কোনটি সুফিয়া কামালের কবিতা?

ক) নিমন্ত্রণ
খ) তাহারেই পড়ে মনে
গ) বনলতা সেন
ঘ) কবর
বিস্তারিত ব্যাখ্যা:
তাহারেই পড়ে মনে' কবিতাটি কবি সুফিয়া কামালের অন্যতম শ্রেষ্ঠ রচনা। 'নিমন্ত্রণ' রবীন্দ্রনাথের 'বনলতা সেন' জীবনানন্দ দাশের এবং 'কবর' জসীমউদ্দীনের লেখা।

Related Questions

ক) লাইলী মজনু
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) চর্যাপদ
ঘ) পদ্মাবতী
Note : চর্যাপদ হলো বাংলা ভাষার প্রথম লিখিত সাহিত্যকর্ম এবং প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন। শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের এবং বাকিগুলোও মধ্যযুগের কাব্য।
ক) কুমিল্লা
খ) পতিসর
গ) খুলনা
ঘ) সাভার
Note : তিনি তার জমিদারি কাজের জন্য কুষ্টিয়ার শিলাইদহের পাশাপাশি নওগাঁর পতিসর এবং সিরাজগঞ্জের শাহজাদপুরেও দীর্ঘ সময় অবস্থান করেছেন। তাই এখানে পতিসর সঠিক উত্তর।
ক) (x + 2) (3x - 5)
খ) (x+2) (3x+5)
গ) (x - 2) (3x + 5)
ঘ) (x-2) (3x-5)
Note :

3x² +x-10
=3x²+6x-5x-10
=3x(x+2)-5(x+2)
=(x+2)(3x-5)

ক) ২০ দিনে
খ) ১৮.৭৫ দিনে
গ) ২২ দিনে
ঘ) ১৫ দিনে
Note :

এখানে ক এর কর্মক্ষমতা ১০০ হলে খ এর কর্মক্ষমতা ১২৫।

অর্থাৎ তাদের কর্মক্ষমতার অনুপাত ক:খ = ১০০:১২৫ বা ৪:৫

সুতরাং তাদের লাগা সময়ের অনুপাত হবে ক:খ = ৫:৪ (কারণ কাজের ক্ষেত্রে যে বেশি কর্মক্ষম তার সময় লাগবে কম। )

অর্থাৎ কাজটি করতে ক কে ৫ দিন লাগলে খ লাগবে ৪ দিন। তাহলে ক কে ২৫ দিন লাগলে খ লাগবে ২০ দিন।

বুঝে গেলে: শর্টকার্টে ১০ সেকেন্ডে: কর্মক্ষমতা ক:খ= ১০০:১২৫ বা ৪:৫

সুতরাং সময়: = ক:খ = ৫:৪ বা ২৫:২০

ক) ১২ মিটার
খ) ৮ মিটার
গ) ১৬ মিটার
ঘ) ২৪ মিটার
Note : বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো (বাহু)²। দেওয়া আছে, ক্ষেত্রফল = ৪ বর্গমিটার। সুতরাং, (বাহু)² = ৪ => বাহু = √৪ = ২ মিটার (দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না)। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো ৪ × বাহু। অতএব, বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × ২ = ৮ মিটার।
ক) 12
খ) 16
গ) 19
ঘ) 24
Note : এখানে তিনটি সমীকরণ দেওয়া আছে: a + b = 8 --- (i), b + c = 11 --- (ii), a + c = 5 --- (iii)। তিনটি সমীকরণ যোগ করে পাই: (a+b) + (b+c) + (a+c) = 8 + 11 + 5 => 2a + 2b + 2c = 24 => 2(a+b+c) = 24। সুতরাং, a+b+c = 24 / 2 = 12।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন