দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
ক) শের শাহ
খ) আকবর
গ) জাহাঙ্গীর
ঘ) আওরঙ্গজেব
বিস্তারিত ব্যাখ্যা:
সম্রাট শের শাহ সুরি (১৫৪০-১৫৪৫) তাঁর শাসনামলে চট্টগ্রাম থেকে পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করে বাংলায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তিনি বাংলার যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন করেন।
Related Questions
ক) প্রশাসনিক সংস্কার
খ) সামাজিক সংস্কার
গ) অর্থনৈতিক সংস্কার
ঘ) কাঠামোগত সংস্কার
Note : লর্ড কার্জন ১৯০৫ সালে যখন বঙ্গভঙ্গ কার্যকর করেন, তখন এর প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছিল যে, বাংলা প্রেসিডেন্সি আয়তনে অনেক বড় হওয়ায় প্রশাসনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই এটি ছিল মূলত একটি প্রশাসনিক সংস্কার।
ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস
Note : গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে 'চিরস্থায়ী বন্দোবস্ত' (Permanent Settlement) নামক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এর মাধ্যমে জমিদারদেরকে জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ক) কর্ণওয়ালিশ
খ) ওয়েলেসলি
গ) ডালহৌসি
ঘ) ক্লাইভ
Note : গভর্নর-জেনারেল লর্ড ডালহৌসি (১৮৪৮-১৮৫৬) 'স্বত্ববিলোপ নীতি' (Doctrine of Lapse) প্রবর্তন করেন। এই নীতি অনুসারে, কোনো ব্রিটিশ আশ্রিত রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যেত।
ক) কর্ণওয়ালিশ
খ) লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ওয়ারেন বাফেট
ঘ) লর্ড ক্লাইভ
Note : গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি (১৭৯৮-১৮০৫) ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য 'অধীনতামূলক মিত্রতা নীতি' (Subsidiary Alliance) প্রবর্তন করেন। এই নীতির মাধ্যমে দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশদের অধীনে আনা হতো।
ক) কুতুবুদ্দিন আইবেক
খ) শামসুদ্দিন ইলতুতমিশ
গ) গিয়াসউদ্দিন বলবন
ঘ) মুহম্মদ বিন তুঘলক
Note : সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর মামলুক সালতানাতের শাসক শামসুদ্দিন ইলতুতমিশের কন্যা। ইলতুতমিশ তাঁর পুত্রদের অযোগ্য মনে করে কন্যা রাজিয়াকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করে যান।
ক) আশি
খ) একাশি
গ) ষাট
ঘ) চৌষট্টি
Note :
- বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত।
- খান জাহান আলী কর্তক মসজিদটি নির্মিত হয়।
- বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম।
- ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।
জব সলুশন