পদ্মা সেতুর প্রস্থ কত?
ক) ১৮ মিটার
খ) ১৮.২৮ মিটার
গ) ১৯ মিটার
ঘ) ১৮.১০ মিটার
বিস্তারিত ব্যাখ্যা:
পদ্মা বহুমুখী সেতুর মূল কাঠামোর (main bridge) প্রস্থ হলো ১৮.১০ মিটার। এটি একটি চার লেনের সেতু। এই তথ্যটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এবং সুনির্দিষ্ট।
Related Questions
ক) সম্রাট আকবর
খ) সম্রাট শাহজাহান
গ) শায়েস্তা খান
ঘ) সম্রাট জাহাঙ্গীর
Note : ঢাকার হোসেনি দালান শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ইমামবাড়া। এটি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে বাংলার সুবেদার শাহ সুজার এক নৌ-সেনাপতি সৈয়দ মীর মুরাদ কর্তৃক আনুমানিক ১৬৪২ খ্রিস্টাব্দে নির্মিত হয়।
ক) শেরশাহ
খ) হুমায়ুন
গ) জাহাঙ্গীর
ঘ) আকবর
Note : মুঘল সম্রাট হুমায়ুন ১৫৩৮ সালে গৌড় দখল করার পর এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নাম দেন 'জান্নাতাবাদ' বা 'স্বর্গীয় উদ্যান'। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি বেশিদিন সেখানে থাকতে পারেননি।
ক) ৭ম-৮ম শতক
খ) ৬ষ্ঠ-৭ম শতক
গ) নবম-দশম শতক
ঘ) অষ্টম-নবম শতক
Note : রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল বংশের উত্থানের আগ পর্যন্ত প্রায় একশ বছর (আনুমানিক ৬৫০-৭৫০ খ্রিস্টাব্দ) বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই অরাজক পরিস্থিতিকে 'মাৎস্যন্যায়' বলা হয়, যা ৭ম-৮ম শতককে নির্দেশ করে।
ক) অশোক
খ) ন্যায়পাল
গ) শশাঙ্ক
ঘ) রামপাল
Note : অবিভক্ত প্রাচীন বাংলায় প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। তিনি সপ্তম শতকের শুরুতে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এবং 'গৌড়েশ্বর' উপাধি ধারণ করেন। তাঁর রাজধানী ছিল কর্ণসুবর্ণ (বর্তমান মুর্শিদাবাদ)।
ক) সম্রাট আকবর
খ) শাহজাদা আযম
গ) ঈশা খান
ঘ) সুবেদার ইসলাম খান
Note : বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম শ্রেষ্ঠ বীর ঈশা খান মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোনারগাঁওয়ে তাঁর রাজধানী স্থাপন করেছিলেন। তিনি এখান থেকেই বাংলার একটি বড় অংশ শাসন করতেন।
ক) চতুর্দশ
খ) পঞ্চদশ
গ) সপ্তদশ
ঘ) অষ্টাদশ
Note : বিখ্যাত মরোক্কান পর্যটক ইবনে বতুতা চতুর্দশ শতকে (১৩৪৬ খ্রিস্টাব্দে) সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। তিনি তাঁর ভ্রমণকাহিনী 'কিতাবুল রেহালা'-তে বাংলার বর্ণনা দিয়েছেন।
জব সলুশন