরীর প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে অবস্থিত।
Related Questions
ক) দক্ষিণ -পশ্চিমাঞ্চল
খ) পশ্চিমাঞ্চল
গ) উত্তর-পশ্চিমাঞ্চল
ঘ) উত্তর-পূর্বাঞ্চল
Note : বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ইত্যাদি) পাহাড়ি ঢল এবং স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায়শই আকস্মিক বন্যা বা Flash Flood দেখা দেয়।
ক) বছরে একবার
খ) বছরে দুইবার
গ) বছরে তিনবার
ঘ) এর কোনটিই নহে
Note : শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বছরে দুইবার (সাধারণত ৬ মাস অন্তর) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ায়।
ক) জুন ২২, ১৭৫৭
খ) জুন ২৪, ১৭৫৭
গ) জুন ২৩, ১৭৫৭
ঘ) জুন ২৫, ১৭৫৭
Note : ঐতিহাসিক পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
ক) Padma Multipurpose Bridge.
খ) Padma Road Bridge.
গ) Padma Rail Bridge.
ঘ) Truss bridge
Note : পদ্মা সেতুর আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক নাম হলো 'পদ্মা বহুমুখী সেতু' বা ইংরেজিতে 'Padma Multipurpose Bridge'। কারণ এই সেতু দিয়ে সড়ক ও রেল উভয়ই চলাচল করে এবং এটি দেশের বহুমুখী উন্নয়নে ভূমিকা রাখে।
ক) আই. এল. ও
খ) হু (WHO)
গ) ASEAN (আশিয়ান)
ঘ) উপরের সবকটি
Note : আই.এল.ও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) এবং হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। কিন্তু ASEAN (দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা) একটি স্বতন্ত্র আঞ্চলিক জোট, এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়।
ক) ভিয়েনা
খ) জেনেভা
গ) প্যারিস
ঘ) লন্ডন
Note : আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সাথে সম্পর্কিত বিভিন্ন সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
জব সলুশন