According to the conditions of my scholarship, after finishing my degree ---.
ক) my education will be employed by the University
খ) employment will be given to me by the University
গ) the University will employ me
ঘ) I will be employed of the University
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যের প্রথম অংশ 'after finishing my degree'-এর কাজটি যে (I) করছে, তাকেই পরবর্তী ক্লজের সাবজেক্ট হতে হবে অথবা পরবর্তী ক্লজটি একটি পূর্ণাঙ্গ ও যৌক্তিক বাক্য হতে হবে। অপশন C ('the University will employ me') একটি সম্পূর্ণ ও ব্যাকরণগতভাবে সঠিক বাক্য যা মূল অংশের সাথে যৌক্তিক সম্পর্ক স্থাপন করে।
Related Questions
ক) have had escaped
খ) had escaped
গ) are escaping
ঘ) have been escaping
Note : গোয়েন্দাদের তল্লাশি (conducted) চালানোর আগেই অপরাধীরা পালিয়ে গিয়েছিল। দুটি অতীত ঘটনার মধ্যে যেটি আগে ঘটে, সেটিতে Past Perfect Tense (had + V3) ব্যবহৃত হয়। তাই 'had escaped' সঠিক উত্তর।
ক) restrain : compose
খ) agitate : trouble
গ) upset : perturd
ঘ) stimulate : cool down
Note : EXCITE (উত্তেজিত করা) এর বিপরীত হলো CALM (শান্ত করা)। একইভাবে, STIMULATE (উদ্দীপ্ত করা) এর বিপরীত হলো COOL DOWN (শান্ত করা)। অন্য অপশনগুলোতে সমার্থক বা সম্পর্কহীন শব্দ রয়েছে।
ক) উদাসীন
খ) প্রতিকূল
গ) রাগহীন
ঘ) বিশেষভাবে রুষ্ট
Note : 'বিরাগী' শব্দের অর্থ হলো সংসার বা জাগতিক বিষয়ে আসক্তিহীন, উদাসীন বা বৈরাগী। যে ব্যক্তি ভোগ-বিলাস ত্যাগ করে নির্লিপ্ত জীবনযাপন করে, তাকে বিরাগী বলা হয়।
ক) অনুভূতি
খ) গালি
গ) প্রত্যঙ্গ
ঘ) শক্তি
Note : এই প্রবাদটিতে 'মুখ' শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি। এখানে 'মুখ' বলতে যোগ্যতা, সামর্থ্য বা শক্তি বোঝানো হয়েছে। অর্থাৎ, যার যতটুকু শক্তি বা সামর্থ্য, তার চেয়ে বড় কথা বলা অনুচিত।
ক) দেশী
খ) বিদেশী
গ) তৎসম
ঘ) তদ্ভব
Note : ণত্ব বিধি অর্থাৎ দন্ত্য-ন (ন) এর মূর্ধন্য-ণ (ণ) তে পরিবর্তিত হওয়ার নিয়ম শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। বাংলা, দেশি, বিদেশি বা তদ্ভব শব্দে এই নিয়ম খাটে না।
ক) ক্লান্তিহীন
খ) অক্লান্ত
গ) অক্লান্ত কর্মী
ঘ) অবিশ্রাম
Note : 'কর্মে যাহার ক্লান্তি নাই'—এই বাক্যাংশের সবচেয়ে উপযুক্ত সংক্ষিপ্ত রূপ হলো 'অক্লান্ত কর্মী'। 'অক্লান্ত' শব্দের অর্থ ক্লান্তিহীন, কিন্তু 'কর্মী' শব্দটি যুক্ত করলে 'কর্মে' বা কাজে ক্লান্তিহীন ভাবটি পূর্ণাঙ্গরূপে প্রকাশিত হয়।
জব সলুশন