যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?
ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি
বিস্তারিত ব্যাখ্যা:
এই প্রবাদটিতে 'মুখ' শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি। এখানে 'মুখ' বলতে যোগ্যতা, সামর্থ্য বা শক্তি বোঝানো হয়েছে। অর্থাৎ, যার যতটুকু শক্তি বা সামর্থ্য, তার চেয়ে বড় কথা বলা অনুচিত।
Related Questions
ক) দেশী
খ) বিদেশী
গ) তৎসম
ঘ) তদ্ভব
Note : ণত্ব বিধি অর্থাৎ দন্ত্য-ন (ন) এর মূর্ধন্য-ণ (ণ) তে পরিবর্তিত হওয়ার নিয়ম শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। বাংলা, দেশি, বিদেশি বা তদ্ভব শব্দে এই নিয়ম খাটে না।
ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম
Note : 'কর্মে যাহার ক্লান্তি নাই'—এই বাক্যাংশের সবচেয়ে উপযুক্ত সংক্ষিপ্ত রূপ হলো 'অক্লান্ত কর্মী'। 'অক্লান্ত' শব্দের অর্থ ক্লান্তিহীন, কিন্তু 'কর্মী' শব্দটি যুক্ত করলে 'কর্মে' বা কাজে ক্লান্তিহীন ভাবটি পূর্ণাঙ্গরূপে প্রকাশিত হয়।
ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
Note : 'চাঁদের হাট' বাগধারাটির অর্থ হলো 'প্রিয়জনদের সমাগম' বা 'আনন্দের প্রাচুর্য'। অনেক সুন্দর মানুষের বা প্রিয়জনদের সমাগম ঘটলে সেই মনোরম পরিবেশকে চাঁদের হাট বলা হয়। অপশন 'D' গণ্যমান্যদের সমাগম-ও কাছাকাছি, তবে 'প্রিয়জন সমাগম' অধিক প্রচলিত ও সঠিক অর্থ।
ক) রোগ বিশেষ
খ) সম্ভাব্য ঘটনা
গ) অসম্ভব ঘটনা
ঘ) প্রতারণা
Note : 'ব্যাঙের সর্দি' একটি বাগধারা, যার অর্থ অসম্ভব ঘটনা। ব্যাঙ সাধারণত পানিতেই থাকে, তাই তার সর্দি লাগা একটি অবাস্তব বা অসম্ভব কল্পনা। এই বাগধারাটি এমন কোনো পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয় যা ঘটা একেবারেই সম্ভব নয়।
ক) অনতিক্রম্য
খ) অলঙ্ঘ্য
গ) দুরতিক্রম্য
ঘ) দুর্গম
Note : 'যা সহজে অতিক্রম করা যায় না'—এই বাক্যাংশের এককথায় প্রকাশ হলো 'দুরতিক্রম্য'। 'দুঃ' উপসর্গটি এখানে 'কষ্টে' বা 'সহজে নয়' অর্থ প্রকাশ করছে। 'দুর্গম' অর্থ যেখানে সহজে গমন করা যায় না।
ক) সিংহাসন
খ) ভাই-বোন
গ) কানাকানি
ঘ) গাছপাকা
Note : যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে 'ও', 'এবং', 'আর' ইত্যাদি অব্যয় পদ ব্যবহৃত হয়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। 'ভাই-বোন'-এর ব্যাসবাক্য হলো 'ভাই ও বোন'। এখানে উভয় পদের অর্থই সমানভাবে প্রধান।
জব সলুশন